IND vs SA Lunch Update: দক্ষিণ আফ্রিকার আগ্রাসী ব্যাটিং, লাঞ্চের মধ্যে তিন উইকেট তুলে নিয়ে প্রত্যাঘাত ভারতের
Eden Gardens: আগ্রাসী ব্যাটিং করলেও, দক্ষিণ আফ্রিকাকে খুব একটা স্বস্তিতে থাকতে দিল না ভারত। মধ্যাহ্নভোজের বিরতির মধ্যে তিন উইকেট তুলে নিল টিম ইন্ডিয়া।

সন্দীপ সরকার, কলকাতা: প্রথম রান করতে ২৩ বল খরচ করলেন এইডেন মারক্রাম। তারপরেও ঝোড়ো শুরু করল দক্ষিণ আফ্রিকা। ইডেনে খানিকটা বাজ়বলের মেজাজ ফিরিয়ে আনলেন প্রোটিয়ারা।
আগ্রাসী ব্যাটিং করলেও, দক্ষিণ আফ্রিকাকে খুব একটা স্বস্তিতে থাকতে দিল না ভারত। মধ্যাহ্নভোজের বিরতির মধ্যে তিন উইকেট তুলে নিল টিম ইন্ডিয়া। লাঞ্চ বিরতির সময় ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার স্কোর ১০৫/৩। মাত্র ২৭ ওভারে। ওভার প্রতি প্রায় চার রান করে তুলেছেন প্রোটিয়ারা।
ঘূর্ণি পিচে দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করার পন্থা নিয়েছিল ভারত। পরিকল্পনা ছিল, প্রথমে ব্যাট করে নিয়ে স্কোরবোর্ডে বড় রান চাপিয়ে দাও আর তারপর স্পিন অস্ত্রে প্রোটিয়াদের ঘায়েল করো। যে কারণে চার স্পিনারে একাদশ সাজিয়েছেন শুভমন গিলরা। অনেককে অবাক করে দিয়ে রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদবের সঙ্গে খেলানো হয়েছে অক্ষর পটেলকেও। কিন্তু দক্ষিণ আফ্রিকা টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় ভারতের কৌশল একটু ধাক্কা খায়। কারণ, এই পিচে দ্বিতীয় ও চতুর্থ ইনিংসে ব্যাট করতে হবে ভারতকে।
প্রথম ১০ ওভারে আগ্রাসী মেজাজে ব্যাট করলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। মারক্রাম প্রথম ২২ বলে কোনও রান না করলেও পরের ২৬ বলে করলেন ৩১ রান। অপর ওপেনার রায়াল রিকেলটনও ছিলেন আক্রমণাত্মক। ২২ বলে ২৩ রান করেন তিনি। তবে ভারতের ত্রাতা হয়ে আবির্ভূত হন যশপ্রীত বুমরা। অনেকে শুনলে অবাক হতে পারেন যে, ৫০ টেস্ট খেলে ফেলা বুমরা এই প্রথম ইডেনে টেস্ট ম্যাচ খেলছেন। রিকেলটনের স্টাম্প ছিটকে দিয়ে দক্ষিণ আফ্রিকা শিবিরে প্রথম ধাক্কাটা দেন তিনি। বুমরার গুড লেংথ স্পটে পড়ে আচমকা লাফিয়ে ওঠা বল সামলাতে না পেরে কট বিহাইন্ড হন মারক্রাম। ৩১ রান করে। জোড়া ধাক্কায় ভারতকে ম্যাচে ফেরান বুমরা।
Lunch on Day 1.
— BCCI (@BCCI) November 14, 2025
2⃣ wickets for Jasprit Bumrah and 1⃣ wicket for Kuldeep Yadav in an entertaining first session of the series 👌
We will be back soon with the 2nd session 👍
Scorecard ▶️ https://t.co/okTBo3qxVH#TeamIndia | #INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/G0rMk1w0dz
স্পিনাররাও দাগ কাটতে শুরু করেছেন। কুলদীপ যাদব তেম্বা বাভুমাকে ফেরান। মাত্র ৩ রান করে ফেরেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। তবু কেউ কেউ বলছেন, এই পিচে প্রথমে ব্যাট করে প্রোটিয়ারা তিনশো রান তুলে দিলে খুব স্বস্তিতে থাকবে না ভারত। ম্যাচ যত গড়াবে, বল বনবন ঘুরতে শুরু করবে। দ্রুত দক্ষিণ আফ্রিকাকে গুটিয়ে দিতে চাইবেন শুভমন গিলরা।




















