IND vs BAN: ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গেলেন ত্রয়ী, বদলে ডাক পেলেন কুলদীপ যাদব
Indian Cricket Team: চোটের জেরে ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে যাওয়া ভারতীয় তারকা ত্রয়ীর প্রত্যেকেই দেশে ফিরছেন।
ঢাকা: বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের (IND VS BAN) )শেষ ম্যাচ থেকে রোহিত শর্মা (Rohit Sharma), কুলদীপ সেন ও দীপক চাহার ছিটকে গিয়েছিলেন। এবার তাঁদের চোটের আপডেট দেওয়া হল ভারতীয় বোর্ডের তরফে (BCCI)। তিন তারকা সিরিজ থেকে ছিটকে গেলেও অবশ্য পরিবর্ত হিসাবে মাত্র এক ক্রিকেটারের নামই ঘোষণা করল ভারতীয় বোর্ড। তৃতীয় ওয়ান ডের জন্য ভারতীয় দলে (Indian Cricket Team) ডাক পেলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)।
ছিটকে গেলেন রোহিত
বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের দ্বিতীয় ওভারে বুড়ো আঙুলে চোট পান রোহিত শর্মা। গোটা ম্যাচে আর ফিল্ডিং করতে পারেনি তিনি। ব্যাটও করতে নামেন নয় নম্বরে। বোর্ডের তরফে জানানো হয় যে বিসিসিআইয়ের মেডিক্যাল টিম রোহিতের অবস্থা খতিয়ে দেখেন এবং ঢাকায় এক হাসপাতালে তাঁর স্ক্যানও করা হয়। এরপরেই রোহিত দেশে ফিরে আসেন। ফলে বাংলাদেশের বিরুদ্ধে শেষ ওয়ান ডে ম্যাচে তো তিনি খেলবেনই না, এমনকী টেস্ট সিরিজেও তাঁর খেলা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
এনসিএতে দুই ফাস্ট বোলার
দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে তারকা ফাস্ট বোলার দীপক চাহারও চোট পান। বাঁ-দিকের পেশিতে চোট পান চাহার। তিনি দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে চোট পাওয়ার পর বলও করতে পারেননি। তিনিও বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। পাশাপাশি আরেক ফাস্ট বোলার কুলদীপ সেনও চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। অবশ্য রোহিত, দীপক দ্বিতীয় ম্যাচে মাঠে নামলেও, কুলদীপ কিন্তু দ্বিতীয় ম্যাচে খেলতেই পারেননি। প্রথম ওয়ান ডের পরেই পিঠের সমস্যার কথা জানান কুলদীপ। এরপরে তাঁকে দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
🚨 NEWS 🚨: Kuldeep Yadav added to #TeamIndia squad for the final ODI against Bangladesh. #BANvIND
— BCCI (@BCCI) December 9, 2022
Other Updates & More Details 🔽https://t.co/8gl4hcWqt7
তিনিও চোটের জেরে সিরিজ থেকে ছিটকে গেলেন। কুলদীপ ও দীপক, উভয় ফাস্ট বোলারই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজেদের চোট সারানোর বিষয়ে কাজ করবেন।
আরও পড়ুন: ভারতের পরাজয়ের দিনেও কোহলি, রাহুলকে পিছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন শ্রেয়স