IND vs ENG 4th Test: সচিন খানিক দূরে থাকলেও, ম্যাঞ্চেস্টারে তিন মহারথীদের পিছনে ফেলতে পারেন জো রুট
Joe Root: জো রুট এখনও পর্যন্ত নিজের টেস্ট কেরিয়ারে মোট ১৫৬টি টেস্ট খেলে ১৩ হাজার ২৫৯ রান করে ফেলেছেন।

ম্যাঞ্চেস্টার: বর্তমান প্রজন্মের সেরা ক্রিকেটারদের প্রসঙ্গ উঠলে তো তাঁর নাম আসতে বাধ্য, তবে তিনি সর্বকালের সেরাদের অন্যতম বললেও একেবারেই ভুল কিছু বলা হবে না। অন্তত পরিসংখ্যান তাঁর হয়েই সওয়াল করেন। তিনি জো রুট (Joe Root)। তাঁর ব্যাটিং দক্ষতা, প্রতিভা নিয়ে কারুরই কোনদিন সন্দেহ ছিল না। তবে চলতি দশকে বিশেষত তিনি যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন। বলে বলে শতরান হাঁকাচ্ছেন, একের পর এক রেকর্ড গড়ছেন। রুটের দৌরাত্ম্য এতটাই যে সচিন তেন্ডুলকরের সর্বাধিক টেস্ট রানের চূড়াও এখন আর অপরাজেয় বলে মনে হচ্ছে না।
সচিনের থেকে বর্তমানে রুট খানিকটা পিছিয়ে থাকলেও, তিনি বাকি ম্যাঞ্চেস্টারেই কিন্তু বাকি সকলের থেকে এগিয়ে যেতে পারেন। হ্যাঁ, ঠিকই পড়ছেন। ওল্ড ট্রাফোর্ডে আসন্ন ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টেস্টেই (IND vs ENG 4th Test) তিনি টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে যেতে পারেন। রুটের তার জন্য প্রয়োজন ১২০ রান, যা একেবারেই অস্বাভাবিক কিছু নয়। আর সেই ১২০ রান করতে পারলেই, রুট একযোগে রাহুল দ্রাবিড় (১৩২৮৮ রান), জ্যাক কালিস (১৩২৮৯ রান) এবং রিকি পন্টিং (১৩৩৭৮ রান), তিন কিংবদন্তির টেস্ট রানের গণ্ডি পার করে ফেলবেন।
জো রুট এখনও পর্যন্ত নিজের টেস্ট কেরিয়ারে মোট ১৫৬টি টেস্ট খেলে ১৩ হাজার ২৫৯ রান করে ফেলেছেন। তাঁর ব্যাটিং গড় ৫০.৮০। টেস্টে ৬৬টি অর্ধশতরান ও ৩৭টি শতরানের মালিক ইংরেজ মহাতারকা। আসন্ন টেস্ট তিনি কিন্তু তিন কিংবদন্তি পিছনে ফেলে সর্বকালীন ইতিহাসের পথে আরও কয়েকটা ধাপ এগিয়ে যেতে পারেন। রুটের ওল্ড টাফোর্ডে পরিসংখ্যানও তাঁর পক্ষেই সওয়াল করছে। ম্যাঞ্চেস্টারের মাঠে টেস্টে রুট ১১ ম্যাচে ৯৭৮ রান করেছেন, যা সর্বকালের সর্বোচ্চ। এই মাঠে তাঁর গড় ৬৫.২০। এই মাঠে ২৫৪ রানের ইনিংসও খেলেছেন রুট। তাই ম্যাঞ্চেস্টারে সমর্থকরা মহান কিছুর সাক্ষী হওয়ার আশা করতেই পারেন।
তবে সচিনের থেকে রুট আপাতত খানিকটা পিছিয়ে। 'মাস্টার ব্লাস্টার' টেস্টে মোট ১৫৯২১ রান করেছেন। তাই সচিনকে পিছনে ফেলতে রুটকে আরও খানিকটা পথ অতিক্রম করতে হবে। তবে তাঁর ফর্ম, বয়স দেখে এই কাজ একেবারেই অসম্ভবের গণ্ডিতে রাখা অসম্ভব। শেষমেশ রুট কোথায় গিয়ে থামেন, সেটাই পরবর্তী কয়েক বছরে দেখার বিষয় হতে চলেছে।




















