(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs NZ: রোহিত-বিরাটের আলিঙ্গন, ভারতের জয়ধ্বনি, বিশ্বকাপ ফাইনালে পৌঁছনো কী ভাবে উদযাপন টিম ইন্ডিয়া?
Indian Cricket Team: নিউজ়িল্যান্ডকে ৭০ রানে হারিয়ে ১২ বছর পর ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে ভারতীয় ক্রিকেট দল।
মুম্বই: ১২ বছর আগে যে মাঠে বিশ্বখেতাব এসেছিল। সেই মাঠেই ১২ বছর পর ফের খেতাব জয়ের দিকে আরও একধাপ এগিয়ে গেল ভারতীয় ক্রিকেট দল। ওয়াংখেড়েতে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে ভারতীয় দল। ৭০ রানে কিউয়িদের হারায় টিম ইন্ডিয়া। ম্যাচ শেষে গোটা দেশের সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ভাসে ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরাও।
সম্প্রতি বিসিসিআইয়ের তরফে তাদের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করা হয় যেখানে সেমিফাইনালে জয়ের পর ভারতীয় দলের সাজঘরের দৃশ্য তুলে ধরা হয়। সেখানে টিম ইন্ডিয়ার সকলকেই উচ্ছ্বাসে ভাসতে দেখা যায়। বিরাট কোহলি, মহম্মদ শামি, শ্রেয়স আইয়ারদের তাঁদের সতীর্থরা শুভেচ্ছা জানান। এদিন ভারতীয় দলের সাজঘরে ম্যাচের পর হাজির হন যুজবেন্দ্র চাহালও। ভারতের বিশ্বকাপ দলে চাহাল সুযোগ না পেলেও, এদিন স্ত্রী ধনশ্রী ভার্মার সঙ্গে ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির ছিলেন চাহাল। তাই ম্যাচ শেষে সূর্য, কোহলিদের সঙ্গে দেখা করতে সাজঘরে যান তিনি।
Raw emotions & pure joy post a special win at Wankhede 🏟️
— BCCI (@BCCI) November 16, 2023
Thank you to all the fans for the unwavering support 💙
WATCH 🎥🔽 - By @28anand#TeamIndia | #CWC23 | #MenInBlue | #INDvNZ | @yuzi_chahal https://t.co/8fhKUtO1Ae
এই ম্যাচেই শতরান হাঁকিয়ে বিরাট কোহলি সচিনকে পিছনে ফেলেন। প্রথম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ওয়ান ডেতে শতরানের হাফসেঞ্চুরি হাঁকান কোহলি। ভিডিওতে রোহিত সতীর্থ কোহলির সঙ্গে আলিঙ্গন করে তাঁকে শুভেচ্ছাও জানান। ভারতীয় দল সেমিফাইনাল জিতে মাঠ ছাড়ার সময় এবং রাস্তার দুই ধার ধরেই ছিল সমর্থকদের ভিড়। বুমরা, কোহলি, রোহিতদের নামে জয়ধ্বনি দেওয়া হয়। উঠে ভারত-ভারত জয়ধ্বনিও।
তবে বিশ্বকাপ সেমিফাইনাল এবার অতীত। এবার খেতাবি লড়াইয়ে আমদাবাদে কার বিরুদ্ধে টিম ইন্ডিয়া মাঠে নামে, সেটাই দেখার বিষয়। আজ ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা একে অপরের মুখোমুখি হচ্ছে। সেই ম্যাচে যে দল জয়লাভ করবে, ফাইনালে তাঁর বিরুদ্ধেই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত খেলতে নামবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: দুরন্ত পারফরম্যান্সে দল ফাইনালে পৌঁছলেও সম্পূর্ণ সন্তুষ্ট হতে পারছেন না 'খুঁতখুঁতে' রোহিত