IND vs BAN Live Streaming: বাংলাদেশ সিরিজে দলে ফিরেছেন রোহিত, বিরাট, কোথায়, কখন দেখবেন প্রথম ওয়ান ডে?
Indian Cricket Team: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১-০ স্কোরলাইনে গত ওয়ান ডে সিরিজ হেরেছে ভারতীয় দল (Team India)। টিম ইন্ডিয়ার সামনে নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে।
ঢাকা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১-০ স্কোরলাইনে গত ওয়ান ডে সিরিজ হেরেছে ভারতীয় দল (Team India)। সেই হারের হতাশা ভুলে ফের জয়ের সরণীতে মরিয়া ভারত। টিম ইন্ডিয়ার সামনে নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। রবিবর, ৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত ও বাংলাদেশের (IND vs BAN ODI) তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। কিউয়িদের বিরুদ্ধে না খেললেও, এই সিরিজে বিরাট কোহলি, রোহিত শর্মাদের প্রত্যাবর্তন ঘটেছে। ফিরেছেন কেএল রাহুলও। এক হাড্ডাহাড্ডি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া।
কোথায় ম্যাচ?
ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ আয়োজিত হবে।
ম্যাচ শুরু দুপুর ১১.৩০টায়, টস হবে তার আধ ঘণ্টা আগে, অর্থাৎ ১১টায়
কোথায় দেখা যাবে খেলা?
ম্যাচের সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টস নেটওয়ার্কে। পাশাপাশি সোনি লিভ অ্যাপেও এই ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে।
সামনের বছরেই ভারতে আয়োজিত হচ্ছে ৫০ ওভারের বিশ্বকাপ। এখন থেকেই ধীরে ধীরে সেই বিশ্বকাপ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। অনেকেই মনে করছেন বাংলাদেশ সিরিজ থেকেই ভারতীয় দল সেই বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করে দেবে। তবে সেই তত্ত্ব সরাসরি খারিজ করে দিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
বিশ্বকাপে নজর নেই
ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন. 'প্রতিটি ম্যাচেরই আলাদা তাৎপর্য থাকে। বিশ্বকাপ শুরু হতে এখনও আট-নয় মাস (১০ মাস) দেরি আছে। এখন থেকেই এত আগের কথা ভাবা সম্ভব নয়। আমাদের বর্তমানে দলগতভাবে কী করা উচিত সেই দিকে নজর থাকবে। এখন থেকেই কাকে দলে সুযোগ দেওয়া হবে, কাকে না, সেইসব নিয়ে ভাবনাচিন্তা করার কোনও মানে হয় না। আমার এবং কোচ (রাহুল দ্রাবিড়) উভয়েরই কী করার প্রয়োজন সেই বিষয়ে একটা সুস্পষ্ট ধারণা আছে। বিশ্বকাপ আরও কাছে আসলে, সেইসব নিয়ে না হয় ভাবা যাবে।'
বিশ্রাম জরুরি
ভারতীয় দলের তারকাদের কয়েকটি সিরিজে বিশ্রাম দেওয়া নিয়েও অনেকেই প্রশ্ন তুলেছিলেন। সেইসব সমালোচকদের উদ্দেশ্যে রোহিত বলেন, 'পেশাদার হিসাবে আমাদের প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা দেওয়া কর্তব্য। বর্তমানে প্রচুর ক্রিকেট খেলা হচ্ছে এবং সেই কারণেই আমাদের খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়। লোকেদের এটা বুঝতে হবে যে আমরা কোনও খেলোয়াড়ের বোঝা খানিকটা কমানোর জন্য এবং সবদিক বিচার বিবেচনা করেই তাদের বিশ্রাম দিই। ক্রিকেট তো আর থামবে না, ক্রিকেট চলবেই। তাই আমাদের মাঝে মাঝে খেলোয়াড়দের বিশ্রাম দেওয়াটাও জরুরি।'
আরও পড়ুন: বিমানে থাকতে হল অভুক্ত, খোয়া গেল মালপত্র, চরম বিপাকে পড়তে হল চাহারদের