IND vs SA: কালীপুজোতেই শুরু বিক্রি, ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের টিকিটের মূল্য কত ধার্য করা হয়েছে?
Eden Gardens: ১৪ থেকে ১৮ নভেম্বর ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল।

কলকাতা: রাত পোহালেই কালীপুজো। আলোর উৎসবে মাতোয়ারা গোটা বাংলা। এই দিন বাংলা তথা বঙ্গবাসীর আনন্দ আরও বাড়তে চলেছে। কিন্তু এর পিছনে কারণটা ঠিক কী?
প্রায় ছয় বছর পর ক্রিকেটের নন্দন কানন, ইডেন গার্ডেন্সে (Eden Gardens) বসতে চলেছে টেস্ট ম্যাচের আসর। আপাতত ভারতীয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ় খেলতে ব্যস্ত। তবে মাসখানেকেরও কম সময়ে শুভমন গিলরা ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (IND vs SA) তিন ফর্ম্যাটের সিরিজ়ে মুখোমুখি হতে চলেছে। শুরুতেই রামধনুর দেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ়। সেই সিরিজ়ের প্রথম ম্য়াচটি আয়োজিত হবে ইডেনেই। ১৪ নভেম্বর থেকে এই ম্যাচ শুরু, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।
ক্রিকেট অ্যাসোসিয়েশনের অব বেঙ্গলের তরফে রবিবার, ১৯ অক্টোবর এক বিবৃতি প্রকাশ করে জানানো হয় কালীপুজোর দিনই, অর্থাৎ সোমবার থেকে এই বহু প্রতীক্ষিত ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে। বেলা ১২টা থেকেই এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে বলেই সিএবির তরফে জানানো হয়েছে। কোথা থেকে টিকিট কিনতে পাওয়া যাবে? জানানো হয়েছে 'Zomato'-র 'District' অ্যাপে এই ম্য়াচের টিকিট বিক্রি হবে।
টিকিটের মূল্য কত টাকা ধার্য করা হয়েছে? ইডেনের এই ম্য়াচের টিকিটের মূল্য মাত্র ৬০ টাকা থেকে শুরু হচ্ছে। পাঁচ দিনের একসঙ্গে টিকিট কাটলে সর্বনিম্ন ৩০০ টাকা খরচ করতে হবে। একদিনের টিকিটের সর্বোচ্চ মূল্য ২৫০ টাকা। সেই অনুযায়ী পাঁচ দিনে সর্বাধিক ১২৫০ টাকা খরচ হবে। সেই ২০১৯ সালে শেষবার ইডেনে কোনও টেস্ট ম্যাচ আয়োজিত হয়েছিল। সেইবার গোলাপি বলের ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল ভারত। তার ছয় বছর পর আবারও ইডেনে টেস্টের আসর বসতে চলেছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ় দুরন্তভাবে ২-২ ড্র করে টেস্ট অধিনায়ক হিসাবে নিজের সফর শুরু করেছেন শুভমন গিল। তারপরে সদ্যই ওয়স্ট ইন্ডিজ়কে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করেছে ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও সেই জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যেই মাঠে নামবেন তাঁরা।
হার দিয়ে শুরু
ভারতের ব্যাটিংয়ের পরেই ম্য়াচের দেওয়াল লিখনটা লেখা হয়ে গিয়েছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ১৩৬ রানে অল আউট হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। ডি এল এস মেথডে অস্ট্রেলিয়ার লক্ষ্যমাত্রা ছিল ২৬ ওভারে ১৩১। সেই রান তাড়া করতে নেমে ২১.১ ওভারে জয়ের জন্য় প্রয়োজনীয় রান তুলে নিল অজি শিবির। ৭ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয় দল




















