IND Vs IRE, Match Highlights: পেস ব্যাটারির দাপটে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় জিতল ভারত
IND vs IRE 2nd T20: দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩৩ রানে জয় পেয়ে সিরিজ় জিতে নিল ভারত।
ডাবলিন: দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে (IND vs IRE 2nd T20I) আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩৩ রানে জয় পেয়ে সিরিজ় জিতে নিল ভারত। ১৮৬ রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৫২/৮ থামল আয়ারল্যান্ডের লড়াই। ভারতের হয়ে যশপ্রীত বুমরা (Jasprit Bumrah), প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna) ও রবি বিষ্ণোই দুইটি করে উইকেট নেন। ডাবলিনের ম্যালাহাইড হাইস্কোরিং মাঠ হলেও, চাপের মুখে বড় রান করা জেতেটা কখনই সহজ নয়। সেটা এদিন ভালই টের পেলেন আইরিশরা।
গত ম্যাচেই দীর্ঘদিন চোটের পর মাঠে ফিরে বেশ নজর কেড়েছিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। এই ম্যাচেও বল হাতে নিজের পারফরম্যান্স ধরে রাখলেন তিনি। প্রসিদ্ধ ম্য়াচের তৃতীয় তথা নিজের প্রথম ওভারেই ভারতকে জোড়া সাফল্য এনে দেন। তিনি আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং ও কিপার-ব্যাটার লরান টাকার, উভয়কেই শূন্য রানে সাজঘরে ফেরত পাঠান। চারে নামা হ্যারি টেক্টরও ক্রিজে দীর্ঘস্থায়ী হননি। সাত রানে তাঁকে আউট করেন বোল্ড করেন রবি বিষ্ণোই। ২৮ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে যায় আয়ারল্যান্ড। পাওয়ার প্লেতে মাত্র ৩১ রান তোলে আয়ারল্যান্ড।
এখান থেকেই ইনিংসের হাল ধরেন অ্যান্ডি বালবার্নি ও কার্টিস ক্যাম্ফার। চতুর্থ উইকেটে দুইজনে মিলে ৩৫ রান যোগ করেন। ক্যাম্ফারকে ১৮ রানে ফেরান বিষ্ণোই। এরপর জর্জ ডকরেল বালবার্নিকে সঙ্গ দিতে মাঠে নামেন। পঞ্চম উইকেটে ৫২ রান যোগ করে তাঁরা। বালবার্নি ৪০ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন। তিনিই আয়ারল্যান্ডের হয়ে ব্যাট হাতে ভারতীয় বোলারদের বিরুদ্ধে লডাই করেন। তবে ভুল বোঝাবুঝির জেরে রান আউটের মাধ্যমে এই অর্ধশতরানের পার্টনারশিপ ভাঙে।
বালবার্নি যোগ্য সমর্থন না পাওয়ায় আয়ারল্যান্ড ম্যাচে ক্রমশই পিছিয়ে পড়ছিল আয়ারল্যান্ড। নিজেই দলের রানের গতি বাড়াতে গিয়ে শেষমেশ ৭২ রানে অর্শদীপের বলেউইকেটের পিছনে স্যামসনের হাতে ধরা দেন বালবার্নি। তাঁর আউট হওয়ার সঙ্গে সঙ্গেই আয়ারল্যান্ডের জয়ের আশাও কার্যত শেষ হয়ে যায়। একেবারে শেষের মার্ক অ্যাডের খানিক লড়াই করেছিলেন বটে। তবে তাঁকে (২৩) ও ব্যারি ম্যাকার্থিকে (২) ফেরান বুমরা। পরিসংখ্যানের বিচারে চার ওভারে ১৫ রানের বিনিময়ে দুই উইকেট নিয়ে তিনিই এদিন ভারতের সফলতম বোলার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: পর্যাপ্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ! ফের বদলাতে পারে বিশ্বকাপের সূচি?