IND vs NZ: ল্যাথাম, উইলিয়ামসনের ২১৯ রানের পার্টনারশিপের দৌলতে ভারতকে হেলায় হারাল নিউজিল্যান্ড
Tom Latham: প্রায় ১৪০-র স্ট্রাইক রেটে ১০৪ বলে ১৪৫ রান করেন টম ল্যাথাম। তাঁর ইনিংস সাজানো ছিল ১৯টি চার ও পাঁচটি ছক্কায়।
![IND vs NZ: ল্যাথাম, উইলিয়ামসনের ২১৯ রানের পার্টনারশিপের দৌলতে ভারতকে হেলায় হারাল নিউজিল্যান্ড IND vs NZ: Kane Williamson and Tom Latham's mammoth partnership ensures kiwi win 1st ODI IND vs NZ: ল্যাথাম, উইলিয়ামসনের ২১৯ রানের পার্টনারশিপের দৌলতে ভারতকে হেলায় হারাল নিউজিল্যান্ড](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/25/dcc5a9c8bbec6f7faf43458db32bf53a1669368859375507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
অকল্যান্ড: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাত উইকেটে প্রথম ওয়ান ডে ম্যাচে (IND vs NZ 1st ODI) হারতে হল ভারতীয় দলকে। ৩০৬ রানের তুলেও, কেন উইলিয়ামসন (Kane Williamson) ও টম ল্যাথামের (Tom Latham) চতুর্থ উইকেটে ২২১ রানের পার্টনারশিপের ভর করে ১৭ বল বাকি থাকতেই জিতে গেল নিউজিল্যান্ড। প্রায় ১৪০-র স্ট্রাইক রেটে ১০৪ বলে ১৪৫ রান করেন টম ল্যাথাম। তাঁর ইনিংস সাজানো ছিল ১৯টি চার ও পাঁচটি ছক্কায়। কেন উইলিয়ামসন ৯৪ রানে অপরাজিত থাকেন।
ল্যাথাম-উইলিয়ামসনের পার্টনারশিপ
ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে কিউয়িদের হয়ে শুরুটা ভাল করেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। দুই কিউয়ি ওপেনারই যথাক্রমে ২২ ও ২৪ রানে সাজঘরে ফেরেন। ড্যারিল মিচেলও ১১ রানের বেশি করতে পারেননি। ৮৮ রানে তিন উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। এই ম্যাচে অভিষেক ঘটানো উমরান মালিক ভারতের হয়ে দুইটি সাফল্য এনে দেন। তবে একদিকে কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন টিকে ছিলেন। তাঁকে সঙ্গ দেন ল্যাাথাম। দুই তারকার পার্টনারশিপ ভাঙতে পারেননি ভারতীয় বোলাররা। ল্যাথাম ঝড়ে কার্যত উড়ে যান অর্শদীপ, উমরানরা। শেষ পর্যন্ত টিকে থেকে কিউয়িদের জয় সুনিশ্চিত করেন উইলিয়ামসন ও ল্যাথাম।
প্রথম ইনিংস
টসে হেরে প্রথমে ব্যাট করতে বাধ্য হলেও, কিউয়িদের বিরুদ্ধে সাত উইকেটের বিনিময়ে ৩০৬ রান তোলে টিম ইন্ডিয়া। সৌজন্যে দুই ওপেনার শিখর ধবন, শুভমন গিল ও শ্রেয়স আইয়ারের অর্ধশতরান। ম্যাচের শুরুটা দারুণভাবে করেন টিম ইন্ডিয়ার ওপেনারর শিখর ও শুভমন। দুই ওপেনার মিলে শতরানের পার্টনারশিপ গড়েন। শিখর ও শুভমন মোট ১২৪ রান যোগ করেন। তবে অর্ধশতরান করার পরেই সাজঘরে ফেরেন শুভমন। ঠিক পরের ওভারেই ৭২ রানে সাজঘরে ফেরেন ভারতীয় দলের অধিনায়ক শিুখর ধবনও। ঋষভ পন্থ শুরুটা ভাল করেন বচে, তবে তিনি ফের একবার বড় রান করতে ব্যর্থ হন। মাত্র ১৫ রানে সাজঘরে ফিরতে হয় তাঁকে। চলেনি সূর্যকুমার যাদবের ব্যাটও। তাঁর সংগ্রহ মাত্র চার রান।
তবে শ্রেয়স আইয়ার এক দিকে টিকে থাকেন। তাঁকে যোগ্য সঙ্গ দেন সঞ্জু স্যামসন। দুইজনে মিলে পঞ্চম উইকেটে ৯৪ রান যোগ করেন। সঞ্জু ৩৬ রান করে আউট হন। একসময় মনে হচ্ছিল ভারতীয় দলের ইনিংস হয়তো ২৫০ থেকে ২৭৫ রানের মধ্যে থেমে যাবে। তবে শেষের দিকে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের আগ্রাসী ব্যাটিং সেই ছবিটাই বদলে দেয়। ওয়াশিংটন মাত্র ১৬ বলে অপরাজিত ৩৭ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংস সাজানো ছিল তিনচি চার ও সমসংখ্যক চারে। শেষের দিকে তাঁর ইনিংসই ভারতকে ৩০০ রানের গণ্ডি পার করতে সাহায্য করে। শ্রেয়স আইয়ার ভারতের হয়ে সর্বাধিক ৮০ রান করেন। নিউজিল্যান্ডের দুই তারকা ফাস্ট বোলার টিম সাউদি ও লকি ফার্গুসন তিনটি করে উইকেট নেন।
আরও পড়ুন: জিম্বাবোয়ে সফরে নেতৃত্ব হারিয়েছিলেন কে এল রাহুলের জন্য? কী বলছেন ধবন?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)