IND vs AUS 2nd Test: আগ্রাসী হেডের সুবাদে দুরন্ত শুরু, দ্বিতীয় দিন শেষে ৬২ রানে এগিয়ে অস্ট্রেলিয়া
IND vs AUS: দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া দল ৬২ রানে এগিয়ে রইল।
নয়াদিল্লি: এক হাড্ডাহাড্ডি দিনের খেলা শেষ হল। ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের (IND vs AUS 2nd Test) দ্বিতীয় দিনে দর্শকরা রোমহর্ষক লড়াইয়ের সাক্ষী থাকলেন। গোটার দিনের খেলায় একাধিকবার ম্যাচের রাশবদল ঘটে। কখনও অস্ট্রেলিয়া ম্যাচের রাশ হাতে তুলে নিতে সক্ষম হয়। কখনও আবার ভারত লড়াই করে ম্যাচে ফিরে আসে। দিনের শেষে অবশ্য অস্ট্রেলিয়া আবার ট্রেভিস হেডের আগ্রাসী ইনিংসের দৌলতে ম্যাচে খানিকটা এগিয়েই গেল। এক উইকেটের বিনিময়ে ৬১ রানে দিনশেষ করল অস্ট্রেলিয়া। দুইদিনের খেলা শেষে প্যাট কামিন্সের দল ৬২ রানে এগিয়ে রইল।
হেডের আগ্রাসন
ইনিংসের শুরুটা যদিও ভারতীয় দলই বেশি ভালভাবে করে। মাত্র ছয় রানেই প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান করা উসমান খাওয়াজাকে সাজঘরে ফেরত পাঠান রবীন্দ্র জাডেজা। ২৩ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে উইকেট হারালেও ট্রাভিস হেড কিন্তু নিজের আক্রমণাত্মক ব্যাটিং থামাননি। ডেভিড ওয়ার্নার কনকাশনের জেরে টেস্ট থেকে ছিটকে যাওয়ায় ওপেন করার সুযোগ পান হেড। প্রথম ইনিংসে তিনি তেমন রান করতে পারেননি। তবে দ্বিতীয় ইনিংসে বেশ নজর কেড়েছেন অজি তারকা।
মাত্র ৪০ বল খেলে ৩৯ রান করে ফেলেছেন তিনি। তাঁকে সঙ্গ দিচ্ছেন মার্নাস লাবুশেন। তিনি ১৯ বলে ১৬ রানে ব্যাট করে। ১২ ওভারে ৫ রান প্রতি ওভারেরও অধিক গতিতে রান তুলে অস্ট্রেলিয়া নিজেদের মনোভাব কিন্তু স্পষ্ট করে দিয়েছে। ম্যাচের তৃতীয় দিনের শুরুতে লাবুশেন ও হেডের পার্টনারশিপকে দ্রুত ভাঙতে না পারলে ভারতীয় দলকে কিন্তু বেশ বেগ পেতে হবে।
ভারতের প্রথম ইনিংস
ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৪ উইকেট হারায় ভারত। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ৩৫ ওভারে ৮৮/৪। ফিরে গিয়েছেন রোহিত শর্মা (৩২), কে এল রাহুল (১৭), চেতেশ্বর পূজারা (০) ও শ্রেয়স আইয়ার (৪)। ৪টি উইকেটই পান ন্যাথান লায়ন (Nathan Lyon)। তারপরে রবীন্দ্র জাডেজা, বিরাট কোহলি (Virat Kohli) ভারতের হয়ে লড়াই করেন। তাঁরা পঞ্চম উইকেটে ৫৯ রান যোগ করেন। তবে তাঁদের লড়াকু অর্ধশতরানের পার্টনারশিপের পর ১৪ রানের মধ্য়ে তিন উইকেট হারিয়ে বিরাট চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল।
জাডেজা ২৭ ও কোহলি ৪৪ রানে ফেরেন। রান পাননি কেএস ভরতও (৬)। এমন পরিস্থিতিতে ফের একবার ব্যাট হাতে ভারতের ত্রাতা হয়ে উঠেন অক্ষর পটেল (Axar Patel)। গত ম্যাচে ৮৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এ ম্যাচে করলেন ৭৪ রান। ১৩৯ রানে সাত উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতীয় দলের হয়ে অষ্টম উইকেটে ১২০ রান যোগ করেন অশ্বিন-অক্ষর। বল হাতে অজি অধিনায়ক প্যাট কামিন্সই এই পার্টনারশিপ ভাঙেন।
প্রথমে ৩৭ রানে অশ্বিনকে ফেরান কামিন্স। তারপর মিড অনে এক হাতে এক অনবদ্য ক্যাচ ধরে অক্ষরকেও ফেরান সেই কামিন্সই। মাত্র নয় রানের ব্যবধানে শেষ তিন উইকেট হারায় ভারতীয় দল। ফলে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের রানের গণ্ডি পার করা সম্ভব হল না। এক রানে পিছিয়েই রইল ভারতীয় দল। ন্যাথান লায়ন এই ইনিংসেই মাত্র তৃতীয় বোলার হিসাবে বর্ডার-গাওস্কর ট্রফিতে ১০০টি উইকেট নেওয়ার কৃতিত্ব গড়েন।
আরও পড়ুন: বিতর্কিত সিদ্ধান্তে সাজঘরে ফিরলেন কোহলি, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরালেন অনুরাগীরা