Gill Double Century: হায়দরাবাদে শুভমনের ইতিহাস, কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে দ্বিশতরান করলেন গিল
Shubman Gill: তিরুঅনন্তপুরমে গত ওয়ান ডে ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধেও শতরান হাঁকিয়েছিলেন গিল। এই ম্যাচেই তিনি দ্রুততম ভারতীয় হিসাবে ওয়ান ডেতে হাজার রান করার কৃতিত্বও নিজের নামে করেন।
হায়দরাবাদ: বুধবার রাজীব গাঁধী স্টেডিয়ামে উপস্থিত সমস্ত দর্শকদের মন্ত্রমুগ্ধ করলেন শুভমন গিল (Shubman Gill)। ভারত-নিউজিল্যান্ডের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ১৪৯ বলে ২০৮ রানের ইনিংস খেললেন গিল। ২৩ বছর ১৩২ দিনে কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে ওয়ান ডেতে (IND vs NZ 1st ODI) দ্বিশতরান হাঁকালেন ভারতীয় তরুণ গিল। গত মাসেই ঈশান কিষাণ বাংলাদেশের বিরদ্ধে দ্বিশতরান হাঁকিয়ে রোহিত শর্মার কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে দ্বিশতরান করার রেকর্ড ভেঙেছিলেন। এবার কিষাণের রেকর্ড ভাঙলেন গিল।
গিলের ইতিহাস
পঞ্চম ভারতীয় হিসাবে ৫০ ওভারের ফর্ম্যাটে দ্বিশতরান করার কৃতিত্ব গড়েলন শুভমন। এই ম্যাচেই তিনি দ্রুততম ভারতীয় হিসাবে ওয়ান ডেতে হাজার রান করার কৃতিত্বও নিজের নামে করেন। ১৯ ইনিংসে এক হাজার রান সম্পূর্ণ করলেন গিল। তাঁর আগে বিরাট কোহলি ও শিখর ধবন এক হাজার রান সম্পূর্ণ করতে ২৪ ইনিংস নিয়েছিলেন। তাঁদের চেয়ে ৫ ইনিংস কম খেলে এক হাজার রান সম্পূর্ণ করলেন গিল। তবে অল্পের জন্য বিশ্বরেকর্ড হাতছাড়া হল গিলের। পাকিস্তানের ফকর জামান ওয়ান ডে-তে ১৮ ইনিংসে এক হাজার রান করেছিলেন। সেটাই এখনও পর্যন্ত দ্রুততম। তাঁর চেয়ে এক ইনিংস বেশি নিলেন গিল।
প্রথমে ৮৭ বলে তিন অঙ্কে পৌঁছন শুভমন। শতরান পূরণ করার পর শুভমনের রান করার গতি আরও বেড়ে যায়। অপরপ্রান্তে পরপর নিরন্তর ব্যবধানে উইকেট পড়লেও, গিল কিন্তু নিজের খেলা চালিয়ে যান। মাত্র ১৪৬ বলেই দ্বিশতরানে পৌঁছে যান ভারতীয় ওপেনার। লকি ফার্গুসনের বিরুদ্ধে পরপর তিন ছক্কা হাঁকিয়ে দ্বিশতরান পূরণ করেন গিল। মূলত গিলের ব্যাটে ভর করেই ভারতীয় দল এই ম্যাচে আট উইকেটের বিনিময়ে ৩৪৯ রান করে। গিলের পাশাপাশি ভারতীয় অধিনায়ক রোহিতও এই ম্যাচে নতুন ইতিহাস গড়েছেন।
রোহিতের কীর্তি
নিউজিল্যান্ডের হেনরি শিপলের বল এক্সট্রা কভারের ওপর দিয়ে বাউন্ডারির বাইরে ফেলে দিয়ে নতুন এক কীর্তি গড়লেন রোহিত শর্মা (Rohit Sharma)। শিপলেকে ছক্কা মেরে ভেঙে দিলেন কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) রেকর্ড। ভারতের মাটিতে ওয়ান ডে ক্রিকেটে দারুণ এক রেকর্ড ছিল ধোনির ঝুলিতে। ভারতের মাটিতে ওয়ান ডে ক্রিকেটে ১২৩টি ছক্কা মেরেছিলেন ধোনি। সেটাই এতদিন ছিল ভারতের মাটিতে ওয়ান ডে-তে মারা সবচেয়ে বেশি ছক্কার নজির। সেই রেকর্ড ভেঙে দিলেন রোহিত। শিপলেকে মারা ছক্কা ছিল দেশের মাটিতে ওয়ান ডে ক্রিকেটে রোহিতের মারা ১২৪তম ছক্কা। ধোনির রেকর্ড ভেঙে নতুন মাইল ফলক তৈরি করলেন রোহিত।
বুধবার হায়দরাবাদে শিপলেকে আরও একটি ছক্কা মারেন রোহিত। পুল করে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়্যারের ওপর দিয়ে। ৩৮ বলে ৩৪ রান করে ব্লেয়ার টিকনারের বলে আউট হন তিনি। আপাতত দেশের মাটিতে ১২৫টি ছক্কা রয়েছে রোহিতের।
আরও পড়ুন: ডাবল সেঞ্চুরি শুভমনের, নিউজিল্যান্ডের সামনে সাড়ে তিনশো রানের লক্ষ্য দিল ভারত