IND vs AUS 2nd Test: 'স্যান্ডপেপার' দেখিয়ে অজ়িদের খোঁচা! জোরজবরদস্তি মাঠ থেকেই বের করে দেওয়া হল ভারতীয় সমর্থককে
Border-Gavaskar Trophy: বর্ডার-গাওস্কর ট্রফির দ্বিতীয় টেস্ট চলাকালীনই মাঠ থেকে বের করে দেওয়া হল সমর্থককে।
অ্যাডিলেড: ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্ট মানেই হাড্ডাহাড্ডি লড়াই, গরমা গরমি। ২২ গজের উত্তাপ কিন্তু অনেকসময়ই মাঠের বাইরে স্ট্যান্ডেও ছড়িয়ে পড়ে। অ্যাডিলেডও দ্বিতীয় টেস্টেও (IND vs AUS 2nd Test) এমনই এক ঘটনার সাক্ষী থাকল। এক ভাইরাল ভিডিওতে এক ভারতীয় সমর্থককে জোরজবরদস্তি মাঠ থেকে উৎখাত করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কিন্তু কেন ম্যাচের মাঝেই মাঠ থেকে বের করে দেওয়া হল সেই সমর্থককে?
ভাইরাল ভিডিও অনুযায়ী সেই ভারতীয় সমর্থক মাঠে 'স্যান্ডপেপার' নিয়ে ঢুকেছিলেন। আদপে এই স্যান্ডপেপার অস্ট্রেলিয়ান ক্রিকেটের এক কালো অধ্যায়ের সঙ্গে জড়িত। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় বল বিকৃত করার জন্য এই স্যান্ডপেপাররেই ব্যবহার করেছিল অস্ট্রেলিয়া দল। তারপর কী হয়েছিল, সেই ঘটনার কথা সকলেরই জানা। নির্বাসিত হয়েছিলেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, ক্যামেরন ব্যাংক্রফ্ট। সেই ঘটনা নিয়েই অজ়িদের খোঁচা দিতে সেই স্যান্ডপেপার নিয়ে মাঠে হাজির হয়েছিলেন এক ভারতীয় সমর্থক।
ভাইরাল ভিডিওতে দেখা যায় স্যান্ডপেপার দেখানোর পরেই ভারতীয় জার্সি পরিহিত ওই সমর্থককে প্রথমে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। তবে কিছুক্ষণ পরেই কার্যত পাঁজাকোলা করে দুই, তিনজন নিরাপত্তারক্ষী ওই সমর্থককে স্ট্যান্ড থেকে তুলে নিয়ে যান। তবে সেই সমর্থককে কিন্তু না দমে তখনও সর্বসমক্ষে ওই স্যান্ডপেপার তুলে ধরেন। মাঠে উপস্থিত সমর্থকদের কয়েকজন এই ঘটনায় যেমন উচ্ছ্বাস প্রকাশ করেন, কয়েকজন আবার ক্ষোভও দেখান।
"An Indian fan was kicked out of the stadium for showing sandpaper during the India vs Australia Test match in Adelaide . #AUSvIND #INDvsAUS pic.twitter.com/kYK0zInYSv
— Evil Kicks Money (@EvilkicksMoney) December 9, 2024
প্রসঙ্গত, অ্যাডিলেডে মাত্র আড়াই দিনেই টেস্ট ম্যাচ শেষ হয়ে গিয়েছে। ১৪ ডিসেম্বর থেকে ব্রিসবেনের গাব্বায় শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট। এই ম্যাচের ওপর শুধু বর্ডার-গাওস্কর ট্রফিতে এগিয়ে যাওয়ার সুযোগ নয়, এই ম্যাচের ওপরেই আবার ভারতীয় দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর ভাগ্য অনেকাংশে নির্ভরশীল। সেই ম্যাচে যাতে অ্যাডিলেডের অবস্থার পুনরাবৃত্তি না হয়, জন্য তাই তৎপর টিম ইন্ডিয়া। সেই উদ্দেশ্যেই জোরকদমে অনুশীলন চালালেন ভারতীয় দলের তারকারা। গৌতম গম্ভীর, মর্নি মর্কেলদের কড়া নজরে চলল অনুশীলন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: অ্যাডিলেডে হেডের সঙ্গে ঝামেলার জেরে কড়া শাস্তি, আইসিসির সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সিরাজ