Virat Kohli Century: বছরের প্রথম ইনিংসেই শতরান, সচিনের কৃতিত্বে ভাগ বসালেন বিরাট
Virat Kohli: মাত্র ৮০ বলে নিজের কেরিয়ারের ৪৫তম ওয়ান ডে শতরান হাঁকান বিরাট কোহলি। এই শতরানের সুবাদেই সচিনের কৃতিত্বে ভাগ বসালেন তিনি।
গুয়াহাটি: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তিনি দলে ছিলেন না। পরিবারের সঙ্গে নববর্ষের ছুটি কাটিয়ে ওয়ান ডে সিরিজেই ফিরেছেন বিরাট কোহলি (Virat Kohli) আর ফিরেই অনবদ্য ছন্দে। ২০২৩ সালে নিজের প্রথম ইনিংস খেলতে মাঠে নেমেই শতরান হাঁকালেন বিরাট। শ্রীলঙ্কার বিরুদ্ধে অসমের বর্ষাপাড়া স্টেডিয়ামে প্রথম ওয়ান ডে ম্যাচে (IND vs SL 1st ODI) মাত্র ৮০ বলে নিজের কেরিয়ারের ৪৫তম ওয়ান ডে শতরান হাঁকান বিরাট। শেষমেশ ৮৭ বলে ১১৩ রান করে সাজঘরে ফেরেন বিরাট।
প্রথম ইনিংসেই শতরান
ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারতীয় দল। কোহলির মতো ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও এই দিন বছরে নিজের প্রথম ইনিংস খেলতে নেমেছিলেন। শুভমন গিলের সঙ্গে ওপেনিংয়ে জুটি বেঁধে ভারতীয় দলের হয়ে শুরুটা দারুণ করেন 'হিটম্যান'। গিল ও রোহিত ওপেনিং পার্টনারশিপে ভারতে হয়ে ১৪৩ রান যোগ করে শক্ত ভিত গড়ে দেন। সেই ভিতের ওপরেই ইমারত গড়েন বিরাট। শুভমন আউট হওয়ার পর ব্যাটে নেমে কার্যত ইনিংসের শেষ পর্যন্ত ক্রিজে টিকে থাকেন বিরাট। শ্রীলঙ্কার বিরুদ্ধে এমনিতেই বিরাটের ওয়ান ডে রেকর্ড দুর্দান্ত।
সচিনের কৃতিত্বে ভাগ
এর আগেই বিরাট দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে আটটি সেঞ্চুরি করেছিলেন। ৯০-র অধিক স্ট্রাইক রেট ও ৬০-র গড়ে রান ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। নিজের সেই অসাধারণ রেকর্ড অব্যাহত রাখলেন 'কিংগ কোহলি'। এই শতরানের ফলে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) কৃতিত্বেও ভাগ বসালেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। এতদিন পর্যন্ত সচিনই এককভাবে ঘরের মাঠে ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ ২০টি শতরান করেছিলেন। আজকের এই শতরানে কোহলিও ভারতের মাটিতে ২০তম শতরান করে ফেললেন। তবে আরেকটি রেকর্ড হাতছাড়া হল বিরাটের।
এই ইনিংসে ১৮০ রান করলে বিরাট আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে পাঁচ সর্বাধিক রান করা ব্যাটারদের তালিকায় জায়গা করে নিতেন। কিন্তু ১১৩ রানে আউট হওয়ায় সেটা আর হল না। প্রসঙ্গত, নিজের ইনিংসে দুইটি জীবনদান পান বিরাট কোহলি। প্রথমে কিপার কুশল মেন্ডিস তাঁর ক্যাচ মিস করেন এবং কভারে দাসুন শানাকাও দ্বিতীয়বার আবারও তাঁর ক্যাচ ফেলে দেন। এই দুই ভুলেরই খেসারত দিতে হল দ্বীপরাষ্ট্রকে। প্রথম ওয়ান ডেতে ভারতীয় দল শ্রীলঙ্কার বিরুদ্ধে সাত উইকেটের বিনিময়ে ৩৭৩ রান করে। বিরাটের শতরান ছাড়াই এই ম্যাচে ভারতের হয়ে শুভমন গিল ৭০ ও রোহিত ৮৩ রান করেন।
আরও পড়ুন: প্রথম ওয়ান ডে-তে সেঞ্চুরি বিরাটের, রান পেলেন রোহিত, গিলও