Pakistan Cricket Team: চার বছর পর ফিরলেন মহম্মদ আমির, পাকিস্তান দলে প্রত্যাবর্তন ঘটালেন ইমাদ ওয়াসিমও
PAK vs NZ: গত মাসেই মহম্মদ আমির এবং ইমাদ ওয়াসিম উভয়েই অবসরের সিদ্ধান্ত বদলান। উভয়েই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে জাতীয় দলে সুযোগ দেওয়া হল।
লাহৌর: গত মাসেই পাকিস্তানের (Pakistan Cricket Team) দুই তারকা ক্রিকেটার পুনরায় জাতীয় দলের হয়ে খেলার আগ্রহ দেখিয়েছিলেন। অবসর ভেঙে ফিরে এসেছিলেন ইমাদ ওয়াসিম (Imad Wasim)। ফের একবার জাতীয় দলে খেলতে চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মহম্মদ আমির (Mohammad Amir)। দুই তারকাই আসন্ন নিউজ়িল্যান্ড সিরিজ়ের জন্য (PAK vs NZ) পাকিস্তানের দলে ফিরলেন।
১৮ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ঘরের মাঠেই কিউয়িদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে মুখোমুখি হবে পাকিস্তান। সেই সিরিজ়ের জন্য আজই পাকিস্তান দলের ঘোষণা করা হয়েছে। সেই ১৭ জনের দলে জায়গা করে নিয়েছেন আমির এবং ওয়াসিম, দুইজনেই। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এক বিবৃতিতে বলা হয়, 'অলরাউন্ডার ইমাদ ওয়াসিম এবং ফাস্ট বোলার মহম্মদ আমিরও দলে সুযোগ পেয়েছেন। দুই অভিজ্ঞ ক্রিকেটারই গত মাসে অবসরের সিদ্ধান্ত ফিরিয়ে নিয়ে জাতীয় দলের জন্য নিজেদের উপলব্ধ করেন।'
🚨 Pakistan squad for five-match T20I series against New Zealand 🚨
— Pakistan Cricket (@TheRealPCB) April 9, 2024
Read more ➡️ https://t.co/qnTIhuJYMd#PAKvNZ | #BackTheBoysInGreen pic.twitter.com/Wa0rjJjJ62
ইমাদ ওয়াসিম পাকিস্তানের হয়ে ৬৬টি বিশ ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ১৩১.৭ স্ট্রাইক রেটে ৪৮৬ রান করার পাশাপাশি বল হাতে ৬.২৬ ইকোনমি রেটে ৬৫টি উইকেট নিয়েছেন। ১২ মাস আগে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধেই শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি। আবার কিউয়িদের বিরুদ্ধেই প্রত্যাবর্তন ঘটাচ্ছেন তিনি। অপরদিকে, মহম্মদ আমিরের জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ ছিল চার বছর আগে। ২০২০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওল্ড ট্র্যাফোর্ডে খেলেছিলেন তিনি। ৫০ ম্যাচে তাঁর সংগ্রহে ৫৯টি উইকেট রয়েছে।
এই সিরিজ়ের মাধ্যমেই আবার অধিনায়ক বাবর আজমের প্রত্যাবর্তন ঘটছে। সম্প্রতি আমিরশাহি থেকে পাকিস্তানে বদল করা উসমান খানকেও দলে রাখা হয়েছে। তিনি পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছিলেন। তবে নিয়মভঙ্গ করায় তাঁকে এমিরেটস ক্রিকেট সংস্থা পাঁচ বছরের জন্য ব্যান করে। তাঁকে এবার পাকিস্তান জাতীয় দলে দেখা যাবে। তবে তারকা ফাস্ট বোলার হ্যারিস রউফকে এই দলে জায়গা দেওয়া হয়নি। ফলে আসন্ন বিশ্বকাপেও তাঁর সুযোগ পাওয়া নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গেল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: হঠাৎ সিদ্ধান্ত নয়, সিএসকে অধিনায়ক হতে পারেন রুতুরাজ, পূর্বাভাস দিয়েছিলেন ধোনিই