Deepak Chahar: বিমানে থাকতে হল অভুক্ত, খোয়া গেল মালপত্র, চরম বিপাকে পড়তে হল চাহারদের
Chahar's Luggage Missing: নিউজিল্যান্ড থেকে ঢাকা আসার পথেই মালপত্র ও খাবার নিয়ে বিপাকে পড়েছন দীপক চাহার।
নয়াদিল্লি: কাল থেকে শুরু ভারত ও বাংলাদেশের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। তার আগে উধাও দীপক চাহারদের (Deepak Chahar) মালপত্র, এমনকী তাঁকে খেতে পর্যন্ত দেওয়া হয়নি। শনিবার সোশ্যাল মিডিয়ায় মালয়েশিয়া বিমান সংস্থার বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন ভারতের তারকা ফাস্ট বোলার দীপক চাহার। নিউজিল্যান্ড সিরিজ শেষে বাংলাদেশের ঢাকার উদ্দেশে এই বিমান সংস্থার বিমানে চাপেন দীপক। কিউয়িদের দেশ থেকে ফেরার পথেই এই ঘটনা ঘটে।
ক্ষুব্ধ চাহার
সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দিয়ে চাহার লেখেন, 'মালয়েশিয়ান বিমানসংস্থার বিমানে চড়ে খুবই খারাপ অভিজ্ঞতা হল। প্রথমত তো আমাদের কিছু না বলেই বিমান বদলে দেওয়া হয় এবং বিজনেসক্লাসেও আমাদের খেতে পর্যন্ত দেওয়া হয়নি। বিগত ২৪ ঘণ্টা ধরে আমাদের মালপত্র উধাও এবং এখনও তা ফিরে পাওয়ার অপেক্ষা অব্যাহত। কালকে আমাদের ম্যাচ আছে, শুধু ভেবে দেখুন।'
Had a worse experience traveling with Malaysia airlines @MAS .first they changed our flight without telling us and no food in Business class now we have been waiting for our luggage from last 24hours .imagine we have a game to play tomorrow 😃 #worse #experience #flyingcar
— Deepak chahar 🇮🇳 (@deepak_chahar9) December 3, 2022
শামির বদলে উমরন
কাল থেকে শুরু হবে ভারত-বাংলাদেশের (IND vs BAN) তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। সেই সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের কারণে গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন ভারতীয় তারকা ফাস্ট বোলার মহম্মদ শামি (Mohammed Shami)। তাঁর বদলে জাতীয় দলে সুযোগ পেলেন উমরন মালিক (Umran Malik)।
শনিবার ভারতীয় বোর্ডের তরফে শামির সিরিজ থেকে ছিটকে যাওয়ার বিষয়ে জানানো হয়। এক বিবৃতিতে বিসিসিআইয়ের তরফে বলা হয়, 'বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের আগে অনুশীলনে ফাস্ট বোলার মহম্মদ শামি কাঁধে চোট পেয়েছেন। ওঁ বর্তমানে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে টিম ইন্ডিয়ার মেডিক্য়াল দলের তত্ত্বাবধানে রয়েছেন এবং আসন্ন সিরিজে খেলতে পারবে না। সর্বভারতীয় নির্বাচক কমিটির তরফে উমরন মালিককে মহম্মদ শামির পরিবর্তে জাতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে।'
আরও পড়ুন: বিশ্বকাপের প্রস্তুতি নয়, বাংলাদেশকে হারানোই আসল লক্ষ্য, সিরিজ শুরুর আগে দাবি রোহিতের