ICC Test Team: আইসিসির বর্ষসেরা টেস্ট দলে সুযোগ পেলেন কেবল এক ভারতীয়
ICC Awards: আইসিসির বর্ষসেরা ওয়ান ডে এবং টি-টোয়েন্টি দলে একাধিক ভারতীয় একাদশে সুযোগ পেলেও, টেস্ট দলে রয়েছেন মাত্র এক ভারতীয়।
দুবাই: সদ্যই আইসিসির তরফে তিন ফর্ম্যাটের বর্ষসেরা দলগুলি ঘোষণা করা হয়েছে। টেস্ট এবং টি-টোয়েন্টি দলে একাধিক ভারতীয় তারকা সুযোগ পেলেও, আইসিসির টেস্ট দলে (ICC Test Team of the year) কেবল একজন ভারতীয় তারকাই সুযোগ পেলেন। তিনি ঋষভ পন্থ (Rishabh Pant)। ২০২২ সালে ভারতের তারকা কিপার-ব্যাটার পন্থ টেস্ট ক্রিকেটে একাধিক চোখধাঁধানো ইনিংস খেলেছেন। তারই সুফল পেলে ঋষভ।
দুরন্ত বছর
পন্থ লাল বলের ক্রিকেটে গত বছর ১২টি ইনিংসে ৬১.৮১ গড় ও ৯০.৯০ স্ট্রাইক রেটে ৬৮০ রান করেছেন। ভারতের তারকা ক্রিকেটার দুইটি শতরান ও চারটি অর্ধশতরান করেছেন। এর পাশাপাশি দস্তানা হাতে তিনি ছয়টি স্টাম্পিং করেছেন এবং ২৩টি ক্যাচও ধরেন। এর সুবাদেই তিনি আইসিসির বর্ষসেরা টেস্ট দলে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ব্রেন্ডন ম্যাকালামের কোচিংয়ে টেস্টে ইংল্যান্ডের আক্রমণাত্মক খেলার ধরণ সকলেরই নজর কেড়েছে। জিতেছে একাধিক সিরিজ। ইংল্যান্ড দলের এই সাফল্যের পিছনে জনি বেয়ারস্টোর ভূমিকা অনস্বীকার্য। তিনিও আইসিসির সেরা টেস্ট একাদশে রয়েছেন। এছাড়া উসমান খোয়াজা, বাবর আজমরা দলে সুযোগ পেয়েছেন।
Rewarded for consistent performances 🙌
— ICC (@ICC) January 24, 2023
Here are the XI players who make it to the ICC Men's Test Team of the Year 2022 📝
More 👉 https://t.co/LNg14SOdZI#ICCAwards pic.twitter.com/5lnLswUdgQ
শার্দুলের প্রশংসা
প্রথম দুই ওয়ান ডে ম্যাচ জিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ 3rd ODI) আগেই সিরিজ জিতে নিয়েছিল ভারতীয় দল (।Team India) নিয়মরক্ষার তৃতীয় ম্যাচেও ৯০ রানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ম্যাচে রোহিত শর্মা (Rohit Sharma), শুভমন গিল শতরান করলেও, গুরুত্বপূর্ণ সময়ে তিনটি উইকেট নেওয়ায় শার্দুল ঠাকুরকে (Shardul Thakur) ম্যাচ সেরা ঘোষণা করা হয়েছে। দুরন্ত স্পেলে ভারতকে ম্যাচ জেতানো শার্দুলের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক রোহিত। প্রয়োজনের সময় ব্যাট হোক বা বল, বারংবার পারফর্ম করার দক্ষতার জন্যই শার্দুলকে তাঁর সতীর্থরা 'জাদুকর' নামও দিয়েছেন।
ম্যাচ শেষে রোহিত বলেন, 'চাপের মুখেও আমরা নিজেদের পরিকল্পনামাফিক ভাল বল করেছি। শার্দুল বেশ কয়েকদিন ধরেই ধারাবাহিকভাবে পারফর্ম করছে। সতীর্থরা ওকে জাদুকর বলে এবং আবারও ও প্রয়োজনের সময় দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছে। ওর আরও কয়েকটি ম্যাচ খেলার প্রয়োজন। শেষ ছয়টি ম্যাচে আমরা দারুণ খেলেছি। ৫০ ওভারের ম্যাচে এটাই দরকার। আমরা ধারাবাহিক খেলেছি।'
প্রথম দুই ম্যাচে মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ নতুন বল হাতে দুর্দান্ত বল করেন। তবে তৃতীয় ম্যাচে দুই তারকা ফাস্ট বোলারকেই বিশ্রাম দিয়েছিল ভারতীয় ম্যানেজমেন্ট। এই সিদ্ধান্তের বিষয়ে কথা বলতে গিয়ে ভারতীয় অধিনায়ক রোহিত বলেন, 'আমাদের বেঞ্চে বসে থাকা (যুজবেন্দ্র) চাহাল ও উমরানকে (মালিক) সুযোগ দিতে চেয়েছিলাম। সেই কারণেই শামি ও সিরাজকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ওরা চাপের মুখে কেমন খেলে, সেটা পরখ করে দেখাটা জরুরি ছিল।'
আরও পড়ুন: বর্ষসেরা ওয়ান ডে দলে ভারতের শ্রেয়স, সিরাজ