IND vs AUS U19 WC Final LIVE: ১৭৪-এই আটকে গেল ভারতের ইনিংস, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
IND vs AUS U19 World Cup Final LIVE Score: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এর আগে দুইবার যুব বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছে দুইবারই জিতেছে ভারত।

Background
বেননি: ফের একবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে (U19 World Cup Final) ভারতীয় দল। গত বারের চ্যাম্পিয়ন ভারত এই নিয়ে মোট নবমবার যুব বিশ্বকাপের ফাইনালে উঠল। রবিবার রামধনুর দেশে উদয় শাহারণদের (Uday Saharan) সামনে ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলকে ষষ্ঠবার বিশ্বকাপ জেতানোর হাতছানি। ছোটদের এই বিশ্বকাপে সর্বাধিক খেতাবের অধিকারী কিন্তু ভারতীয় দলই। এমনকী অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও (IND U19 vs AUS U19) ফাইনালে অপরাজিত ভারত।
২০১২ সালে উন্মুক্ত চন্দের ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ফাইনালে। সেইবার ভারতের ছোটরা ছয় উইকেটে জিতেছিল ম্যাচ। শতরান হাঁকিয়েছিলেন অধিনায়ক চন্দ। তার ঠিক ছয় বছর পর কিউয়িভূমে পৃথ্বী শয়ের ভারত আট উইকেটে হারায় অস্ট্রেলিয়াকে। মনজোৎ কালরা দুরন্ত ইনিংসে ভারতকে ম্যাচ জেতান। আবার ছয় বছরের ব্যবধান, ফের একবার যুব বিশ্বকাপে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। এবারও কি অজ়িদের হারিয়ে হ্যাটট্রিক করবে ভারত? আসবে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ? না কি তৃতীয়বার যুব বিশ্বকাপ যাবে অস্ট্রেলিয়ায়? সেইদিকেই সকলের নজর।
ম্যাচের আগে কিন্তু আত্মবিশ্বাসে ফুটছেন ভারতীয় অধিনায়ক উদয়। এ বছর বেননিতে উদয়রা সেমিফাইনাল ম্যাচ খেলে জিতেছে, যা উদয়দের আত্মবিশ্বাস জোগাচ্ছে। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'আমরা ফাইনালে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি। সকলেই ফিট এবং এই ম্যাচের জন্য দারুণভাবে প্রস্তুতি সেরেছে। মানসিকভাবেও আমরা বেশ ভাল জায়গায় আছি। আমরা তো এখানে আগেও খেলেছি। সেই কারণে এখানকার পিচ এবং পরিবেশ অনেকটাই আমাদের জানা। আমরা সব ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে তৈরি।'
IND U19 vs AUS U19: যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
১৭৪ রানে অল আউট হয়ে গেল ভারতীয় দল। চতুর্থবার যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
IND U19 vs AUS U19 Live Score: ৩৩ ওভার শেষ
৩৩ ওভার শেষে ভারতের স্কোর আট উইকেটের বিনিময়ে ১২৭ রান। ১৭ ওভারে ভারতের জয়ের জন্য আরও ১২৭ রানের প্রয়োজন।




















