IND vs SL: অধিনায়ক কাকে করা হবে তা নিয়ে মতভেদ? পিছিয়ে গেল শ্রীলঙ্কা সফরের দল নির্বাচন
BCCI: ঠিক কী কারণে বৈঠক একদিন পিছিয়ে দেওয়া হল, তা এখনও স্পষ্ট নয়। তবে কয়েকটি সূত্র দাবি করছে যে, টি-২০ দলের নেতৃত্ব নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারার জন্যই বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে।
মুম্বই: সামনেই শ্রীলঙ্কা (IND vs SL) সফর। দ্বীপরাষ্ট্রে ওয়ান ডে ও টি-২০ সিরিজ খেলবে ভারত। যে সিরিজ কোচ হিসাবে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) প্রথম অভিযান হবে। শ্রীলঙ্কা সফরের দল নির্বাচন হওয়ার কথা ছিল বুধবার। বোর্ডের নির্বাচক কমিটির সঙ্গে বুধবার বৈঠক করার কথা ছিল গৌতির। তবে সেই বৈঠক একদিন পিছিয়ে গিয়েছে বলেই খবর। শোনা যাচ্ছে, বৃহস্পতিবার হতে পারে নির্বাচনী বৈঠক।
ঠিক কী কারণে বৈঠক একদিন পিছিয়ে দেওয়া হল, তা এখনও স্পষ্ট নয়। তবে কয়েকটি সূত্র দাবি করছে যে, টি-২০ দলের নেতৃত্ব নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারার জন্যই বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে।
শ্রীলঙ্কা সফরের জন্য সবচেয়ে চর্চিত প্রসঙ্গ হচ্ছে, ভারতের টি-২০ দলের অধিনায়ক করা হবে কাকে? আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ়ের মাটিতে টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পরই রোহিত শর্মা আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিয়েছেন। বিরাট কোহলিও এই ফর্ম্যাটে জাতীয় দলের জার্সিতে আর খেলবেন না। ফলে নতুন কাউকে অধিনায়ক করা হবে। আর এখানেই সব দ্বিধা-দ্বন্দ্বের উৎপত্তি।
যাঁকে ভারতের টি-২০ দলের অধিনায়ক করা হবে, ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত তাঁকেই দায়িত্বে রাখা হবে। আলোচনা চলছে দুটি নাম নিয়ে। হার্দিক পাণ্ড্য ও সূর্যকুমার যাদব। অনেকেই বলাবলি করছেন যে, সূর্যকুমার যাদবই দৌড়ে এগিয়ে। যার অন্যতম কারণ হার্দিকের ফিটনেস। সব ম্যাচে খেলার মতো জায়গায় বঢোদরার অলরাউন্ডার থাকবেন কি না, তা নিয়ে নিশ্চিত হতে পারছেন না কেউই। হয়তো সেই কারণেই সূর্যর দিকে পাল্লা ঝুঁকে রয়েছে। শোনা যাচ্ছে, কোচ হিসাবে দায়িত্ব নিয়েই গম্ভীর নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরকে জানিয়ে দিয়েছেন, দলে এমন ক্রিকেটারদেরই নিতে হবে যাঁদের দায়বদ্ধতা নিয়ে কোনও প্রশ্ন নেই।
এদিকে, শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় আগামী ১৯ থেকে ২২ জুলাই পর্যন্ত আইসিসি-র সভা রয়েছে। ভারত থেকে সেই সভায় যাবেন বোর্ড সচিব জয় শাহ। তাই ১৮ তারিখেই নির্বাচনী বৈঠক সেরে ফেলতে হবে।
Reactions & celebrations! 👏 🏆
— BCCI (@BCCI) July 15, 2024
That's a Wrap from Zimbabwe! 👍 #TeamIndia | #ZIMvIND pic.twitter.com/ZjrUw2Hns2
আরও পড়ুন: মায়ের গয়না বন্ধক রেখে আন্তর্জাতিক মঞ্চে ৩ পদক! অর্থাভাবে সোনার মেয়ের শ্রীলঙ্কা সফর অনিশ্চিত
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।