ICC Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জলঘোলা অব্যাহত, বিসিসিআইয়ের বিরুদ্ধে আদালতে যাচ্ছে পিসিবি?
Pakistan Cricket Board: ভারতীয় দল পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি না খেললে পিসিবি নাকি আইসিসির ডিসপুট রেজ়িলিউসন কমিটির কাছে এই বিষয়টি নিয়ে নালিশ করবে বলে রিপোর্ট দাবি করা হচ্ছে।
লাহৌর: দীর্ঘ সময় ধরেই ভারতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy 2025) অংশগ্রহণ নিয়ে টালবাহানা চলেছে। পাকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল অংশগ্রহণ করবে না বলে নাকি, ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) তরফে আইসিসিকে জানিয়ে দিয়েছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল। এবার শোনা যাচ্ছে যদি সত্যিই এমনটা হয়, তাহলে আদালত পর্যন্ত গড়াতে পারে।
শোনা যাচ্ছে গতকাল, ১১ নভেম্বরই নাকি লাহৌরে আইসিসির এক কর্মসূচি ছিল। সেই অনুষ্ঠানে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর ১০০ দিনের কাউন্টডাউন চালু হত। তবে আজই নাকি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা তা বাতিল করে। শোনা যাচ্ছে ভারতীয় দল যে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলতে চায় না, সেই বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (Pakistan Cricket Board) অবগত করেছে আইসিসি। পরিবর্তে বিসিসিআই নিরপেক্ষ ময়দানে ভারতের ম্যাচগুলি আয়োজনের জন্য আগ্রহী। তবে এতে পিসিবির বিন্দুমাত্র সায় নেই।
ভারতীয় বোর্ড দলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং সেই কারণেই বিসিসিআই চায় কিছু ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহির দুবাইতে আয়োজিত হোক। এই বিষয়ে অবগত এক সূত্র জানান, 'হ্যাঁ, পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলা নিয়ে নিজেদের উদ্বেগের কথা বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। ওরা নিরপেক্ষ কোনও স্থানে ম্যাচ আয়োজনের পক্ষে এবং দুবাই ভারতীয় দলের ম্যাচগুলি আয়োজনের জন্য জোরাল দাবিদার।' বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের পর নতুন করে আবার গোটা প্রক্রিয়াটি করা হবে এবং তারপরেই সর্বসমক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ক্রীড়াসূচিটি তৈরি করা হবে বলে খবর।
পিসিবি নাকি আইসিসির ডিসপুট রেজ়িলিউসন কমিটির কাছে এই বিষয়টি নিয়ে নালিশ করবে। ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে না যাওয়ার অর্থ বিপুল পরিমাণে আর্থিক ক্ষয়ক্ষতি। সেই আর্থিক বিষয়ের দিকটা নিয়েই পিসিবি অভিযোগ জানাবে বলে খবর। পাশাপাশি শোনা যাচ্ছে পাকিস্তান দল নাকি ক্ষোভে চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টও প্রত্যাখ্যান করতে পারে। পিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তা সুনিশ্চিত করতে বেশ অর্থ ব্যয় করেছে। উপরন্তু নিরাপত্তার বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে আশ্বাসও দিয়েছে। তবে বিসিসিআই এই বিষয়ে একেবারেই আশ্বস্ত হতে পারছে না। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ এখনও ঝুলেই রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ছয় ঘণ্টার দীর্ঘ বৈঠক, নিউজ়িল্যান্ড সিরিজ় হারের বোর্ডের পর কড়া প্রশ্নের মুখে রোহিত, গম্ভীর!