IND vs PAK: ভারত-পাকিস্তানের ম্যাচ দেখায় অনীহা! বিক্রি হচ্ছে না এশিয়া কাপের টিকিট?
Asia Cup 2025: এশিয়া কাপের এই ম্য়াচে বর্তমানে ভারতের পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামার সিদ্ধান্তকে হরভজন সিংহের প্রতো প্রাক্তনীরাও মেনে নিতে পারছেন না।

নয়াদিল্লি: আর কয়েক ঘণ্টা পরেই সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে (Asia Cup 2025) মাঠে নামবে ভারতীয় দল। তবে এই ম্য়াচে সূর্যকুমাররা মাঠে নামলেও, সকলের এক নজর থাকবে রবিবারের দিকে। কারণ 'সুপার সানডে'-তেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে (IND vs PAK) মাঠে নামতে চলেছে ভারতীয় দল। সেই ম্য়াচের আর সপ্তাহখানেকও বাকি নেই, তবে বিস্ময়করভাবে এখনও এই ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে।
ভারত বনাম পাকিস্তানের ম্যাচ মানেই রুদ্ধশ্বাস লড়াই, টানটান উত্তেজনা। ম্যাচের বহু আগে থেকেই এই দ্বৈরথ ঘিরে উত্তেজনার পারদ চড়তে থাকে। সাধারণত বিক্রি শুরু হওয়ার কিছু ঘণ্টার মধ্যেই নিমেষে বিক্রি হয়ে যায় সব টিকিট। তবে এবারের এশিয়া কাপের ছবিটা যেন আলাদা। দুই দেশের রাজনৈতিক সম্পর্ক তো একেবারে তলানিতে বটেই, তার সঙ্গে গোদের ওপর বিষফোঁড়ার এশিয়া কাপের এই ম্যাচের আকাশচুম্বী দাম। এই দুইয়ের সম্বন্বয়েই হয়তো রবিবার দুবাই আন্তর্জাতিক মাঠের গ্যালারিতে ভিড় জমানোর হিড়িক কমেছে বলে মনে করা হচ্ছে।
ভারত বনাম পাকিস্তান ম্যাচের টিকিটের বিরাট দাম দেখলে খানিকটা সময়ের জন্য হলেও অনেকেই আঁতকে উঠতে পারেন। টিকিট পোর্টালগুলিতে পূর্ব দিকের ভিআইপি স্যুটগুলিতে জোড়া টিকিটের দাম ভারতীয় মুদ্রায় প্রায় দুই লক্ষ ৫৮ হাজার টাকা ধার্য করা হয়েছে। রয়্যাল বক্সের দু'টি টিকিটের দাম দুই লক্ষ ৩১ হাজারের আশাপাশে ধার্য করা হয়েছে। পূর্বের স্কাই বক্সের দাম এক লক্ষ ৬৭ হাজার। এগুলি তো গেল প্রিমিয়াম স্তর। মাঝের স্তরের টিকিটগুলির দাম শুনলেও চোখ কপালে উঠতে পারে।
প্ল্যাটিনাম টিকিটের দাম ৭৫ হাজারেরও বেশি। গ্র্যান্ড লাউঞ্জ ও পশ্চিম প্যাভিলিয়নের টিকিটের দাম যথাক্রমে ৭৫ হাজার ও ৪১ হাজারের অধিক ধার্য করা হয়েছে। এমনকী সবথেকে সাশ্রয়ী জেনারেল ইস্টের দুইটি টিকিটের দামও দশ হাজার টাকা। সম্ভবত এই কারণেই ভারত বনাম পাকিস্তানের এমন হাইভোল্টেজ ম্যাচের টিকিট এখনও সম্পূর্ণভাবে বিক্রি হয়নি বলেই শোনা যাচ্ছে।
তবে সেই ম্যাচের আগে আমিরশাহি চ্যালেঞ্জ। টি-টোয়েন্টিতে যেখানে মুহূর্তেই সব বদলে যেতে পারে, সেখানে ভারত যে আমিরশাহিকে একেবারেই হালকাভাবে নিচ্ছে না, তা ভারতীয় বোলিং কোচ মর্নি মর্কেল আগেই জানিয়ে দিয়েছেন। এবার দেখার মাঠে আমিরশাহি ভারতীয় দলকে কতটা কড়া টক্কর দিতে পারে। অপরদিকে, ভারতও কিন্তু এই ম্যাচ জিতে টুর্নামেন্টের শুরুটা ভালভাবে করতেই বদ্ধপরিকর হয়ে মাঠে নামবে।




















