IND vs NZ 1st Test: রবীন্দ্র, সাউদির সেঞ্চুরি পার্টনারশিপে কার্যত ভারতের ধরাছোঁয়ার বাইরে নিউজ়িল্য়ান্ড
India vs New Zealand: তৃতীয় দিনের প্রথম সেশনে চার উইকেট হারালেও, ১৬৫ রান বোর্ডে যোগ করে নিউজ়িল্যান্ড।
বেঙ্গালুরু: দিনের শুরুটা বেশ ভালভাবেই করেছিল টিম ইন্ডিয়া। পর পর ৫৩ রানের ব্য়বধানে চার উইকেট নিয়ে আশা জাগিয়েও লাভের লাভ হল না। টিম সাউদি (Tim Southee), রাচিন রবীন্দ্রর (Rachin Ravindra) পার্টনারশিপে প্রথম টেস্টে (IND vs NZ 1st Test) ভারতের থেকে অনেকটা এগিয়ে নিউজ়িল্যান্ড। সাত উইকেটে ৩৪৫ রান তুলে মধ্যাহ্নভোজে গেল কিউয়ি দল। লিড আপাতত ২৯৯ রান। কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূরণ করলেন রবীন্দ্র। অপরদিকে, অর্ধশতরানের দোরগোড়ায় টিম সাউদিও।
দিনের শুরুটা করেন ড্যারেল মিচেল এবং রাচিনই। ১৮০ রানে তিন উইকেটে ব্যাটে নামলেও, ভারতীয় বোলাররা দিনের শুরুটা খুবই ভাল করেছিলেন। বুমরা, সিরাজদের গতি, স্যুইং সামলাতে নাজেহাল হচ্ছিল কিউয়ি ব্যাটাররা। মিচেল ১৮ ও টম ব্লান্ডেল পাঁচ রান করে, যথাক্রমে গালি ও স্লিপে ক্যাট দিয়ে সাজঘরে ফেরেন। এরপর রবীন্দ্র জাডেজা জোড়া সাফল্য পান। ৫৩ রানের ব্যবধানে চার উইকেট নিয়ে ভারতীয় দল ম্যাচে ফেরার স্বপ্ন দেখছিল। চেষ্টা করছিল ২৫০ রানের মধ্যেই কিউয়িদের ইনিংস গুটিয়ে দিতে। তবে সে গুড়ে বালি।
সাউদি এবং রাচিন বুঝেশুনে, নিজেদের সময়মতো আক্রমণ শানান। সাউদির একাধিক বড় ছক্কা হাঁকান। এই ইনিংসে তিনি বীরেন্দ্র সহবাগকে পিছনে ফেলে দিলেন। ভারতীয় তারকাকে পিছনে ফেলে টেস্টের ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ ছক্কা হাঁকানোর মালিক হয়ে যান। সাউদিদের আক্রমণে কার্যত দিশেহারা দেখায় ভারতীয় বোলিং। অশ্বিন, সিরাজদের অত্যন্ত নিষ্প্রভ দেখায়। দেখতে দেখতেই শতরান হাঁকিয়ে ফেলেন রাচিন। নিজের ইনিংসের ১২৪তম বলে অশ্বিনের বিরুদ্ধে স্যুইপ মেরে ব্যাট শূন্যে তোলেন রাচিন।
টিম সাউদিও কিন্তু তড়তড়িয়ে এগিয়ে যাচ্ছেন। অর্ধশতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে তিনি। ইতিমধ্যেই ১১২ রানের পার্টনারশিপ যোগ করে ফেলেছেন দুইজনে। লিডও তিনশো ছুঁই ছুঁই। অর্থাৎ ম্যাচের ভাগ্য যে আর ভারতীয় দলের হাতে আপাতত নই, তা বলাই বাহুল্য। শেষমেশ এই ইনিংস কোথায় গিয়ে থামবে, সেটাই দেখার বিষয়।
The team take a 299-run lead into lunch on Day 3. A second Test century for Rachin Ravindra and a 112-run partnership with Tim Southee (49*) driving the team forward in Bengaluru. Follow play LIVE in NZ on @skysportnz or @SENZ_Radio LIVE scoring | https://t.co/yADjMlJjpO 🏏 pic.twitter.com/dpYLO2nu4U
— BLACKCAPS (@BLACKCAPS) October 18, 2024
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: উদ্বেগ বাড়ছে, তৃতীয় দিনেও ভারতের হয়ে মাঠে নামতে পারলেন না ঋষভ পন্থ