IND vs AUS 2nd Test: ভুল পরিকল্পনাই অস্ট্রেলিয়ার ব্যাটিং ধসের কারণ, মত ম্যাচ সেরা জাডেজার
Ravindra Jadeja: গোটা ম্যাচে মোট ১০ টি উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ২৬ রানের ইনিংস খেলায় ম্যাচ সেরা হন রবীন্দ্র জাডেজা।
নয়াদিল্লি: প্রথম টেস্টে পরাজয়ের পর অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের (IND vs AUS 2nd Test) দ্বিতীয় দিনে নাথান লায়নের দৌলতে দুরন্তভাবে লড়াইয়ে ফিরে এসেছিল। ট্রাভিস হেডের আগ্রাসী ব্য়াটিংয়ের সুবাদে দ্বিতীয় ইনিংসের শুরুটাও অজিরা মন্দ করেনি। সমর্থকরা এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশায় ছিলেন। সে গুড়ে বালি। ম্যাচের তৃতীয় দিনে রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) স্পিন ভেল্কিতে মুখ থুবড়ে পড়ে অজি ব্যাটিং লাইন আপ। সহজেই ছয় উইকেটে ম্যাচ জিতে সিরিজে ২-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া (Team India)।
সহায়ক উইকেট
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৪২ রানের বিনিময়ে সাত উইকেট নেন জাডেজা। ৫২ রানের ব্যবধানে দ্বিতীয় ইনিংসে নয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৬১ রানে ১ উইকেট থেকে তৃতীয় দিন শুরু করে ১১৩ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়া ইনিংস। অজি ব্যাটারদের স্পিনের বিরুদ্ধে পরিকল্পনাই তাঁদের ব্যাটিং ধসের প্রধান কারণ বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞই। এক, দুই নয়, ছয় ছয়জন অজি ব্যাটার স্যুইপ মারতে গিয়ে আউট হন। অজিদের পরিকল্পনা কিন্তু আগেই বুঝতে পেরেছিলেন জাডেজা। ম্যাচ শেষে তিনি বলেন, 'এই ধরনের উইকেট আমার বোলিংকে সহায়তাই করে এবং আমি নিজেও এখানে বল করাটা বেশ উপভোগই করছিলাম। আমি জানতাম ওরা আমার বিরুদ্ধে স্যুইপ মারার চেষ্টা করব। সেই কারণেই উইকেট লক্ষ্য করে বল করছিলাম।'
For his magnificent all-round performance including a brilliant 7⃣-wicket haul, @imjadeja receives the Player of the Match award 🏆#TeamIndia win the second #INDvAUS Test by six wickets 👌🏻👌🏻
— BCCI (@BCCI) February 19, 2023
Scorecard ▶️ https://t.co/hQpFkyZGW8@mastercardindia pic.twitter.com/rFhCZZDZTg
ভুল পরিকল্পনা
জাডেজার মতে এই রকম উইকেটে স্পিনারদের বিরুদ্ধে স্যুইপ মারার পরিকল্পনা একেবারেই ঠিক নয়। 'ওরা কালও আগ্রাসী ব্যাটিং করে রান করার লক্ষ্যে ছিল। আজও একই পরিকল্পনা নিয়ে মাঠে নামে। তবে এই ধরনের উইকেটে স্যুইপ মারার পরিকল্পনাটাই ভুল।' মত ভারতের তারকা অলরাউন্ডারের। প্রসঙ্গত, গত ম্যাচের মতো এই ম্যাচেও সেরার পুরস্কার পান জাডেজাই। তিনি গোটা ম্যাচে মোট ১০ টি উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ২৬ রানের ইনিংসও খেলেন। কোহলির সঙ্গে তাঁর অর্ধশতরানের পার্টনারশিপ চাপের মুখ থেকে ভারতকে উদ্ধার করে।