IND vs AUS 2nd Test Live: দ্বিতীয় টেস্টেও জয় ভারতের, রোহিতদের দখলেই বর্ডার-গাওস্কর ট্রফি
IND vs AUS 2nd Test: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ভারতীয় দল ২৪২ রানে পিছিয়ে ছিল

Background
নয়াদিল্লি: নাগপুরে প্রথম টেস্ট জিতে বর্ডার-গাওস্কর ট্রফিতে ১-০ এগিয়ে রয়েছে ভারতীয় দল। গত সিরিজ জয়ের সুবাদে বর্তমানে এই ট্রফিটি ভারতেরই দখলে রয়েছে। তাই ভারত নয়াদিল্লিতে দ্বিতীয় টেস্ট জিতলেই (IND vs AUS 2nd Test) অস্ট্রেলিয়ার আর সিরিজ জয়ের আশা থাকবে। টিম ইন্ডিয়া বর্ডার-গাওস্কর ট্রফি নিজেদের দখলেই রাখবে। এমন পরিস্থিতি মাঠে নেমে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ম্যাচের রাশ নিজেদের হাতে নিতে সক্ষম হয়েছে ভারতীয় দল।
অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৬৩ রানে আউট করার পর, কোনও উইকেট না হারিয়েই ২১ রানে প্রথম দিনের খেলা শেষ করল ভারতীয় দল। দিনশেষে ২৪২ রানে পিছিয়ে রয়েছে ভারতীয় দল। দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma) ও কেএল রাহুল অপরাজিত রয়েছেন। রোহিত ১৩ ও রাহুল ৪ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন। এদিন টস জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। ভারতীয় একাদশে একটিই বদল ঘটে। চোট সারিয়ে একাদশে ফেরেন শ্রেয়স আইয়ার। যার জন্য একাদশের বাইরে বসতে হয়েছে সূর্যকুমার যাদবকে।
৭২ রান করে অপরাজিত থাকেন হ্যান্ডস্কম্ব। ভারতের হয় শামি চার এবং অশ্বিন ও জাডেজা তিনটি করে উইকেট নেন। অক্ষর পটেল ও মহম্মদ সিরাজ অবশ্য কোনও উইকেট পাননি। দিনের শেষলগ্নে ব্যাট করাটা ওপেনারদের জন্য বরাবরই কঠিন। তবে ভারতীয় ওপেনারর সফলভাবেই এই সময়টা অতিক্রান্ত করেন। রোহিতকে আম্পায়ার একবার আউট দিলেও, রিভিউয়ে সেই সিদ্ধান্ত বদল করা হয়।
IND vs AUS Live: দ্বিতীয় টেস্ট জয় ভারতের
বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ শেষ করলেন চেতেশ্বর পূজারা। দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জয় ভারতের। বর্ডার-গাওস্কর ট্রফি নিজেদের দখলে রাখল টিম ইন্ডিয়া।
IND vs AUS Live Updates: শ্রেয়স আউট
আরও একটি উইকেটের পতন ভারতের। ব্যক্তিগত ১২ রানের মাথায় ফিরলেন শ্রেয়স আইয়ার।




















