এক্সপ্লোর
Virat Kohli: 'ভারতীয় ক্রিকেটার হওয়ার জন্য কী করতে হবে?', খুদের প্রশ্নে কী উত্তর দিলেন বিরাট?
Ranji Trophy: অনুশীলনের ফাঁকেই এক খুদের সঙ্গে দেখা হয় কোহলির। প্রাক্তন ভারত অধিনায়কের পুরনো সতীর্থ সেহওয়াজ খানের ছেলে কবির। বাবার সঙ্গে বিরাটকে দেখতে সেও মাঠে এসেছিল।
![Ranji Trophy: অনুশীলনের ফাঁকেই এক খুদের সঙ্গে দেখা হয় কোহলির। প্রাক্তন ভারত অধিনায়কের পুরনো সতীর্থ সেহওয়াজ খানের ছেলে কবির। বাবার সঙ্গে বিরাটকে দেখতে সেও মাঠে এসেছিল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/e252cb8af5024ee40b7b6d7e48b416f51738122551005206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
খুদের সঙ্গে বিরাট
1/9
![দীর্ঘ ১৩ বছর পর রঞ্জি ট্রফির ম্য়াচে খেলতে দেখা যাবে বিরাট কোহলিকে। দিল্লির পরবর্তী ম্যাচ রেলওয়েজের বিরুদ্ধে। সেই ম্যাচে খেলবেন বিরাট।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/ab2d292b2442d7b55a0ce9e2290d3b367cdc1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দীর্ঘ ১৩ বছর পর রঞ্জি ট্রফির ম্য়াচে খেলতে দেখা যাবে বিরাট কোহলিকে। দিল্লির পরবর্তী ম্যাচ রেলওয়েজের বিরুদ্ধে। সেই ম্যাচে খেলবেন বিরাট।
2/9
![বিরাট কোহলি রঞ্জি ম্য়াচে খেলার আগে মুম্বইয়ে বিশেষ অনুশীলন সেরেছিলেন। এরপর মঙ্গলবারই প্রথমবার দলের সঙ্গে অনুশীলন করেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/28fd2b9eb4b673ba0771dc174b6c03d90f36d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিরাট কোহলি রঞ্জি ম্য়াচে খেলার আগে মুম্বইয়ে বিশেষ অনুশীলন সেরেছিলেন। এরপর মঙ্গলবারই প্রথমবার দলের সঙ্গে অনুশীলন করেন তিনি।
3/9
![আর সেই অনুশীলনের ফাঁকেই এক খুদের সঙ্গে দেখা হয় কোহলির। আসরে প্রাক্তন ভারত অধিনায়কের পুরনো সতীর্থ সেহওয়াজ খানের ছেলে কবির। বাবার সঙ্গে বিরাটকে দেখতে সেও মাঠে এসেছিল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/3d45d9ce3465cc841aba6341fda9d7d93a898.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আর সেই অনুশীলনের ফাঁকেই এক খুদের সঙ্গে দেখা হয় কোহলির। আসরে প্রাক্তন ভারত অধিনায়কের পুরনো সতীর্থ সেহওয়াজ খানের ছেলে কবির। বাবার সঙ্গে বিরাটকে দেখতে সেও মাঠে এসেছিল।
4/9
![খুদে কবির হঠাৎই বিরাটকে প্রশ্ন করেন যে,](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/301e33de92f3c9e3668f55cf8bd15c61f7c01.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
খুদে কবির হঠাৎই বিরাটকে প্রশ্ন করেন যে, "'ভারতীয় ক্রিকেটার হওয়ার জন্য কী করতে হবে?''
5/9
![ছোট্ট কবিরকেও বিরাট মিষ্টি উত্তরে জানান, ''তোমাকে ভারতের ক্রিকেটার হতে হলে নিজে থেকে বেশি করে অনুশীলন করতে হবে। সবাই ১ ঘণ্টা করলে, তোমাকে ২ ঘণ্টা অনুশীলন করতে হবে। সবাই ৫০ করলে, তোমাকে ১০০ করতে হবে। সবাই ১০০ করলে, তোমাকে ২০০ করতে হবে।''](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/a3291af2d77f96ce7d967a2a513ca31031dc4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছোট্ট কবিরকেও বিরাট মিষ্টি উত্তরে জানান, ''তোমাকে ভারতের ক্রিকেটার হতে হলে নিজে থেকে বেশি করে অনুশীলন করতে হবে। সবাই ১ ঘণ্টা করলে, তোমাকে ২ ঘণ্টা অনুশীলন করতে হবে। সবাই ৫০ করলে, তোমাকে ১০০ করতে হবে। সবাই ১০০ করলে, তোমাকে ২০০ করতে হবে।''
6/9
![খুদে কবিরের সঙ্গে ছবিও তোলেন বিরাট। তিনি আরও বলেন, ''অনুশীলনে নিজে থেকে যেতে হবে। বাবা যেন তোমাকে অনুশীলনে পাঠানোর আগেই তুমি বলবে যে বাব আমি অনুশীলনে যেতে চাই। এই ইচ্ছে থাকলেই ভারতীয় ক্রিকেটার হওয়া যাবে।''](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/e8b51aa36c2ad5316dfac41888cc811c5eb0a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
খুদে কবিরের সঙ্গে ছবিও তোলেন বিরাট। তিনি আরও বলেন, ''অনুশীলনে নিজে থেকে যেতে হবে। বাবা যেন তোমাকে অনুশীলনে পাঠানোর আগেই তুমি বলবে যে বাব আমি অনুশীলনে যেতে চাই। এই ইচ্ছে থাকলেই ভারতীয় ক্রিকেটার হওয়া যাবে।''
7/9
![উল্লেখ্য, বয়সভিত্তিক ক্রিকেটে দিল্লির হয়ে একসঙ্গে খেলেছিলেন সেহওয়াজ খান ও বিরাট। এদিন পুরনো সতীর্থকে দেখতে মাঠে ছেলেকে নিয়ে এসেছিলেন সেহওয়াজ। দুই পুরনো বন্ধু দীর্ঘক্ষণ হাসিঠাট্টা করেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/71b66436593e7f502191bcbce8c577c5bf5db.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
উল্লেখ্য, বয়সভিত্তিক ক্রিকেটে দিল্লির হয়ে একসঙ্গে খেলেছিলেন সেহওয়াজ খান ও বিরাট। এদিন পুরনো সতীর্থকে দেখতে মাঠে ছেলেকে নিয়ে এসেছিলেন সেহওয়াজ। দুই পুরনো বন্ধু দীর্ঘক্ষণ হাসিঠাট্টা করেন।
8/9
![সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে একেবারেই ভাল ফর্মে নেই কোহলি। গত বছর একটি সেঞ্চুরি ছাড়া সেরকম বলার মত রান নেই। অস্ট্রেলিয়া সিরিজেও চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। এরপরই বোর্ডের নির্দেশে ঘরোয়া ক্রিকেটে খেলতে নেমে পড়েছেন কোহলি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/4c71706748b2c546496cb4761ca33d99ab600.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে একেবারেই ভাল ফর্মে নেই কোহলি। গত বছর একটি সেঞ্চুরি ছাড়া সেরকম বলার মত রান নেই। অস্ট্রেলিয়া সিরিজেও চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। এরপরই বোর্ডের নির্দেশে ঘরোয়া ক্রিকেটে খেলতে নেমে পড়েছেন কোহলি।
9/9
![মঙ্গলবার প্রায় ৪৫ মিনিট অনুশীলন করলেন কোহলি। স্লিপ ফিল্ডিং, ক্যাচিং ও ব্যাটিং অনুশীলনও করেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/29/14596928992d239518692b105a871b843bc30.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মঙ্গলবার প্রায় ৪৫ মিনিট অনুশীলন করলেন কোহলি। স্লিপ ফিল্ডিং, ক্যাচিং ও ব্যাটিং অনুশীলনও করেন।
Published at : 29 Jan 2025 09:27 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)