Womens ODI WC: ৩০ সেপ্টেম্বর থেকে ভারতের শুরু মহিলাদের বিশ্বকাপ, ভারত-পাক দ্বৈরথ কলম্বোয়
ICC: যে দুটো দল ফাইনালে খেলবে, তারা খেতাবি লড়াইয়ের আগে দুটো দিন প্রস্তুতির জন্য সুযোগ পাবে। আগামী ২ নভেম্বর ফাইনাল ম্য়াচ হয়ত বেঙ্গালুরু বা কলম্বোতে আয়োজিত হবে।

দুবাই: ভারতের মাটিতে এই বছর আয়োজিত হতে চলেছে ওয়ান ডে বিশ্বকাপ। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপ (Womens ODI World Cup)। আইসিসি সূচি প্রকাশিত করেছে সোমবার। আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। ভারত ও শ্রীলঙ্কা এবার মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপ যুগ্মভাবে আয়োজন করতে চলেছে। দুটো দেশ মিলে মোট পাঁচটি ভেন্য়ুতে এবারের মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপ আয়োজিত হবে।
ভারতের চারটি স্টেডিয়াম রয়েছে এই তালিকায়। সেগুলো হল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম, গুয়াহাটির ACA স্টেডিয়াম, ইন্দোরের হোলকার স্টেডিয়াম ও বিশাখাপত্তনমের ACA-VDCA স্টেডিয়াম। শ্রীলঙ্কার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে হবে ম্য়াচগুলো। টুর্নামেন্টের প্রথম ম্য়াচেই বেঙ্গালুরুতে ভারত ২২ গজে খেলতে নামবে। প্রতিপক্ষ এখনও যদিও ঠিক হয়নি।
যে দুটো দল ফাইনালে খেলবে, তারা খেতাবি লড়াইয়ের আগে দুটো দিন প্রস্তুতির জন্য সুযোগ পাবে। আগামী ২ নভেম্বর ফাইনাল ম্য়াচ হয়ত বেঙ্গালুরু বা কলম্বোতে আয়োজিত হবে।
এবারের বিশ্বকাপে মোট আটটি দল অংশ নেবে। ভারত ও শ্রীলঙ্কা আয়োজক দেশ হিসেবে খেলবে। এছাড়া দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাংলাদেশ ও পাকিস্তান অংশ নেবে এই টুর্নামেন্টে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে অস্ট্রেলিয়া এবারের মহিলা ওয়ান ডে বিশ্বকাপে খেলতে নামবে। গতবার ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অ্যালিসা হিলিরা। ২০২২ সালে শেষবার খেতাব জিতেছিল অস্ট্রেলিয়া। সাতবার অস্ট্রেলিয়া এই টুর্নামেন্টে খেতাব জিতেছে।
এদিকে ভারত ও পাকিস্তানের যে দ্বৈরথ তা ভারতের মাটিতে হবে না। এর আগে দু দেশের ক্রিকেট বোর্ডের সম্মিলিত চুক্তিতে এটাই ঠিক হয়েছিল যে দু দেশের ম্য়াচ কোনও নিরপেক্ষ ভেন্য়ুতে খেলা হবে। সেই মতই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলা হবে। উল্লেখ্য়, এর আগে ২০১৩ সালে ওয়ান ডে বিশ্বকাপের আয়োজক দেশ ছিল ভারত। ১২ বছর পর ফের একবার এই টুর্নামেন্ট আয়োজন করছে ভারত।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা
ওয়ান ডে বিশ্বকাপের সঙ্গে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণও ঘোষণা করেছে আইসিসি। আগামী বছর ১২ জুন এজবাস্টনে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। লর্ডসে আগামী ৫ জুলাই ফাইনাল ম্য়াচ। ওভালে হবে দুটো সেমিফাইনাল। আগামী বছর ভারতের মাটিতে পুরুষদের ক্রিকেটে টি-টোয়েন্টি বিশ্বকাপও রয়েছে।
আরও পড়ুন: ফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে শ্রেয়স, না বিরাট, কার ভাগ্যে শিঁকে ছিড়বে?




















