IND vs AUS: 'কেউ জানে না ও কীভাবে দলে আছে', হর্ষিত সুযোগ পাওয়ায় গম্ভীরের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ বিশ্বজয়ীর
Harshit Rana: হর্ষিত রানা গুটিকয়েক ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একজন যিনি সব ফর্ম্যাটেই দলে সুযোগ পাওয়ার দৌড়ে রয়েছেন।

নয়াদিল্লি: আসন্ন অস্ট্রেলিয়া সফরের (IND vs AUS) জন্য বেশ কিছু বড় বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় নির্বাচকমণ্ডলী। রোহিত শর্মাকে অধিনায়কের পদ থেকে তো সরিয়ে দেওয়া হয়েইছে, পাশাপাশি মহম্মদ শামি, সঞ্জু স্যামসন, রবীন্দ্র জাডেজাদেরও ওয়ান ডে দলে রাখা হয়নি। তবে দলে সুযোগ পেয়েছেন হর্ষিত রানা (Harshit Rana), যা নিয়েও বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে।
হর্ষিত গুটিকয়েক ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একজন যিনি সব ফর্ম্যাটেই দলে সুযোগ পাওয়ার দৌড়ে রয়েছেন। তবে এই সিদ্ধান্তকে মানতে পারছেন না প্রাক্তন ভারতীয় নির্বাচকপ্রধান তথা বিশ্বকাপজয়ী কৃষ্ণমাচারি শ্রীকান্ত (Kris Srikkanth)। কোনও রাখঢাক না করে কলকাতা নাইট রাইডার্সের বোলারের দলে সুযোগ পাওয়ার পিছনে কেকেআরের প্রাক্তন মেন্টর তথা ভারতীয় কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সুসম্পর্কের কথাই কারণ হিসাবে তুলে ধরেন শ্রীকান্ত।
নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্তকে বলতে শোনা যায়, 'একমাত্র হর্ষিত রানাই দলে সবসময়, সবক্ষেত্রে নিশ্চিতভাবে থাকছে। কেউ জানে না কীসের ভিত্তিতে ও দলে রয়েছে। কেউ কেউ ভাল পারফর্ম করা সত্ত্বেও তাঁদের দলে নেওয়া হচ্ছে না, আর কেউ ভাল পারফর্ম না করা সত্ত্বেও দলে সুযোগ পেয়ে যাচ্ছে। হর্ষিত রানা হওয়াটাই তাই সবথেকে ভাল, যে সবসময় গম্ভীরের হ্যাঁ তে হ্যাঁ মেলাবে এবং দলে সুযোগও পেয়ে যাবে।'
চাঁচাছোলা ভাষায় শ্রীকান্ত জানিয়ে দেন হর্ষিত ও নীতীশ কুমার রেড্ডিকে যদি ভারত দলে রাখার পরিকল্পনায় থাকে, তাহলে ২০২৭ সালের বিশ্বকাপ জয়ের কথা ভুলে যাওয়াই ভাল। '২০২৭ সালের বিশ্বকাপের কথা মাথায় রেখে তো দলগঠন শুরু করা উচিত। তবে আমার মতে ওরা এটা করেনি। যদি হর্ষিত রানা ও নীতীশ কুমার রেড্ডিকে (বিশ্বকাপের জন্য) সম্ভাব্য ক্রিকেটারদের তালিকায় রাখা হয়, তাহলে তো বিশ্বকাপ ট্রফিকে আগেভাগেই বিদায় জানিয়ে উচিত।' বলে মনে করেন শ্রীকান্ত।
একদিকে যেমন হর্ষিত রানা দলে সুযোগ পাওয়ায় শ্রীকান্ত ক্ষুব্ধ, তেমনই অপরদিকে রোহিতকে অধিনায়কত্ব থেকে সরানোয় হরভজন সিংহও স্তম্ভিত। প্রাক্তন অফস্পিনার বলেন, 'রোহিতের বদলে অধিনায়ক করা হয়েছে শুভমনকে। সাদা বলের ক্রিকেটে রোহিতের দুর্দান্ত রেকর্ড। সত্যি কথা বলতে কী, রোহিতকে নেতৃত্ব হারাতে দেখে আমি স্তম্ভিত। ওকে দলে রাখা হয়েছে অথচ অধিনায়ক রাখা হয়নি! আমার মনে হয় অস্ট্রেলিয়ায় ওকে অধিনায়ক হিসাবেই নিয়ে যাওয়া উচিত ছিল। সদ্য ও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। অন্যান্য ট্রফিও রয়েছে ওর। সাদা বলের ফর্ম্যাটে ভারতীয় ক্রিকেটের একটা স্তম্ভ ও। অন্তত এই সফরে ওকে অধিনায়ক রাখা উচিত ছিল।'




















