IND vs AUS 4th Test: স্মিথের সেঞ্চুরি, হাফসেঞ্চুরি আরও তিনজনের, বুমরার ৪ উইকেট সত্ত্বেও ৪৭৪ তুলল অজ়িরা
Steve Smith: অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক ১৪০ রানের ইনিংস খেলেন স্টিভ স্মিথ। কেরিয়ারের ৩৪তম শতরানটি হাঁকান তিনি।
মেলবোর্ন: অবশেষে অল আউট হল অস্ট্রেলিয়া। মেলবোর্নে চতুর্থ টেস্টে (IND vs AUS 4th Test) ৪৭৪ রানে শেষ হল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। শেষ উইকেটেও ১৯ রান যোগ করলেন অজ়িরা। চার উইকেট নিয়ে ইনিংস শেষ করলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তিনটি উইকেট পান রবীন্দ্র জাডেজা।
সেশনের শুরুটা সাত উইকেটের বিনিময়ে ৪৫৪ রানে করেছিল অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথের (Steve Smith) সেঞ্চুরিতে শক্তিশালী জায়গায় আগেই পৌঁছে গিয়েছিল অজ়িরা। আরও ৫০ রান মতো যোগ করে ৫০০ রানের গণ্ডি পার করার লক্ষ্যেই হয়তো ছিলেন স্মিথরা। তবে সেশন শুরু হতেই পরপর জোড়া ধাক্কা। প্রথমে ১৫ রানে মিচেল স্টার্কের উইকেট ভেঙে দেন জাডেজা। তার পরের ওভারেই ১৪০ রানে শেষ হয় স্টিভ স্মিথের ঐতিহাসিক ইনিংস। তবে এরপরেও অস্ট্রেলিয়ার হয়ে শেষ উইকেটেও মহামূল্যবান ১৯ রান যোগ করেন ন্যাথান লায়ন ও স্কট বোল্যান্ড। শেষমেশ বুমরার বলে ১২ রানে লায়ন আউট হলে অজ়ি ইনিংস শেষ হয়।
Innings Break!
— BCCI (@BCCI) December 27, 2024
Australia are all out for 474 runs.
4/99 - Jasprit Bumrah
3/78 - Ravindra Jadeja
Scorecard - https://t.co/MAHyB0FTsR… #AUSvIND pic.twitter.com/IHyCweNUV1
তবে শুধু স্মিথ নন, এই ম্যাচে গোটা অস্ট্রেলিয়ান টপ অর্ডারই আগাগোড়া দাপট দেখায়। অভিষেক ম্যাচেই নিজের দুরন্ত আগ্রাসী ব্যাটিংয়ে সকলের মন জিতে নেন স্যাম কনস্টাস। ৬০ রানের ইনিংস খেলেন তিনি। উসমান খাওয়াজা ৫৭ ও মার্নাস লাবুশেনও ৭২ রানের ইনিংসে নজর কাড়েন। তবে স্বপ্নের ফর্মে থাকা ট্র্যাভিস হেড রান পাননি। খাতা খোলার আগেই তাঁকে বোল্ড করেন বুমরা। মিচেল মার্শকেও ফেরান তিনিই। অ্যালেক্স ক্যারি ৩১ রানের ইনিংস খেলেন। তবে ২৯৯ রানের স্কোরে যখন অজ়িরা ষষ্ঠ উইকেট হারায় তখন ভারত আশা করছিল ৩৫০ রানে অজ়িদের ইনিংস গুটিয়ে দেবে। তবে তা আর হল কই।
কামিন্স ও স্মিথ গতকালই ৩০০ রানের গণ্ডি পার করান অস্ট্রেলিয়াকে। তারপর আজ সকালে কামিন্স অতিআগ্রাসী এক ইনিংসে অস্ট্রেলিয়াকে এগিয়ে নিয়ে যান। কামিন্স ৪৯ রানে আউট হলেও ততক্ষণে ৪০০ পার করে ফেলেছে অস্ট্রেলিয়া। শেষমেশ ৪৭৪ রানে থামল তাঁদের ইনিংস। ভারতীয় দল এবার এই রানের পাহাড়ের বিরুদ্ধে নেমে কেমন খেলে, সেটাই দেখার।
ম্যাচের লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে...
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: গাব্বার স্মৃতি ফিরল মেলবোর্নে, লাবুশেনের ব্যাটিংয়ের সময় সিরাজ বেল বদল করতেই সাফল্য পেল ভারত