Tamim Iqbal Ruled Out: চোটের জেরে ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে নেই তামিম
Tamim Iqbal Injury: তামিম ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেনই, এমনকী ১৪ ডিসেম্বর থেকে চট্টগ্রামে শুরু হতে চলা ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজেও তাঁর খেলা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
ঢাকা: রবিবার, ৪ ডিসেম্বর থেকে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ভারতীয় দল (IND vs BAN ODI Series)। সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল বাংলা টাইগাররা। এই সিরিজ থেকে আগেই বাংলাদেশ দলের তারকা ফাস্ট বোলার তাসকিন আমেদ ছিটকে গিয়েছিলেন। এবার তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ভারতের বিরুদ্ধে চোটের কারণে মাঠে নামতে পারবেন না বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবালও (Tamim Iqbal)।
অনুশীলনে চোট
বুধবার (১ ডিসেম্বর) বাংলাদেশের অনুশীলনের এক ওয়ার্ম আপ ম্যাচে কুঁচকিতে চোট পান ৩৩ বছর বয়সি বাংলাদেশি তারকা তামিম। এর ফলেই তিনি ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেনই, এমনকী ১৪ ডিসেম্বর থেকে চট্টগ্রামে শুরু হতে চলা ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজেও তাঁর খেলা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তামিমের চোটের বিষয় কথা বলতে গিয়ে বাংলাদেশ দলের ফিজিও বৈজেদুল ইসলাম খান বলেন, 'তামিমের ডান কুঁচকিতে চোট লেগেছে, যা এমআরআইয়ের পরে নিশ্চিত করা হয়। আমরা দুই সপ্তাহ ওঁকে নজরে রাখব এবং তার পরেই ওঁর পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। দুর্ভাগ্যবশত এই চোটের ফলে ওঁ ওয়ান ডে সিরিজে তো খেলতে পারবেনই না, টেস্ট সিরিজেও ওঁর খেলা নিয়ে সংশয় রয়েছে।'
তামিমের বদলে ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে কে দলের অধিনায়কত্ব করবেন, তা এখনও বাংলাদেশ বোর্ডের তরফে জানানো হয়নি। তবে আহত তাসকিনের বদলে কক্সবাজারে ভারতীয় 'এ' দলের বিরুদ্ধে বর্তমানে টেস্ট খেলা বাংলাদেশ 'এ' দলের সদস্য শরিফুল ইসলামকে দলে সুযোগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ 'এ'-র লড়াই
বাংলাদেশের বিরুদ্ধে অভিমন্যু ঈশ্বরণ ও যশস্বী জয়সবালের শতরানে ভর করে ভারতীয় 'এ' দল (India A) দ্বিতীয় দিনের শেষে পাঁচ উইকেটের বিনিময়ে ৪০৪ রান তুলে ফেলেছিল। তৃতীয় দিনে ৪৬৫ রানে ইনিংস ঘোষণা করে দেয় ভারত। প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ১১২ রানেই অল আউট হয়ে গেলেও, দ্বিতীয় ইনিংসে বেশ লড়াই করছেন বাংলাদেশিরা। সৌজন্যে জাকির হাসান (Zakir Hasan)।
এদিন ৪০৪ রানে ইনিংস শুরু করেছিল ভারত 'এ'। তিলক বর্মা ৩৩ রানর মাথায় আহত হয়ে মাঠ ছাড়েন। তবে উপেন্দ্র যাদব নিজের অর্ধশতরান পূরণ করেন। তিনি ১২২ বলে ৭১ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। তাঁর ইনিংস সাজানো ছিল পাঁচটি চার ও দুইটি ছক্কায়। অতীত শেঠ আট রানে অপরাজিত থাকেন। জবাবে ব্যাট করতে নেমে ওপার বাংলার দলের হয়ে দুই ওপেনার জাকির ও মাহমুদুল হাসান জয় শুরুটা বেশ ভাল করেন। দুইজনে ওপেনিংয়ে ৭১ রান যোগ করেন। ২১ রানে জয়কে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ধাক্কা দেন সৌরভ কুমার।
তবে জয় আউট হলে জাকির ক্রিজে টিকে থাকেন। তাঁকে যোগ্য সঙ্গ দেন নাজমুল হোসেন শান্ত। দুইজনে মিলে দ্বিতীয় উইকেটে ইতিমধ্যেই শতাধিক রানের (অপরাজিত ১০১ রান) পার্টনারশিপ গড়ে ফেলেছেন। জাকির ৮১ রানে অপরাজিত থাকেন। তিনি আটটি চার ও দুইটি ছক্কা হাঁকান। অপরদিকে, শান্ত ৫৬ রানে অপরাজিত রয়েছেন। তৃতীয় দিনের শেষে বাংলাদেশ 'এ' দল ১৮১ রানে পিছিয়ে রয়েছে। এদিন ভারতীয় বোলাররা ম্যাচে তেমন প্রভাব ফেলতে পারেননি।
আরও পড়ুন: বোর্ডের ক্রিকেট উপদেষ্টা কমিটিতে বাংলা থেকে মলহোত্র, আর কে কে রয়েছেন?