IND vs BAN: মরুদেশে বৃষ্টি! ভারত বনাম বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে কেমন থাকবে পরিবেশ?
ICC Champions Trophy 2025: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ভারত ও বাংলাদেশে একে অপরের বিরুদ্ধে নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করবে।

দুবাই: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) মহারণ। তবে ভারতীয় অনুরাগীরা ২০ ফেব্রুয়ারির অপেক্ষা করে রয়েছেন। সেইদিনই টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করবে ভারতীয় দল। প্রতিপক্ষ বাংলাদেশ। দুই পড়শি দেশের ম্যাচ (India vs Bangladesh) ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে। তবে আশঙ্কা একটাই এই টানটান ম্যাচে বিঘ্ন ঘটবে না তো? বৃষ্টির ম্যাচে ব্যাঘাত ঘটাবে না তো?
দুবাই মানেই উষ্ণ, তপ্ত আবহাওয়া, শুষ্ক পরিবেশ। মরুদেশে সাধারণত বৃষ্টি হয়না। তবে ভারত বনাম বাংলাদেশের ম্যাচে কিন্তু অল্প হলেও সেই সম্ভাবনা রয়েছে। AccuWeather-র রিপোর্ট অনুযায়ী, ম্যাচের দিন অর্থাৎ বৃহস্পতিবার বৃষ্টির ৩৫ শতাংশ সম্ভাবনা রয়েছে। যার ফলে ম্যাচ থামালেও, থামাতে হতে পারে। এই ম্যাচের দিন তাপমাত্র ২৪ ডিগ্রির আশেপাশে থাকার পূর্বাভাস রয়েছে এবং আর্দ্রতা ৪৮ শতাংশের আশেপাশে থাকার সম্ভাবনা। ১১ কিলোমিটার প্রতি ঘণ্টায় হাওয়া বওয়ার পূর্বাভাস রয়েছে। পাশাপাশি ম্যাচের দিন আকাশও মেঘলা থাকার সম্ভাবনা। ফলে ম্যাচের সময় কিন্তু বৃষ্টি হতেই পারে।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল স্পিন নির্ভরশীল বোলিং আক্রমণ নিয়ে মরুদেশে পাড়ি দেয়েছে। তবে দুবাই স্টেডিয়াম কিন্তু ঐতিহাসিকভাবে ফাস্ট বোলারদেরই সহায়তা করেছে। কিন্তু রিপোর্ট অনুযায়ী, এই টুর্নামেন্টের আগে দুবাইয়ে দুইটি নতুন পিচ প্রস্তুত করা হয়েছে যা পরিস্থিতি বদলে দিতে পারে। ভারতীয় দল কিন্তু এই মাঠে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে। বাংলাদেশ ম্য়াচের আগে এই রেকর্ড কিন্তু টিম ইন্ডিয়াকে ভরসা জোগাবে।
এই ম্যাচের জন্য তেমন হতে পারে ভারতীয় একাদশ? ভারতের হয়ে টুর্নামেন্টের প্রথম ম্যাচে সম্ভবত রোহিত শর্মা ও শুভমন গিলই ইনিংস ওপেন করবেন। তিন থেকে ছয় কার্যত নিশ্চিত। বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল ও হার্দিক পাণ্ড্য। ভারতীয় একাদশে থাকতে পারেন তিন স্পিনার। রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল ও কুলদীপ যাদব। তাঁদের মধ্যে দুজন- জাডেজা ও অক্ষর অলরাউন্ডার। দুই পেসার হতে পারেন মহম্মদ শামি ও অর্শদীপ সিংহ। তবে কোচের প্রিয়পাত্র হর্ষিত রানা সুযোগ পান কি না, দেখার অপেক্ষায় অনেকে। জোরকদমে চলছে প্রস্তুতি। এবার শুধু ম্যাচ শুরু হওয়ার অপেক্ষা।
আরও পড়ুন: কেবলই গুজব, জল্পনা সত্ত্বেও ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে উপস্থিত পাকিস্তানের নাম




















