Sai Sudharsan: নিজের ওয়ান ডে অভিষেকেই অনবদ্য অর্ধশতরানে নজর কাড়লেন সাই সুদর্শন
IND vs SA 1st ODI: অর্শদীপ, আবেশের বোলিংয়ের পর সাই সুদর্শন ও শ্রেয়স আইয়ারের অর্ধশতরানে আট উইকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচ জেতে ভারত।
![Sai Sudharsan: নিজের ওয়ান ডে অভিষেকেই অনবদ্য অর্ধশতরানে নজর কাড়লেন সাই সুদর্শন IND vs SA 1st ODI Sai Sudharsan Maiden Half Century ODI Debut India vs South Africa 1st ODI Sai Sudharsan: নিজের ওয়ান ডে অভিষেকেই অনবদ্য অর্ধশতরানে নজর কাড়লেন সাই সুদর্শন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/17/07f2163bdea3d2defdaa546ead6af3131702815860073507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
জোহানেসবার্গ: ভারতীয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচেই (India vs South Africa 1st ODI) নিজের ৫০ ওভারের অভিষেক ঘটান সাই সুদর্শন (Sai Sudharsan)। ভারতীয় উপমহাদেশের ব্যাটারদের জন্য দক্ষিণ আফ্রিকার পিচ কিন্তু বরাবরই শক্ত গাঁট। কিন্তু সেই দক্ষিণ আফ্রিকাতেই নিজের অভিষেক ওয়ান ডে ম্যাচে দুরন্ত অর্ধশতরান হাঁকালেন সাই সুদর্শন। মাত্র ৪১ বলে নিজের ব্যক্তিগত অর্ধশতরান পূরণ করেন সাই সুদর্শন। শেষ পর্যন্ত টিকে থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন ২২ বছর বয়সি তরুণ বাঁ-হাতি ব্যাটার। ৪৩ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন তিনি।
তামিলনাড়ুজাত সাই সুদর্শন আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে পারফর্ম করে সকলের নজর কাড়েন। আইপিএল ২০২৩-এর ফাইনাল ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আটটি চার ও ছয়টি ছক্কায় ৪৭ বলে ৯৬ রানের ইনিংসে শিরোনাম কেড়ে নেন তিনি। আইপিএলের পাশাপাশি তামিলনাড়ুর হয়ে ১২ টি প্রথম শ্রেণির ম্যাচ ও ২৫টি লিস্ট এ ম্যাচেও দুরন্ত পারফর্ম করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ব্যাটিং গড় ৪২.১৫ এবং লিস্ট এ ক্রিকেটে তো তা ৬০-রও অধিক। এর সুবাদেই চলতি দক্ষিণ আফ্রিকা সফরে প্রথমবার তাঁকে ভারতের ওয়ান ডে দলে ডেকে নেওয়া হয়। দলের হয়ে ইনিংস ওপেন করতে নেমে তিনি যে একেবারেই হতাশ করলেন না, তা বলাই বাহুল্য।
A comfortable chase for India as Sai Sudharsan scores an unbeaten fifty on ODI debut 👏#SAvIND | 📝: https://t.co/41fhHQfcmC pic.twitter.com/i2AQxFbHMf
— ICC (@ICC) December 17, 2023
১১৭ রান তাড়া করতে নেমে শুরুতেই ফিরেছিলেন রুতুরাজ গায়কোয়াড়। কিন্তু তারপরই ইনিংসের হাল ধরেন অভিষেক ম্যাচে নামা সাই সুদর্শন ও শ্রেয়স আইয়ার। দু'জনেই হাফসেঞ্চুরি করেন। ৪৫ বলে ৫২ রান করে শ্রেয়স যখন ফিরলেন, ম্যাচ জেতা কার্যত সময়ের অপেক্ষা। ৪৩ বলে ৫৫ রানে অপরাজিত রইলেন সুদর্শন। ম্যাচের সেরা হয়েছেন অর্শদীপ। ম্যাচের প্রথম ইনিংসে দুই ভারতীয় তারকা ফাস্ট বোলার আবেশ খান ও অর্শদীপ সিংহ নিজের দুরন্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকান ইনিংস মাত্র ১১৬ রানেই শেষ হয়ে যায়। আবেশ চারটি ও অর্শদীপ পাঁচটি উইকেট নেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: তাঁর বোলিং বিক্রমেই কুপোকাত দক্ষিণ আফ্রিকা, তবে ম্যাচের আগে অর্শদীপ সিংহ নিজেই ছিলেন চাপে!
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)