IND vs BAN 2nd Test: মেঘাচ্ছন আকাশ, টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত রোহিতের, একাদশে কোনও বদল ঘটাল ভারত?
India vs Bangladesh 2nd Test: বাংলাদেশের বিরুদ্ধে গত টেস্ট ম্য়াচের ১৫ জনের দলকেই ধরে রেখেছে ভারত।
কানপুর: বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে (IND vs BAN 2nd Test) টস জিতলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। আকাশ মেঘ রয়েছে। ভেজা মাঠের জন্য নির্ধারিত সময়ে খেলা শুরু কর যায়নি। সম্ভবত পরিবেশের কথা মাথায় রেখেই টসে জিতে প্রথমে বোলিং করবে ভারত।
কানপুরে দ্বিতীয় টেস্ট ম্যাচ ঘিরে অশনি সঙ্কেত ছিল। ম্যাচের আগের দিন, বৃহস্পতিবার বৃষ্টি হয়েছিল। ঠিকভাবে অনুশীলনও করা যায়নি। ম্যাচের দিনও আবহাওয়া দফতর বৃষ্টির পূর্বাভাস দিয়েই রেখেছিল। সেইমতোই ম্যাচে বিঘ্ন ঘটায় বৃষ্টি। খুব জোরে বৃষ্টি না হলেও, মাঠ ভিজে থাকায় নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। হয়নি টসও। সকাল ৯.৩০টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও, টসই হয় ১০ নাগাদ। খেলা শুরু হওয়ার কথা ১০.৩০টা নাগাদ।
🚨 Team Update 🚨
— BCCI (@BCCI) September 27, 2024
An unchanged Playing XI for #TeamIndia 👌👌
Live - https://t.co/JBVX2gyyPf#INDvBAN | @IDFCFIRSTBank pic.twitter.com/u61vd44i1C
এই ম্যাচে ভারতীয় একাদশে বদলের একাধিক জল্পনা শোনা যাচ্ছিল। যশপ্রীত বুমরাকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে। আবার প্রথম টেস্টে বড় রান না পাওয়া কেএল রাহুলেরও একাদশে জায়গা পাওয়া নিয়ে ছিল প্রশ্নচিহ্ন। নিজের অভিষেক সিরিজ়েই ইংল্যান্ডের বিরুদ্ধে নজরকাড়া সরফরাজ খানকে রাহুলের বদলে সুযোগ দেওয়া হতে পারে বিভিন্ন জায়গায় দাবি করা হচ্ছিল। কিন্তু সেইসব জল্পনা নস্যাৎ করে, অপরবর্তিত দল রেখেই মাঠে নামছে টিম ইন্ডিয়া।
অর্থাৎ তিন ফাস্ট বোলার এবং দুই তারকা স্পিন অলরাউন্ডার নিয়েই মাঠে নামছে ভারত। কুলদীপ যাদব বা যশ দয়ালরা সুযোগ পেলেন না। তবে বাংলাদেশ একাদশে কিন্তু একাধিক বদল ঘটানো হয়েছে। আগুনে গতির নাহিদ রানা এবং চেন্নাইয়ে দ্বিতীয় ইনিংসে নজরকাড়া তাসকিন আমেদ, দুই ফাস্ট বোলারকেই বাদ দিয়েছে ওপার বাংলার দল। পরিবর্তে সুযোগ পেয়েছেন তাইজুল ইসলাম ও খালিদ।
প্রসঙ্গত, প্রথম টেস্টেও টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। এই ম্যাচেও সেই একই পথে হেঁটেছেন রোহিত।পরিসংখ্যান অনুযায়ী এই প্রথমবার ভারতের মাটিতে পরপর দুই টেস্টেই দলেরা টস জিতে প্রথমে বোলিংয়ে সিদ্ধান্ত নিল। এবার দেখার অধিনায়কের সিদ্ধান্তে সঠিক প্রমাণিত করে যশপ্রীত বুমরা, আকাশ দীপরা শুরুর দিকেই ভারতকে সাফল্য এনে দিতে পারেন কি না।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: কানপুরে দ্বিতীয় টেস্টেই ভারতীয় হিসাবে অনন্য রেকর্ডের হাতছানি যশস্বী, অশ্বিনের সামনে