IND vs ENG: শিবম দুবের কনকাশন সাব হর্ষিত রানা, ম্যাচ হেরে তীব্র অসন্তোষ প্রকাশ ইংল্যান্ড অধিনায়ক বাটলারের
Harshit Rana: কনকাশন সাব হর্ষিত চতুর্থ টি-টোয়েন্টিতে রানা মাঠে নেমে ৩৩ বলের বিনিময়ে তিন উইকেট নেন।

পুণে: মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। সিরিজ়ও পকেটে পুরেছে টিম ইন্ডিয়া। ম্যাচে ভারতের জয় সত্ত্বেও, বারংবার শিরোনামে উঠে আসছে এক ঘটনা। শিবম দুবের কনকাশন সাব হিসাবে হর্ষিত রানার মাঠে নামার ঘটনা। এই নিয়েই যত বিতর্ক। এমনকী ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারও (Jos Buttler) ম্যাচ শেষে এই নিয়ে সরব হয়েছেন।
মুশকিল সময়ে ব্যাট হাতে ভারতের ত্রাতা হয়ে ওঠেন শিবম দুবে। হার্দিক পাণ্ড্যর সঙ্গে মিলে ৮৭ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন তিনি। ব্যাট হাতেও তিনি দলের হয়ে সর্বাধিক (যুগ্মভাবে) ৫৩ রান করেন। তবে ব্যাট করার সময় জেমি ওভার্টনের বাউন্সারে মাথায় চোট পেয়েছিলেন শিবম দুবে (Shivam Dube)। তাঁর পরিবর্তে কনকাশন সাব হিসাবে নামেন হর্ষিত রানা (Harshit Rana)। তিনিও দুরন্ত ছন্দে ছিলেন। কনকাশন সাব মাঠে নেমেই তিন উইকেট নেন। দলের হয়ে তিনিই সর্বাধিক উইকেট নেন।
খাতায় কলমে দুইজনেই অলরাউন্ডার বলেই নিয়ম অনুযায়ী দুবের বদলে হর্ষিত মাঠে নামতে পারেন। তবে একজন ব্যাটিং অলরাউন্ডার ও অপরজন বোলিং অলরাউন্ডার যিনি ব্যাটটা ধরতে জানেন। এরা কী করে একে অপরের সমতুল্য হল এবং কীভাবে একে অপরের বদলি হিসাবে মাঠে নামতে পারলেন, সেই নিয়েই যত বিতর্ক।
'এটা তো লাইক ফর লাইক বদলি নয়। আমরা এর সঙ্গে সহমত নই। হয় শিবম দুবে বলে ওই ২৫ মাইল প্রতি ঘণ্টা মতো গতিবেগ বাড়িয়ে ফেলেছ, নয়তো হার্ষিত ওর ব্যাটিংকে উন্নত করে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। তবেই এই বদল সম্ভব। তবে এইসবগুলিই তো খেলার অঙ্গই। আমাদের এই ম্যাচটা জেতা উচিত ছিল বটে। কিন্তু এই সিদ্ধান্তের সঙ্গে আমরা সহমত নই।'
ম্যাচের দুই অর্ধেই ইংল্যান্ড শুরুটা দুর্দান্তভাবে করেছিল। শেষটা করল জঘন্যভাবে। ব্যাটিংয়ে শুরুর ধাক্কা কাটিয়ে পুণেতে প্রলয় চালালেন হার্দিক পাণ্ড্য ও শিবম দুবে। মাত্র ২৭ বলে হাফসেঞ্চুরি করলেন হার্দিক। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তাঁর পঞ্চম হাফসেঞ্চুরি। ৩১ বলে হাফসেঞ্চুরি করলেন শিবম। ষষ্ঠ উইকেটে ৪৫ বলে ৮৭ রান যোগ করে ম্যাচের রং পাল্টে দিলেন হার্দিক ও শিবম। প্রথমে ব্যাট করে ভারত তোলে ১৮১/৯।
রান তাড়া করতে নেমে পাওয়ার প্লে-তে ঝড় তুলেও প্রথমে ভারতীয় স্পিনার ও পরে সুপার সাব হর্ষিত রানার কাছে আত্মসমর্পণ করল ইংল্যান্ড। ১৯.৪ ওভারে মাত্র ১৬৬ রানে অল আউট হয়ে গেল ইংল্যান্ড। ১৫ রানে ম্যাচ জিতে টি-২০ সিরিজ জয়ও নিশ্চিত করে ফেলল টিম ইন্ডিয়া। এক ম্যাচ বাকি থাকতেই।
আরও পড়ুন: সেই অফস্টাম্পের বলেই ফিরতে হল কোহলিকে, তাঁর উইকেট নেওয়া হিমাংশুর মিল রয়েছে ধোনির সঙ্গে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
