Hundred 2025: লর্ডসে ওয়ার্নার, উইলিয়ামসনদের ম্যাচের মাঝেই মাঠে ঢুকে পড়ল শেয়াল, ভাইরাল ভিডিও
Lord's Cricket Ground: গতকালই লন্ডন ডার্বি দিয়ে 'দ্য হান্ড্রেড' টুর্নামেন্ট শুরু হয়েছে। সেখানেই ঘটে যায় অভূতপূর্ব কাণ্ড।

লন্ডন: সদ্যই ভারত বনাম ইংল্যান্ডের টানটান সিরিজ় শেষ হয়েছে। তবে ইংল্যান্ডে গ্রীষ্মে ক্রিকেট কিন্তু শেষ হয়নি। টেস্ট সিরিজ় শেষ হতে না হতেই শুরু হয়ে গিয়েছে ১০০ বলের টানটান প্রতিযোগিতা 'দ্য হান্ড্রেড' (Hundred 2025)। সেই টুর্নামেন্টের প্রথম ম্যাচেই লন্ডন ডার্বিতে ওভাল ইনভিনসিবেলস এবং লন্ডন স্পিরিট একে অপরের মুখোমুখি হয়েছিল। 'হোম অফ ক্রিকেট'-এ আয়োজিত এই ম্য়াচে হঠাৎই বিঘ্ন ঘটে। তবে বৃষ্টির জেরে বা কোনও খেলোয়াড় চোটে নয়। খেলা থামার কারণ সম্পূর্ণ ভিন্ন এবং বেশ চমকপ্রদও বটে।
'হোম অফ ক্রিকেট' হিসাবে পরিচিত লর্ডস (Lord's Cricket Ground)। দিনকয়েক আগেই এই মাঠেই তৃতীয় টেস্ট খেলতে নেমেছিল ভারতীয় দল। গতকাল সেই মাঠেই ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, স্যাম বিলিংসরা হান্ড্রেডের ম্যাচ খেলছিলেন। লন্ডন স্পিরেটের ড্যানিয়াল ওয়ারেল বল করতে যাওয়ার ঠিক আগেই মাঠের মাঝে এক শিয়াল ঢুকে পড়ে। ছোট্ট শিয়ালটি বাউন্ডারি লাইনের গা ঘেষে সারা মাঠ দৌড়ে বেড়ায়। এর জেরেই খানিকটা সময়ের জন্য খেলা বাধ্য হয়েই বন্ধ করতে হয়।
— Lord's Cricket Ground (@HomeOfCricket) August 5, 2025
এর আগে মাঠে সারমেয় থেকে শুরু করে সাপ, কত কিছুই না ঢুকে খেলা ব্যাহত করেছে। তবে শিয়াল মাঠে ঢুকে পড়ার ঘটনা খানিকটা অভিনবই বটে। এই ঘটনা কিন্তু মাঠে উপস্থিত দর্শকরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে। শেয়ালের মাঠে ঢুকে পড়ার পরই দর্শকরা উচ্ছ্বাস এবং হাসিতে ফেটে পড়েন। ছোট্ট শেয়ালের প্রতিটি মুভই কিন্তু ক্যামেরাবন্দিও করা হয়। শেষমেশ সেই শিয়ালটি নিজেই ছুটতে ছুটতে অ্যাডের বোর্ড পেরিয়ে মাঠ থেকে বেরিয়ে যায়। তার খানিকটা সময় পরেই ম্যাচ পুনরায় চালু করা হয়।
ম্যাচে ওভাল ইনভিনসিবেলস দাপুটে জয় পায়। স্পিরিটকে মাত্র ৮০ রানে অল আউট কর দেওয়ার পর ওভালের দল ৬৯ বলেই ম্যাচ জিতে নেয়। রশিদ খান ও স্যাম কারান, উভয়েই দলের হয়ে তিনটি করে উইকেট নেন। ১১ রানের বিনিময়ে তিন উইকেট নেওয়া রশিদ খানকেই ম্যাচের সেরা ঘোষণা করা হয়। স্পিরিটের দলে ওয়ার্নার এবং কেন উইলিয়ামসন, দুই বিশ্ববন্দিত তারকা থাকলেও, দুইজনের কেউই বড় রান করতে পারেননি। উভয়েরই সংগ্রহ মাত্র নয় রান। উইল জ্যাকস জবাবে ওভালের দলের হয়ে সর্বাধিক ২৪ রানের ইনিংস খেলেন।




















