IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে জিতলে ভারতের সেমিফাইনালে পৌঁছনো কার্যত পাকা, জয় একমাত্র বিকল্প শাকিবদের
India vs Bangladesh: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম বাংলাদেশ ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে রোহিত বনাম মুস্তাফিজুর দ্বৈরথ।
অ্যান্টিগা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আজই দিন দুইয়ের ভারত সফরে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের সঙ্গে সুসম্পর্কের কথা ধরে পড়েছে প্রধামন্ত্রী মোদির বক্তব্যে। তবে ভারত থেকে বহুদূর, বিশ্বের প্রায় অপরপ্রান্তে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সেই বন্ধুত্বের কিন্তু লেশমাত্র দেখা যাওয়ার সম্ভাবনা নেই। সেইখানে শুধুই লড়াই, লড়াই আর লড়াই। দুই পয়েন্টের লড়াই, টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) সেমিফাইনালে পৌঁছনোর লড়াই। সেই লড়াইয়ে আজ রোহিত শর্মারা (Rohit Sharma) নাজমুল হোসেন শান্তদের (Najmul Hossain Shanto) বিরুদ্ধে (IND vs BAN) মাঠে নামছেন।
আজকে বাংলাদেশকে হারালেই টিম ইন্ডিয়ার চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে পৌঁছনো কার্যত পাকা হয়ে যাবে। অপরদিকে, বাংলাদেশের কাছে এই ম্যাচে জয়ই একমাত্র বিকল্প। গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হারতে হয়েছিল বাংলাদেশকে। তাই আজকে ভারতের বিরুদ্ধে পরাজয়ের অর্থ হল টুর্নামেন্টের সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যাওয়া। বাংলাদেশের জন্য এখনও পর্যন্ত বিশ্বকাপে সবথেকে উদ্বেগের বিষয় দলের ব্যাটারদের আশানুরূপ পারফর্ম করতে না পারা। এই ব্যর্থতার জেরে বাংলাদেশের বোলিং আক্রমণ বেশ শক্তিশালী হওয়া সত্ত্বেও দল কাঙ্খিত ফলাফল পাচ্ছে না।
ভারতের বিরুদ্ধে ম্যাচে নামার আগে বাংলাদেশ অধিনায়ক শান্তও কিন্তু একবাক্যে দলের ব্যাটিং ব্যর্থতার কথা স্বীকার করে নিচ্ছেন। মেনে নিচ্ছেন দলের ব্যাটাররা বোলারদেরকে যথেষ্ট রানের পুঁজি দিতে পারছেন না। তবে কেন এমনটা হচ্ছে, তার কোনও জবাব নেই শান্তর কাছে। যশপ্রীত বুমরা, ইনফর্ম অর্শদীপ সিংহের বিরুদ্ধে ফর্মে ফেরার চ্যালেঞ্জটা যে সহজ হবে না, তা বলার অপেক্ষা রাখে না। অপরদিকে, ভারতীয় দলের ক্ষেত্রে কিন্তু ব্যাটিং বিশেষত টপ অর্ডার ব্যাটিং নিয়ে উদ্বেগের জায়গা রয়েছে। দলের দুই ওপেনার তথা সবথেকে বড় তারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলির কেউই এখনও অবধি এবারের বিশ্বকাপে নজর কাড়তে ব্যর্থ। তাছাড়া ইনিংসের শুরুতে রোহিতদের বাঁ-হাতি বোলারদের বিরুদ্ধে রেকর্ড কারুর অজানা নয়। তাই ভারতীয় টপ অর্ডার বনাম মুস্তাফিজুর রহমানের দ্বৈরথ কিন্তু ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা নিতে পারে।
তবে বিশ ওভারের ফর্ম্যাটে রোহিতের রেকর্ড ফিজ়ের বিরুদ্ধে বেশ ভালই। তিনি ১৬৯.৪৪ স্ট্রাইক রেটে ওপার বাংলার ফাস্ট বোলারের বিরুদ্ধে ১২২ রান করেছেন। তিনবার আউট হয়েছেন। তবে সূর্যকুমার যাদব কিন্তু অনবদ্য ফর্মে। বিগত দুই ম্যাচেই তিনি ভারতীয় দলের ত্রাতা হয়ে উঠেছেন। গত ম্যাচে হাফসেঞ্চুরি করে ম্যাচের সেরা হন তিনি। এই ম্যাচেও তিনি কেমন পারফর্ম করেন তা দেখার বিষয়। এই ম্যাচে অবশ্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে বটে। তা ম্যাচে প্রভাব ফেলে কি না, সেইদিকেও থাকবে নজর।
সব মিলিয়ে অ্যান্টিগায় দুই পড়শি দেশের এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের মঞ্চ যে প্রস্তুত, তা বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: রয়েছে বৃষ্টির আশঙ্কা, আজ ভারত-বাংলাদেশ ম্যাচ ভেস্তে গেলে কী হবে? কী বলছে নিয়ম?