Ravindra Jadeja: রাজকোটে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন রবীন্দ্র জাডেজা? আপডেট দিলেন কুলদীপ যাদব
IND vs ENG 3rd Test: জাডেজা তৃতীয় টেস্টের দলে থাকলেও, তাঁর খেলা বা না খেলাটা ফিটনেসের ওপর নির্ভরশীল বলেই বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছিল।
রাজকোট: প্রথম টেস্টে বলে, ব্যাটে দুরন্ত পারফর্ম করলেও, দ্বিতীয় টেস্টে চোটের কারণে খেলতে পারেননি রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। তাঁর অনুপস্থিতিতে অবশ্য খুব একটা চাপে পড়েনি ভারতীয় দল। শতাধিক রানে দুরন্ত জয়ে সিরিজ়ে সমতায় ফেরে ভারত। সিরিজ়ের বাকি তিন টেস্টের জন্য ঘোষিত ভারতীয় দলে তাঁর নাম থাকলেও, জাডেজার ম্যাচে অংশগ্রহণ করা বা না করাটা তাঁর ফিটনেসের ওপরই নির্ভরশীল বলে বোর্ডের তরফে জানানো হয়। রাজকোটে তৃতীয় টেস্টে (IND vs ENG 3rd Test) কি আদৌ খেলতে পারবেন জাডেজা?
তৃতীয় টেস্টের দুইদিন আগে এক সাংবাদিক বৈঠকে জাডেজার ফিটনেস আপডেট দেন আরেক স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav)। তিনি কিন্তু জানিয়ে দিচ্ছেন যে রাজকোটের ম্যাচে জাডেজার খেলা প্রায় নিশ্চিত। কুলদীপ বলেন, 'আমার মনে হয় (ও খেলবে)। ও তো অনুশীলন করেছে। গতকালও ঘাম ঝরিয়েছে এবং আমার যতদূর মনে হচ্ছি ও ফিট।'
লাল বলের ক্রিকেটের ক্ষেত্রে জাডেজা ফিট থাকলে তিনিই কুলদীপের জায়গায় একাদশে সুযোগ পাবেন। অক্ষর পটেল তৃতীয় স্পিনারের দৌড়ে এক্ষেত্রে কুলদীপের থেকে এগিয়ে রয়েছেন বলেই সকলের ধারণা। তবে জাডেজার খেলা নিয়ে কার্যত নিশ্চিত হলেও, কুলদীপ কিন্তু নিজেকে খেলবেন কি না, সেই বিষয়ে যথেষ্ট সন্দিহান। 'তবে আমি এখনও একাদশে নিজের জায়গা পাওয়া নিয়ে নিশ্চিত নই, কারণ এখনও ম্যাচের দুইদিন বাকি রয়েছে। আমি খেলছি কি না, সেই নিয়ে খুব বেশি চিন্তাভাবনা করি না কখনই। পরিস্থিতি যাই হোক নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি এবং গোটা প্রক্রিয়াটি উপভোগও করি।' জানান তারকা স্পিনার।
এই সাংবাদিক সম্মেলনে রাজকোটের পিচ নিয়েও কুলদীপকে প্রশ্ন করা হয়। নিজে স্পিনার হলেও, কুলদীপ কিন্তু স্পিন সহায়ক নয়, বরং ভাল ম্যাচের জন্য ভাল উইকেটের আশা করছেন। তিনি বলেন, '(রাজকোটের পিচ) প্রথম থেকেই বল ঘুরবে, এমনটা হবে না। পিচটা ভাল পিচ। তবে ব্যাটাররা মদত পাবেন মানে আমি বলছি না যে ব্যাটাররা ৭০০-৮০০ রান তুলতে পারবেন। তবে স্পিন সহায়ক পিচের থেকে ব্যাটররা তুলনামূলক ব্যাটিং করার জন্য ভাল পিচ পাবেন। আশা করছি পরের দিকে স্পিনররাও যেন হালকা মদত পায়।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: রাজকোট টেস্টেই কি অভিষেক হচ্ছে সরফরাজের? শিকে ছিঁড়তে পারে আরও এক তরুণের