IND vs ENG Probable XI: শামি ফিরবেন? ধোনির দলের অলরাউন্ডারকে সুযোগ? রাজকোটে কেমন হবে ভারতের একাদশ?
India vs England: রাজকোটে ভারতীয় একাদশ কী রকম হবে? আগের ম্যাচের দলে কোনও পরিবর্তন হবে? নাকি বিজয়ী দলের ওপরই ভরসা রাখবেন গুরু গৌতম গম্ভীর ও অধিনায়ক সূর্যকুমার যাদব?

রাজকোট: পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ২-০ এগিয়ে গিয়েছে ভারত। মঙ্গলবার রাজকোটে তৃতীয় ম্যাচে জয় মানেই সিরিজের ফয়সালা হয়ে যাওয়া। সেক্ষেত্রে ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে সিরিজের শেষ দুই ম্যাচ হয়ে যাবে শুধুই নিয়মরক্ষার।
রাজকোটে ভারতীয় একাদশ কী রকম হবে? আগের ম্যাচের দলে কোনও পরিবর্তন হবে? নাকি বিজয়ী দলের ওপরই ভরসা রাখবেন গুরু গৌতম গম্ভীর ও অধিনায়ক সূর্যকুমার যাদব?
সবচেয়ে বেশি চর্চা মহম্মদ শামিকে খেলানো হবে কি না, তা নিয়ে। বর্ডার-গাওস্কর ট্রফিতে তাঁকে খেলানোর দাবি উঠেছিল। যদিও সেই সময় ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন, হাঁটুতে সমস্যা রয়েছে শামির। তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের দলে ফেরানো হয়েছে। ১৪ মাস পর জাতীয় দলে ফিরেছেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা তারকা। তবে প্রথম দুই ম্যাচে প্রথম একাদশে জায়গা হয়নি। একমাত্র পেসার হিসাবে খেলানো হয়েছে অর্শদীপ সিংহকে।
রাজকোটে কী হবে? যা ইঙ্গিত, তাতে শামির অপেক্ষা বাড়তে পারে। অর্শদীপকেই খেলানো হবে রাজকোটেও। তবে নীতীশ কুমার রেড্ডি চোট পাওয়ার পর যাঁকে দলে নেওয়া হয়েছে, সেই শিবম দুবেকে খেলানো হতে পারে। হয়তো ধ্রুব জুরেলের পরিবর্তে। তবে রামনদীপ সিংহকেও নামিয়ে দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ভারতের সম্ভাব্য একাদশ:
সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, অর্শদীপ সিংহ ও বরুণ চক্রবর্তী
A game-changing flick 👌🏻
— BCCI (@BCCI) January 26, 2025
A number "72" coincidence 🤔
A thrilling Chepauk Chase 🔝
..In the words of "Won"der Men - Tilak Varma & Ravi Bishnoi 😎
WATCH 🎥🔽 - By @28anand & @mihirlee_58 #TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank
ইংল্যান্ড আগেই তাদের একাদশ জানিয়ে দিয়েছে। চেন্নাইয়ে হারলেও, সেই একাদশই ধরে রেখেছে ইংল্যান্ড। অসুস্থতার জন্য চেন্নাই ম্যাচ খেলতে পারেননি জেকব বেথেল। তাঁর পরিবর্তে খেলানো হয়েছিল জেমি স্মিথকে। রাজকোটেও তিনিই খেলবেন। বেথেলের ফেরার অপেক্ষা বাড়ল।
ইংল্যান্ডের একাদশ
ফিল সল্ট (উইকেটকিপার), বেন ডাকেট, জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জেমি স্মিথ, জেমি ওভার্টন, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, মার্ক উড ও আদিল রশিদ
আরও পড়ুন: এখনও রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে যেতে পারে বাংলা! কোন অঙ্কে?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
