Jasprit Bumrah: ২০২৪ সালে আইসিসির বিচারে সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন বুমরা
ICC Men's Cricketer Of The Year 2024: টেস্ট, টি টোয়েন্টি ও ওডিআই, তিন ফর্ম্যাটেই নিজের জাত চিনিয়েছেন বুমরা গত বছর। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা পেসার হিসেবে নিজেকে মেলে ধরেছেন।

দুবাই: গত বছরের সেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন কিছুদিন আগেই। এবার আইসিসির বিচারে গত বছরের সেরা পুরুষ ক্রিকেটারও নির্বাচিত হলেন জসপ্রীত বুমরা। টেস্ট, টি টোয়েন্টি ও ওডিআই, তিন ফর্ম্যাটেই নিজের জাত চিনিয়েছেন বুমরা গত বছর। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা পেসার হিসেবে নিজেকে মেলে ধরেছেন ডানহাতি তারকা পেসার। এবার আইসিসির তরফে স্যার গ্যারফিল্ড সোবার্স পুরস্কার পেতে চলেছেন বুমরা। বছরের সেরা ক্রিকেটারকে এই অ্যাওয়ার্ড দিয়েই সম্মানিত করা হয়।
২০২৪ সালে সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে বুমরার সঙ্গে ছিলেন হ্যারি ব্রুক, জো রুট ও অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। কিন্তু সবাইকে টেক্কা দিয়ে এই অ্যাওয়ার্ড জিতে নেন বুমরা। এই নিয়ে পঞ্চম ভারতীয় হিসেবে এই সম্মান পেলেন বুমরা। এর আগে ২০০৪ সালে রাহুল দ্রাবিড়, ২০১০ সালে সচিন তেন্ডুলকর, ২০১৬ সালে রবিচন্দ্রন অশ্বিন, ২০১৭-২০১৮ সালে বিরাট কোহলি এই সম্মান পেয়েছিলেন।
View this post on Instagram
২০২৪ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে জেতে ভারত। গোটা টুর্নামেন্টে দাপটের সঙ্গে বোলিং করেছিলেন বুমরা। ফাইনালে ম্যাচ জেতানো পারফরম্যান্সও ছিল তাঁর। এছাড়াও টেস্টে দ্রুততম ভারতীয় পেসার হিসেবে ২০০ উইকেটের মাইলস্টোন ছুঁয়েছেন। এই মুহূর্তে টেস্টে বিশ্বের ১ নম্বর বোলারও তিনি।
এদিকে, বুমরার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সম্ভাবনা এখনও উজ্জ্বল নয়। অস্ট্রেলিয়া সফর শেষ হওয়ার পরই নিউজিল্যান্ডের প্রখ্যাত অর্থোপেডিক সার্জেন রোয়ান স্কাউটেনের সঙ্গে দেখা করে আলোচনা সেরেছিলেন বুমরা। কথা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পরবর্তী চিকিৎসার জন্য নিউজিল্যান্ডে পাড়ি দিতে পারেন বুমরা। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই পরিস্থিতিতে বিসিসিআইও ব্যাক আপ প্ল্যান তৈরি রেখেছে। বুমরাকে কতটা পাওয়া যাবে টুর্নামেন্টের শুরু থেকে, তা নিয়ে তাঁরাও সন্দিহান। এমনকী পুরো ফিট হিসেবে আদৌ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামতেই পারবেন কি না, তা নিয়েও সংশয় রয়েছে বোর্ডের ও নির্বাচকদের। বুমরাকে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হল। ভারতের ১৫ সদস্যের দলে রাখা হয়েছে বুমরাকে। বুমরাকে রাখা হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দলেও। তবে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে হর্ষিত রানাকে। প্রধান নির্বাচক অজিত আগরকর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বুমরাকে অন্তত প্রথম দুই ম্যাচে পাওয়া যাবে না এবং তাঁর পরিবর্ত হিসাবে হর্ষিতকে রাখা হয়েছে দলে।



















