IND vs BAN, 1st Innings: বল হাতে শাকিব, ইবাদতের দাপটে মাত্র ১৮৬ রানেই শেষ ভারতীয় ইনিংস
Indian Cricket Team: কেএল রাহুলের (KL Rahul) অনবদ্য ৭৩ রান বাদে আর কোনও ভারতীয় ব্যাটার ৫০ রানের গণ্ডিও পার করতে পারেননি।
ঢাকা: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে (IND vs BAN 1st ODI) চূড়ান্ত ব্যর্থ ভারতীয় ব্যাটিং লাইন আপ। কেএল রাহুলের (KL Rahul) অনবদ্য ৭৩ রান বাদে আর কোনও ভারতীয় ব্যাটার ৫০ রানের গণ্ডিও পার করতে পারেননি। বল হাতে শাকিব আল হাসান (Shakib Al Hasan) ও ইবাদত হোসেনের (Ebadot Hossain) সৌজন্যে মাত্র ১৮৬ রানেই শেষ হয়ে গেল শেষ হয়ে গেল ভারতীয় ইনিংস। শাকিব পাঁচ উইকেট ও ইবাদত চার উইকেট নেন।
ব্যর্থ বিরাট, রোহিত
ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। এই ম্যাচেই জাতীয় দলের হয়ে নিজের অভিষেক ঘটাচ্ছেন তরুণ ফাস্ট বোলার কুলদীপ সেন। ভারতের হয়ে দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধবন ব্যাটে নেমে বেশি রান যোগ করতে পারেননি। ২৩ রানেই ভাঙে ভারতের ওপেনিং পার্টনারশিপ। কিছুটা দুর্ভাগ্যের শিকার হন শিখর। মেহেদি হাসানকে রিভার্স স্যুইপ করতে গিয়ে বোল্ড হন শিখর। তিনি সাত রানে সাজঘরে ফেরেন। রোহিত বেশ ভাল একটি ইনিংস খেলছিলেন। তবে শাকিব আল হাসানের বলে ২৭ রানেই সাজঘরে ফেরেন তিনি। একই ওভারে নয় রানে আউট হন বিরাট কোহলিও। অনবদ্য এক ক্যাচ ধরেন লিটন।
রাহুলের লড়াই
শ্রেয়স আইয়ারও এবাদতের শর্ট বল পুল করতে গিয়ে ২৪ রানে সাজঘরে ফেরেন। রাহুল ও শ্রেয়স চতুর্থ উইকেটে ৪৩ রান যোগ করেন। শ্রেয়স আউট হলেও রাহুল নিজের খেলা চালিয়ে যান। তিনি ওয়াশিংটন সুন্দরের সঙ্গে ফের একটি পার্টনারশিপ গড়েন। পঞ্চম উইকেটে ওয়াশিংটন ও রাহুল ৬০ রান যোগ করেন। তবে ওয়াশিংটন আউট হলেই ব্যাটিং ধস নামে। মাত্র ৩৪ রানে শেষ পাঁচ উইকেট হারায় ভারত। বাংলার শাহবাজ আমেদ শূন্য রানে আউট হন। ৭০ বলে লড়াকু ৭৩ রানের ইনিংস খেলার পার রাহুলও সাজঘরে ফেরেন। ৪১.২ ওভারেই অল আউট হয়ে যায় ভারত।
বাংলাদেশের হয়ে শাকিব ও এবাদত ভারতীয় দলের মিডল অর্ডার ব্যাটারদের সেট হওয়ার সুযোগ পর্যন্ত দেননি। শাকিব ৩৬ রানের বিনিময়ে পাঁচ উইকেট ও এবাদত ৪৭ রানের বিনিময়ে চার উইকেট নেন।
আরও পড়ুন: বিমানে থাকতে হল অভুক্ত, খোয়া গেল মালপত্র, চরম বিপাকে পড়তে হল চাহারদের