ICC ODI Ranking: বাবর আজমের সিংহাসন ছিনিয়ে নিলেন শুভমন, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিরাট অক্সিজেন ভারতের
Champions Trophy: ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় বিশ্বের এক নম্বরে উঠে এলেন শুভমন গিল (Shubman Gill)। বোলারদের তালিকার শীর্ষে উঠে এলেন শ্রীলঙ্কার মহেশ তিকশানা।

দুবাই: চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) অভিযান শুরু করার ঠিক আগে বিরাট অক্সিজেন পেয়ে গেল ভারতীয় শিবির। ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় বিশ্বের এক নম্বরে উঠে এলেন শুভমন গিল (Shubman Gill)। বোলারদের তালিকার শীর্ষে উঠে এলেন শ্রীলঙ্কার মহেশ তিকশানা।
বাবর আজমের সিংহাসন কেড়ে নিলেন গিল। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও তারকা ব্যাটার বাবর এতদিন বিশ্বের এক নম্বর ওয়ান ডে ব্যাটার ছিলেন। গত সপ্তাহে প্রকাশিত ব়্যাঙ্কিং তালিকাতেই বাবরের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছিলেন গিল। চলতি সপ্তাহে পেরিয়ে গেলেন বাবরকে। অন্যদিকে, বোলারদের ব়্যাঙ্কিংয়ে রশিদ খানকে পেরিয়ে শীর্ষস্থান ছিনিয়ে নিলেন তিকশানা।
ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত ওয়ান ডে সিরিজে ছন্দে ছিলেন গিল। সিরিজে ভারত ৩-০ ব্যবধানে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে। তিন ম্যাচে গিল করেছিলেন যথাক্রমে ৮৭, ৬০ ও ১১২ রান। সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন গিলই। তিন ম্যাচে ২৫৯ রান করেছিলেন তিনি। ৮৬.৩৩ গড়ে। ১০৩.৬০ স্ট্রাইক রেট রেখে। সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী শ্রেয়স আইয়ার গিলের চেয়ে ৭৮ রান কম করেছেন। শ্রেয়সের ঝুলিতে ছিল ১৮১ রান।
এ নিয়ে দ্বিতীয়বার ওয়ান ডে ক্রিকেটে বিশ্বের সেরা ব্যাটার হলেন গিল। ২০২৩ সালে ওয়ান ডে বিশ্বকাপের সময়ও বিশ্বের সেরা ওয়ান ডে ব্যাটার ছিলেন তিনি। গিলের পর দু'নম্বরে রয়েছেন বাবর। গিলের ঝুলিতে রয়েছে ৭৯৬ রেটিং পয়েন্ট। ৭৭৩ পয়েন্ট রয়েছে বাবরের।
ব্যাটারদের তালিকায় প্রথম পাঁচে রয়েছেন ভারতের রোহিত শর্মা (Rohit Sharma), দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen) ও ডারিল মিচেল (Daryl Mitchell)। মিচেল ২ ধাপ ওপরে এসেছেন পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজে জোড়া হাফসেঞ্চুরি করার সুবাদে।
ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের পর শ্রীলঙ্কার অধিনায়ক চরিথ আসালঙ্কা আট ধাপ ওপরে উঠে আট নম্বরে রয়েছেন। পাকিস্তানের অধিনায়ক মহম্মদ রিজওয়ান রয়েছেন ১৫ নম্বরে।
আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে শোকের ছায়া ভারতীয় ক্রিকেটে
শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার যোগ্যতা পায়নি। যেহেতু সেরা আট দলের মধ্যে ছিল না শ্রীলঙ্কা। তবে বোলারদের তালিকার শীর্ষে তিকশানা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে যিনি নজর কেড়েছিলেন বল হাতে। গত বছরের ডিসেম্বর মাস থেকে কোনও ওয়ান ডে ম্যাচ খেলেননি রশিদ। বোলারদের তালিকায় তিনি নেমে গিয়েছেন দুই নম্বরে। ভারতের কুলদীপ যাদব রয়েছেন চার নম্বরে। পাঁচে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি।
আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে কেমন হতে পারে ভারতের একাদশ? চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই চমক?




















