Subhman Gill: বিমানে চাপতে বারণ করা হল শুভমনকে, মঙ্গলবার ফের স্বাস্থ্যপরীক্ষা, যেতে পারবেন না দলের সঙ্গে?
IND vs SA: শুভমনকে বলা হয়েছে, তিনি এখন বিমানসফর না করলেই ভাল। তাতে ঘাড়ের ব্যথা বাড়তে পারে।

কলকাতা: তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। যোগ দিয়েছেন ভারতীয় শিবিরে। তবে শুভমন গিলের (Shubman Gill) আশঙ্কা এখনও কাটেনি। তাঁর ঘাড়ের ব্যথা সারতে এখনও সময় লাগবে, জানিয়েছেন চিকিৎসকেরা।
তার চেয়েও এক অদ্ভূত পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয় দলের অধিনায়ককে। শুভমনকে বলা হয়েছে, তিনি এখন বিমানসফর না করলেই ভাল। তাতে ঘাড়ের ব্যথা বাড়তে পারে। যে কারণে বুধবার তিনি ভারতীয় দলের সতীর্থদের সঙ্গে গুয়াহাটি নাও যেতে পারেন।
বুধবার ভারতীয় দল কলকাতা থেকে গুয়াহাটির উদ্দেশে রওনা হবে। দলের সঙ্গে শুভমনও গুয়াহাটির দিকে উড়ে যাবেন কি না, তা নিয়ে ধন্দ রয়েছে। সেক্ষেত্রে বৃহস্পতিবার তিনি গুয়াহাটি যেতে পারেন। মঙ্গলবার শুভমনের আর এক দফা স্বাস্থ্যপরীক্ষা হবে। চিকিৎসকেরা কী বলেন, কী পরামর্শ দেন, তার ওপরও অনেক কিছু নির্ভর করে রয়েছে।
শোনা গেল, ঘাড়ে ব্যথা থাকলে বিমানসফর করলে সেই ব্যথা বেড়ে যেতে পারে। যে কারণে নেক স্টিফনেস থাকলে যাত্রীদের বিমানে না চড়তে বলা হয়। শুভমন হাসপাতাল থেকে ছাড়া পেলেও কলকাতায় ভারতীয় শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, তিনি এখনও নেক কলার পরে রয়েছেন। গিলের হাঁটাচলা নিয়েও সমস্যা রয়েছে। দ্বিতীয় টেস্টে গিলের খেলা নিয়েও রয়েছে সংশয়।
শুভমনকে বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে রাখা হয়েছিল। বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষেণে ছিলেন তিনি। রবিবার সন্ধ্যায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে শুভমনকে। তাঁকে গলায় কলার পরে থাকতে বলা হয়েছে আপাতত। রবিবার নেক কলার পরেই হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে চেপে টিমহোটেলের দিকে রওনা দেন গিল। সেই ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
South Africa win the 1st Test by 30 runs.#TeamIndia will look to bounce back in the 2nd Test.
— BCCI (@BCCI) November 16, 2025
Scorecard ▶️https://t.co/okTBo3qxVH #INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/21LHhUG5Rz
ঠিক কী হয়েছে শুভমনের? চোট কতটা আশঙ্কাজনক? চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেল, ইন্টার স্পাইনাস লিগামেন্ট ইনজুরি হয়েছে শুভমনের। তাঁর ঘাড়ের ডিস্ক সংক্রান্ত সমস্যা রয়েছে এবং সেই কারণেই বারবার ঘাড়ের ব্যথায় কাবু হচ্ছেন তিনি।
রবিবার ভারতীয় দলের অধিনায়ককে দেখতে ইডেন গার্ডেন্স (Eden Gardens) হাসপাতালে গিয়েছিলেন কিংবদন্তি প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সিএবি প্রেসিডেন্ট গিয়ে শুভমনের শারীরিক অবস্থার খোঁজ নেন। শোনা গেল, টেস্ট ম্যাচ নিয়েও কথা হয়েছে দুজনের।




















