IND vs AUS 5th Test: সিডনিতে ভারতীয় দলের নেতৃত্বে বুমরা! ভারতীয় অনুশীলনে মিলল স্পষ্ট ইঙ্গিত
Gautam Gambhir: গৌতম গম্ভীরকে সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মার খেলা নিয়ে প্রশ্ন করা তিনি কিন্তু কিছু বলতে চাননি ।
সিডনি: রাত পোহালেই শুরু হয়ে যাবে ভারত বনাম অস্ট্রেলিয়ার পঞ্চম টেস্ট (IND vs AUS 5th Test)। এই ম্যাচের আগে ভারতীয় দলের একাদশ নিয়ে জোর জল্পনা-কল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে রোহিত শর্মা এই ম্যাচ থেকে বাদ পড়তে পারেন। রোহিত বাদ পড়লে ভারতীয় দলের অধিনায়কত্ব কে করবেন? এই বিষয়ে স্বাভাবিকভাবেই প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দেওয়া যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) নাম উঠে আসছে।
বর্ডার গাওস্কর ট্রফির শেষ ম্যাচের আগে ভারতীয় দল আপাতত ১-২ সিরিজ়ে পিছিয়ে রয়েছে। সিরিজ়ের শেষ ম্যাচের ওপর একদিকে যেমন বর্ডার-গাওস্কর ট্রফি রিটেন করা নির্ভরশীল, তেমনই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভাগ্যও নির্ভর করছে। তাই এই ম্যাচটি ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবর অনুযায়ী, গম্ভীরের কোচিংও এই ম্যাচের ফলাফলে ওপর খানিকটা নির্ভরশীল। তাই ম্যাচটি ঘিরে আগ্রহ তুঙ্গে। এই ম্যাচের জন্য শোনা যাচ্ছে খারাপ ফর্মে থাকা রোহিত দল থেকে বাদ পড়তে পারেন। তাঁর বদলে বুমরাকে অধিনায়কত্ব করতে দেখা যেতে পারে।
ভারতীয় অনুশীলনে যে ছবিটা ধরা পড়ল, তাতে কিন্তু সিডনিতে টসের সময় ভারতীয় দলের ব্লেজার পরে রোহিতের বদলে বুমরার মাঠে নামার সম্ভাবনা আরও জোরাল হয়েছে। বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজারা যখন ভারতীয় দলের অনুশীলনে গা গরম করার জন্য ফুটবল খেলছিলেন, তখন বাকিদের থেকে আলাদাভাবে বুমরা ও কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) বেশ খানিকক্ষণ কথা বলতে দেখা যায়। এরপর গম্ভীরকে নির্বাচক প্রধান অজিত আগরকরের সঙ্গেও কথা বলতে দেখা যায়। এই ঘটনাপ্রবাহই বুমরার সিডনিতে অধিনায়কত্ব করার জল্পনা বাড়াচ্ছে।
তবে রোহিত যে সিডনিতে খেলবেন না, এমন কিন্তু কোনওরকম নিশ্চয়তা দেননি গম্ভীর। সাধারণত টেস্ট ম্যাচের আগের দিন অধিনায়কই সাংবাদিক বৈঠক করে থাকেন। কিন্তু এদিন সাংবাদিকদের সামনে রোহিতের বদলে কোচ গম্ভীর হাজির হন। তাই স্বাভাবিকভাবেই রোহিত সম্পর্কে প্রশ্ন উঠে। রোহিতের ভবিষ্যৎ নিয়ে কোনও প্রশ্নের অবশ্য উত্তর দিতে চাননি গম্ভীর।
গম্ভীর বলেন, 'রোহিতের সব কিছু ঠিকই আছে। আমার মনে হয় না টেস্ট ম্যাচের আগের দিন অধিনায়কের সাংবাদিক বৈঠক করাটা কোনও রীতি। হেড কোচ এসেছে তো। তাতেই হবে। সেটাই যথেষ্ট।' রোহিতকে ধরেই কি পরিকল্পনা করা হচ্ছে? ফের এড়িয়ে যান গম্ভীর। বলেন, 'আমি যেমন বললাম, উইকেট দেখে আগামীকাল একাদশ ঘোষণা করা হবে।' আবারও একই প্রশ্ন করা হয় গম্ভীরকে। তিনি বলেন, 'আমার উত্তর একই থাকবে।' শেষমেশ কী হয় এখন সেটাই দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: চিটফান্ড প্রতারণায় যুক্ত শুভমন গিল! চার ভারতীয় ক্রিকেটারকে সমন গুজরাত সিআইডির