ICC Champions Trophy 2025: যশপ্রীত বুমরার ফিটনেস নিয়ে জট অব্য়াহত, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর বিকল্প কে হতে পারেন?
ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত দল ঘোষণা করার আজই শেষ দিন। অর্থাৎ যদি দলে বদল করতে হয়, তাহলে আজই তা করতে হবে।

নয়াদিল্লি: যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) চোট নিয়ে ধোঁয়াশা অ্যাহত। মেগা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025) শুরু হতে আর বাকি মাত্র সপ্তাহখানেক। তবে তারকা ফাস্ট বোলার বুমরা আদৌ টুর্নামেন্টে খেলবেন কি না, সেই নিয়ে কোনও নিশ্চয়তাই নেই। কিন্তু আজই সেইসব জল্পনা-কল্পনার অবসান ঘটার কথা। আজই সম্ভবত নির্ধারিত হতে চলেছে বুমরার ভবিষ্যৎ।
পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী বুমরা সদ্য়ই তাঁর পাচ সপ্তাহের সম্পূর্ণ বিশ্রামের প্রক্রিয়া শেষ করেছেন। তাঁর বিভিন্ন স্ক্যান এবং চোট নিয়ে না না খুঁটিনাটি পরীক্ষা আগেই করা হয়েছিল। সেইসব দেখেই বিসিসিআই আধিকারিকরা সিদ্ধান্ত নেবেন। বর্তমানে যা পরিস্থিতি তাতে বুমরার চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্তত ভারতের হয়ে প্রথম ম্যাচে তো নামার সম্ভাবনা নেই। নক আউট স্টেজে তাঁকে খেলতে দেখা গেলেও যেতে পারে। তবে বুমরা যদি একান্তই ফিট হতে না পারেন, তাহলে তাঁর বিকল্প কে হতে পারেন?
ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে ভারতীয় দলে বুমরার বদলে বরুণ চক্রবর্তী নেওয়া হয়েছিল। তাঁকে কি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নেওয়া হবে? না অন্য কেউ সুযোগ পাবেন দলে? ওয়ান ডে সিরিজ়ের জন্য ১৬ জনের দল হলেও, চ্য়াম্পিয়ন্স ট্রফির দল ১৫ জনের। তাই বুমরার বদলে বরুণকে নেওয়া হলে একজন ফাস্ট বোলার কম নিয়েই যেতে হবে ভারতকে। উপরন্তু এমনিই স্কোয়াডে তিনজন স্পিনার রয়েছেন। তাই বুরুণের সুযোগ পাওয়ার সম্ভবনা খানিকটা কমই বলে মনে করা হচ্ছে।
খবর অনুযায়ী বুমরার বদলি হতে পারেন হর্ষিত রানা। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে ভারতীয় দলে রয়েছেন। প্রথম ওয়ান ডেতে তিন উইকেটও নেন হর্ষিত। তাঁকেই সম্ভবত বুমরা ফিট না হলে ভারতীয় দলে দেখা যেতে পারে এছাড়াও বিকল্প হিসাবে আরও দুই নাম চর্চায় রয়েছে।না মহম্মদ সিরাজ সেই তালিকায় নেই। বুমরার বিকল্প হিসাবে হর্ষিত বাদে আরও যে দুই ফাস্ট বোলারের নাম উঠে আসছে তাঁরা হলেন প্রসিদ্ধ কৃষ্ণ ও শার্দুল ঠাকুর।
প্রসিদ্ধের বলে গতি রয়েছে। উপরন্তু, মরুদেশের পিচে বল রিভার্স স্যুইং করাতেও পারবেন প্রসিদ্ধ। তাঁর ওয়ান ডে রেকর্ডও বেশ ভাল। ১৭টি আন্তর্জাতিক ২৯টি উইকেট নিয়েছেন তিনি। চোটের আগে একসময় প্রসিদ্ধ ওয়ান ডে দলে নিয়মিত থাকতেনও বটে। তাই ফের একবার তাঁকে দলে নিয়ে পরখ করে দেখা হতে পারে। শার্দুল ঠাকুর নিজের দুরন্ত রঞ্জি ট্রফি ফর্মের দৌলতে নির্বাচিত হওয়ার দৌড়ে ঢুকে পড়েছেন। আটটি রঞ্জি ম্যাচে ৩০টি উইকেট নিয়েছেন শার্দুল। তাঁর ব্যাটিং দক্ষতাও দলে বিকল্প বাড়াবে। শেষমেশ কী হয় তা জানতে অবশ্য আরও কিছুক্ষণ অপেক্ষা করতেই হবে।
আরও পড়ুন: বিমানবন্দরে সমর্থকের আবদার মেটাতে এগিয়ে গেলেন বিরাট কোহলি, কাছে যেতেই...
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
