IND vs NZ: ফাইনালের বাড়তি চাপ নিতে চান না, কিউয়িদের বিরুদ্ধে হাইভোল্টেজ মহারণের আগে কী বলছেন গিল?
Subhman Gill: এবার আর আগের ভুল করতে চান না শুভমন গিল। ফাইনালের বাড়তি চাপ না নিয়ে শুধুমাত্র একটা সাধারণ ম্য়াচ হিসেবেই রবিবারের ম্য়াচটি দেখতে চান ডানহাতি ভারতীয় ব্যাটার।

দুবাই: ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে (ODI World Cup 2023) খেলেছিলেন। সেই ম্য়াচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে যেতে হয়েছিল ভারতকে। সেই দলের সদস্য ছিলেন তিনি। ফের একটা আইসিসি ওয়ান ডে টুর্নামেন্টের ফাইনাল। এবার বিশ্বকাপ নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। সামনে কিউয়িরা। কিন্তু এবার আর আগের ভুল করতে চান না শুভমন গিল। ফাইনালের বাড়তি চাপ না নিয়ে শুধুমাত্র একটা সাধারণ ম্য়াচ হিসেবেই রবিবারের ম্য়াচটি দেখতে চান ডানহাতি ভারতীয় ব্যাটার। কিউয়ি মহারণের আগে আর কী বললেন এই তরুণ?
ম্য়াচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসেছিলেন শুভমন গিল। সেখানে প্রশ্ন করা হয়েছিল ২০২৩ বিশ্বকাপ ফাইনাল সম্পর্কেও। গিল বলেন, ''বড় ম্য়াচের আলাদা একটা চাপ থাকেই। আর সেই চাপ কাটিয়ে পারফর্ম করতে পারলেই চ্যাম্পিয়ন হওয়া যায়। অতীতে আমরা ওয়েস্ট ইন্ডিজ় বা অস্ট্রেলিয়াকে সেটা করতে দেখেছি। জানি বলা যত সহজ, করা তত নয়। কিন্তু আমরা ফাইনাল ভেবে খেলতে চাই না। বিরাট ভাইয়ের মতই ঠাণ্ডা মাথায় ম্য়াচ খেলতে চাই। জয় ছিনিয়ে নেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য হবে। ২০২৩ বিশ্বকাপ ফাইনালে বাড়তি চাপ নিয়ে যে ভুল করেছিলাম। সেই ভুল আর করতে চাই না।''




















