ICC Champions Trophy: দীর্ঘ টালবাহানার পর ঘোষিত হল চ্যাম্পিয়ন্স ট্রফির সম্পূর্ণ সূচি, কবে, কবে মাঠে নামবে ভারতীয় দল?
ICC Champions Trophy 2025: ১৯ দিন ধরে চলবে আট দল ও ১৫ ম্যাচের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।
দুবাই: হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজিত হবে বলে আগেই ঘোষণা করা হয়েছিল। তবে অপেক্ষা ছিল সূচি ঘোষণার। সেই অপেক্ষার অবসান ঘটল অবশেষে। নবম চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) সূচি ঘোষণা করল আইসিসি। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আট দলের টুর্নামেন্টটি। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান ও নিউজ়িল্যান্ড। দ্বিতীয় দিনে মাঠে নামছে ভারতীয় দল।
দীর্ঘদিন ধরেই টুর্নামেন্টের ভেন্যু নিয়ে টালবাহানার জেরে সূচি ঘোষণা পিছিয়ে যাচ্ছিল। তবে দিনকয়েক আগেই জানানো হয়েছিল। হাইব্রিড মডেলেই আয়োজিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানে ভারতীয় দলকে খেলতে যেতে হবে না। শুধু এই বারের চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, ২০২৭ সাল পর্যন্ত কোনও আইসিসি ট্রফি খেলতেই পাকিস্তানে যাবে না ভারত। পাকিস্তানে আয়োজিত যে কোনও টুর্নামেন্টে ভারতীয় দলের ম্যাচগুলি হবে নিরপক্ষে স্থানে। অপরদিকে, পাকিস্তানের জন্যও এই একই নিয়ম লাগু হবে। অর্থাৎ পাকিস্তানও কোনও আইসিসি টুর্নামেন্ট খেলতে ভারত আসবে না।
এই ঘোষণার পরেই অবশেষে সূচিও প্রকাশ্যে এল। ১৯ দিনব্যাপী এই টুর্নামেন্টটে ১৫টি ম্যাচ খেলা হবে। পাকিস্তান ও দুবাইতে আয়োজিত হবে টুর্নামেন্টটি। ভারতীয় দলের সবকয়টি ম্যাচই দুবাইতেই হবে। টুর্নামেন্টে আটটি দলকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ভারত ও পাকিস্তান ছাড়াও গ্রুপ 'এ'-তে নিউজ়িল্যান্ড ও বাংলাদেশ রয়েছে। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও ইংল্যান্ডকে নিয়ে তৈরি টুর্নামেন্টের গ্রুপ 'বি'। উভয় গ্রুপ থেকেই প্রথম দুই দল সেমিফাইনালে পৌঁছবে।
Check out the full fixtures for the ICC Champions Trophy 2025. pic.twitter.com/oecuikydca
— ICC (@ICC) December 24, 2024
৪ ও ৫ মার্চ দুইটি সেমিফাইনাল আয়োজিত হবে। একটির আয়োজন হবে দুবাইয়ে এবং অপরটি লাহৌরে। ৯ মার্চ আয়োজিত হবে ফাইনাল। ভারত টুর্নামেন্টের ফাইনালে উঠলে সেক্ষেত্রে পূর্বনির্ধারিত নিয়ম অনুযায়ী দুবাইতেই আয়োজিত হবে টুর্নামেন্টের ফাইনাল। নাহলে লাহৌরে ফাইনাল আয়োজন হওয়ার কথা। নক আউট পর্বের সবকয়টি ম্যাচের জন্যই কিন্তু একটি করে রিজার্ভ ডে রাখা হয়েছে। প্রতিটি ম্যাচই কিন্তু দিনরাতের ম্যাচ হবে। সূচি, ভেন্যু সবই ঘোষণা করা হয়ে গিয়েছে, এবার অপেক্ষা শুধু টুর্নামেন্ট শুরুর।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: হাঁটুর চোট সেরেছে, তবে মেলবোর্নে নিজের ব্যাটিং পজিশন নিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন রোহিত শর্মা