Bangladesh News : জঙ্গি অনুপ্রবেশ নিয়ে ফের কেন্দ্রীয় সরকারকেই দায়ী করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম
ABP Ananda Live: এপার বাংলায় ঘাঁটি গাড়ছে বাংলাদেশের ভারত-বিরোধী জঙ্গিরা। জঙ্গি অনুপ্রবেশ নিয়ে ফের কেন্দ্রীয় সরকারকেই দায়ী করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। 'সঠিক দায়িত্ব পালন করুক স্বরাষ্ট্রমন্ত্রক'। সীমান্ত রক্ষার দায়িত্ব বিএসএফের'। 'রাজনীতি করার জন্য সীমান্ত খুলে দিয়ে বাংলাকে দোষারোপ নয়'। শুধু জঙ্গি কেন, কোনও অনুপ্রবেশ যেন না হয়, কেন্দ্রকে নিশানা করে মন্তব্য ফিরহাদের।
ত্রাসের দেশ বাংলাদেশে এবার মন্দিরেই পুরোহিত খুন! বেছে বেছে হিন্দু-খুন, মন্দিরের উপর হামলার পর পুরোহিত খুন! নাটোরের কাশিমপুর শ্মশানকালী মন্দিরের সেবায়েত খুন। হাত-পা বাঁধা অবস্থায় কাশিমপুরে পুরোহিতের দেহ উদ্ধার। বাংলাদেশের নাটোরে লুঠপাটের পর সেবায়েতকে খুন।ডাকাতির নামে বেছে বেছে হিন্দুদের উপরে হামলার অভিযোগ। ভাণ্ডার ঘরে লুঠপাট, ডাকাতি বলে দাবি বাংলাদেশ পুলিশের: সূত্র। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ অমান্য করে, রবীন্দ্র সরোবরে বেআইনি নির্মাণের অভিযোগ লেক লাভার্স ফোরাম ও প্রাতর্ভ্রমণকারীদের একাংশের। যদিও অভিযোগ খারিজ করে রক্ষণাবেক্ষণের কাজ চলছে বলে দাবি করেছেন ফিরহাদ হাকিম। কাজ বন্ধ না হলে, আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশকর্মীদের একাংশ।