ICC: ১২ দলের টেস্ট চ্য়াম্পিয়নশিপ, ওয়ান ডে সুপার লিগ ফিরিয়ে আনার ভাবনা আইসিসির
ICC World Test Championship: গত সপ্তাহে দুবাইয়ে যে আইসিসির বোর্ড মিটিং হয়েছিল, সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে দু’টি ডিভিশনে ভাগ করার প্রস্তাব খারিজ হয়ে গেল আইসিসির বৈঠকে।

লন্ডন: বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের নতুন মরশুমের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২৭ সালে। আর তার পরের সংস্করণে, অর্থাৎ ২০২৭-২০২৯ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজিত হতে পারে ১২ দল নিয়ে। প্রথমে মনে করা হয়েছিল যে দুটো বিভাগে করা হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। কিন্তু শেষ পর্যন্ত ১২ দলেই নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ মরশুম করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এমনকী ওয়ান ডে ফর্ম্য়াটে সুপার লিগ ও ৩২ দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার ভাবনা রয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার।
গত সপ্তাহে দুবাইয়ে যে আইসিসির বোর্ড মিটিং হয়েছিল, সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে দু’টি ডিভিশনে ভাগ করার প্রস্তাব খারিজ হয়ে গেল আইসিসির বৈঠকে। উল্লেখ্য়, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ় এই প্রস্তাবের বিরোধিতা করেছে। বিরোধিতা করেছে ইংল্যান্ডও। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান রিচার্ড থম্পসন কিছু দিন আগে বলেছিলেন, ‘‘আমরা এই ধরনের ব্যবস্থা চাই না। যে ভাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চলছে, সে ভাবেই চলুক। আমরা যদি দ্বিতীয় ডিভিশনে নেমে যাই তা হলে অস্ট্রেলিয়া বা ভারতের সঙ্গে খেলার সুযোগ পাব না। প্রথম ডিভিশনের যে কোনও দলের ক্ষেত্রেই এটা হতে পারে। এ ভাবে হতে পারে না।''
২০২৩ বিশ্বকাপের পর ওয়ান ডে ক্রিকেটে সুপার লিগ বন্ধ হয়ে গিয়েছিল। যা হয়ত ফের ফিরে আসতে চলেছে। ১৩টি দল নিয়ে ২০২০ সালে শুরু হয়েছিল ওয়ান ডে ফর্ম্য়াটে সুপার লিগ। কিন্তু গোটা বছরে অত্য়াধিক ক্রিকেট ও দ্বিপাক্ষিক সিরিজের জন্য় আইসিসি যা বন্ধ করতে বাধ্য হয়েছিল।
প্রোটিয়া শিবিরকে সতর্ক করলেন মহারাজ
আসন্ন টেস্ট সিরিজে ভারতকেই এগিয়ে রাখলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। জিওস্টারকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন, ''দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে কলকাতায় ইডেন গার্ডন্সে খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। আমি নিশ্চিত ভারতের বিরুদ্ধে প্রোটিয়া শিবিরের লড়াইটা বেশ কঠিন হতে চলেছে। ভারত দেশের মাটিতে ভয়ঙ্কর। উপমহাদেশের মাটিতে খুবই শক্তিশালী দল। এমনকী এখন বিদেশের মাটিতেও ভারতীয় ক্রিকেট দল দারুণ পারফর্ম করেছে। তবে দক্ষিণ আফ্রিকাও দারুণ স্কোয়াড। কলকাতায় ইডেন গার্ডন্সে একটা দারুণ উপভোগ্য লড়াই দেখতে পাব বলেই আশা রাখি আমি।'' এক বিশেষ কয়েন দিয়ে টস করা হবে ১৪ নভেম্বর। সে প্রসঙ্গে সিএবি সভাপতি বলেন, 'কয়েনের একদিকে থাকবে গাঁধীজির মুখ। অন্যদিকে ম্যান্ডেলার মুখ। এই সিরিজের জন্যই এই বিশেষ মুদ্রাটি তৈরি করা হয়েছে সোনা দিয়ে।'




















