IND vs SA 2nd Test: গত টেস্ট থেকে শিক্ষা, বুমরার উপস্থিতি, ম্যাচ সেরা হয়ে নিজের সাফল্য রহস্য খোলসা করলেন সিরাজ
Mohammed Siraj: কেপ টাউনে দুই ইনিংসে যথাক্রমে ছয় ও এক, মোট সাত উইকেট নেন মহম্মদ সিরাজ।
কেপ টাউন: সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে মুখ থুবড়ে পড়ার পর কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (IND vs SA 2nd Test) সাত উইকেটে দুরন্ত জয় পেয়েছে ভারতীয় দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ় ১-১ ড্র করতে সক্ষম হয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। ভারতের হয়ে এই জয়ের ভিত গড়েন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। প্রথম ইনিংসে সিরাজের বিধ্বংসী স্পেলে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৫৫ রানে অল আউট করে দেয় ভারত। প্রথম ইনিংসে ছয় এবং দ্বিতীয় ইনিংসে একটি উইকেট নেন সিরাজ। তাঁকেই ম্যাচ সেরাও ঘোষণা করা হয়।
ম্যান অফ দ্য ম্যাচ হয়ে সিরাজ কিন্তু নিজের পারফরম্যান্সের জন্য বুমরাকেও (Jasprit Bumrah) খানিকটা কৃতিত্ব দিচ্ছেন। তিনি বলেন, 'এটাই আমার টেস্ট কেরিয়ারের সেরা বোলিং পারফরম্যান্স। আমি কিন্তু খুব বেশি পরিকল্পনা করে মাঠে নামেনি। সঠিক জায়গায় বল রাখাটাই আমরা প্রাথমিক এবং প্রধান লক্ষ্য ছিল। গত টেস্টে একেবারেই ঠিকঠাক জায়গায় বল করতে পারিনি। সেই ভুল থেকে শিক্ষা নিয়েছিলাম। তাই একেবারে বদ্ধপরিকর হয়ে সঠিক লাইন, লেংথে বল রাখার লক্ষ্যে ছিলাম। আর বুমরার সঙ্গে খেলার সুবিধা তো এটাই। ওর সঙ্গে খেললে আমরা খুব দ্রুতই উইকেটের চরিত্র বুঝে নিজেদের পরিকল্পনা তৈরি করতে পারি।'
প্রথম ইনিংসে যেখানে সিরাজ ছয় উইকেট নেন, দ্বিতীয় ইনিংসে সেখানে বুমরার ঝুলিতে আসে ছয় উইকেট। ম্যাচ শেষে সিরাজের বিধ্বংসী স্পেলের প্রশংসায় পঞ্চমুখ রোহিত শর্মাও। 'সিরাজের ওরকম একটা স্পেল কিন্তু সচরাচর দেখা যায় না। আমরা বাড়তি কিছু করার চেষ্টা করিনি। পিচই আমাদেরকে সাহায্য করেছে। সিরাজ, বুমরা, মুকেশকে এর জন্য বাহবা দিতেই হবে। দক্ষিণ আফ্রিকার পরিবেশ সবসময়ই কড়া চ্যালেঞ্জ জানায়। দেশের বাইরে এখানে এসে আমরা যেভাবে ম্যাচ জিতেছে, নিজেদের পারফরম্যান্স নিয়ে কিন্তু আমরা গর্ববোধ করতেই পারি।' বলেন ভারতীয় অধিনায়ক।
তবে পাশাপাশি কেপ টাউনের পিচকেও তুলোধনা করতে পিছপা হননি রোহিত। দেড়দিনে ম্যাচ শেষ হওয়ার পর তিনি বলেন, 'এই ম্যাচে কেমন, কী পিচে খেলা হল, তা তো আমরা সকলেই দেখলাম। এই ধরনের পিচে খেলতে আমার ব্যক্তিগতভাবে কোনও সমস্যা নেই। তবে এরপর ভারতের পিচ নিয়ে যেন কেউ কোনও কথা বলতে না আসে। এরপর আর ভারতের পিচ নিয়ে কারুর কথা বলা মানায় না।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: প্রোটিয়াদের বিরুদ্ধে লড়াই করে সিরিজ় ড্র, টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কত নম্বরে ভারত?