IND vs NZ 2nd Test: ফের স্পিন-কাঁটায় বিদ্ধ বিরাট, 'ঘরোয়া ক্রিকেট খেললে লাভ হত', কোহলি প্রসঙ্গে মত অনিল কুম্বলের
মিচেল স্যান্টনারের বিরুদ্ধে ফুলটস বল মিস করে পুণেতে বোল্ড হন বিরাট কোহলি। প্রথম ইনিংসে তাঁর সংগ্রহ এক রান।
পুণে: আরও এক ইনিংস, আবারও বড় রান করতে ব্যর্থ। বিরাট কোহলি (Virat Kohli) বেঙ্গালুরুতে দ্বিতীয় ইনিংসে ৭০ রান করেছিলেন। অনেকেই মনে করেছিলেন এরপর হয়তো কোহলিকে নিজের সেরা ছন্দে দেখা যাবে। কিন্তু পুণেতে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে (IND vs NZ 2nd Test) ফের স্পিনের বিরুদ্ধে নাস্তানাবুদ হতে হল তাঁকে। মাত্র এক রানে মিচেল স্যান্টনারের বলে আউট হন বিরাট কোহলি।
কোহলি রান তো পানইনি, বরং তিনি যেভাবে উইকেট হারান, তাতে আরও বেশি করে চারিদিক থেকে সমালোচনা ধেয়ে আসছে। অতীতেও স্পিনের বিরুদ্ধে কোহলির দুর্বলতা নিয়ে আলোচনা হয়েছে। কোহলি নিজে অবশ্য এই নিয়ে এমন কোনও সমস্যা রয়েছে বলে কোনওদিনই মানেননি। তবে বারংবার স্পিনের বিরুদ্ধে তাঁর এহেন ব্যর্থতা সেই তত্ত্বকেই আরও জোরাল করছে। এই নিয়ে ২০২১ সাল থেকে এশিয়ার মাটিতে মোট ২১ বার স্পিনের বিরুদ্ধে উইকেট হারালেন 'কিং কোহলি'।
প্রাক্তন ভারতীয় কোচ তথা কিংবদন্তি ক্রিকেটার অনিল কুম্বলে (Anil Kumble) মনে করছেন কোহলি ঘরোয়া ক্রিকেটে খেলা এই লম্বা মরশুমের প্রস্তুতি সারলে বেশি ভাল করতেন। কুম্বলে বলেন, 'ম্যাচ পরিস্থিতি এক, দুইটো ইনিংস হয়তো ওকে সাহায্য করত। শুধুমাত্র অনুশীলন করার থেকে একটা ম্যাচ খেলা নিঃসন্দেহে অনেক বেশি লাভদায়ক। তবে আমার মনে হয় না এটা করলেই স্পিন খেলার ওর সব সমস্যা শেষ হয়ে যাবে।'
শুধু কোহলি নন, নয় ভারতীয় ব্যাটার পুণেতে দ্বিতীয় টেস্টে স্পিনের বিরুদ্ধে আউট হন। এই নিয়ে কিন্তু ভারতীয় ব্যাটারদের সমালোচনায় বিদ্ধ করেছেন কিউয়ি প্রাক্তনী সাইমন ডুলও।
তিনি বলেন, 'আমার মতে বর্তমানে বিশ্ব ক্রিকেটে এক ভ্রান্ত ধারণা রয়েছে যে এই ভারতীয় ব্য়াটাররা স্পিন বোলিংটা বাকি সকলের থেকে ভাল খেলেন। এটা একদমই সত্যি নয়। বিশ্বের বাকিদের সঙ্গে ওদের কোনও পার্থক্য নেই। গঙ্গোপাধ্যায়, গম্ভীর, লক্ষ্মণ, দ্রাবিড়দের দিন অতীত। সচিন এবং তাঁর পূর্বসুরিরা এত ভাল স্পিন বোলিংটা খেলত। বর্তমানে আমার মনে হয় স্পিন সহায়ক পিচে ভারতীয় স্পিনাররা যেমন প্রতিপক্ষকে আউট করতে পারে, তেমনই ভাল মানের স্পিনারদের এই ভারতীয় ব্যাটারদের আউট করা খুব একটা কঠিন নয়। আর আইপিএলে তো স্পিন সহায়ক পিচ দেখলেই ওরা অভিযোগ জানায়।'
দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনশেষে ভারতের থেকে ৩০১ রানে এগিয়ে রয়েছে কিউয়িরা। বর্তমান পরিস্থিতিতে ভারতীয় দল যে বিরাট বিপাকে, তা বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: তাঁকে অধিনায়ক রাখতে চান না কর্তারা, দিল্লি ক্যাপিটালস ছাড়তে পারেন 'অভিমানী' ঋষভ পন্থ