IND vs SL: সেয়ানে সেয়ানে টক্কর, এশিয়া কাপের খেতাবি লড়াইয়ে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা
Women's Asia Cup: আজ থেকে দুই দশক আগে, ২০০৪ সালে এশিয়ার সেরা হওয়ার লড়াইটাও হয়েছিল ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। সেইবার মাত্র দুই দলই ছিল এবং দ্বিপাক্ষিক সিরিজ়ে শ্রীলঙ্কাকে ৫-০ উড়িয়ে দিয়েছিল ভারতীয় দল।
দাম্বুলা: পরিসংখ্যানের বিচারে চলতি মহিলাদের এশিয়া কাপের (Women's Asia Cup 2024) দুই সেরা দল ভারত ও শ্রীলঙ্কা (India Women vs Sri Lanka Women)। দুই দলই ফাইনালে খেতাবি লড়াইয়ে মাঠে নামছে। এক দলের লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ট্রফি জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়া। অন্য দলের ক্ষেত্রে টুর্নামেন্ট জয় দেশের মহিলাদের ক্রিকেটে নতুন পথের দিশারি হতে পারে।
পরিসংখ্যানের বিচারে কিন্তু চামারি আতাপাত্তুর শ্রীলঙ্কা এবং হরমনপ্রীত কৌরের ভারতীয় দলের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। ভারতীয় দল যেখানে এবারের টুর্নামেন্টে ৫৫৯ রান করার পাশাপাশি প্রতিপক্ষের ৩১টি উইকেট নিয়েছে, সেখানে শ্রীলঙ্কার দখলে ৫০৪ রান ও ২৭টি উইকেট। পরিসংখ্যানে বিরাট অন্তর নেই। দুই দলই ভাল ফর্মেও রয়েছে। পরপর জিতেছে ম্যাচ। ফাইনালেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।
আজ থেকে দুই দশক আগে, ২০০৪ সালে এশিয়ার সেরা হওয়ার লড়াইটাও হয়েছিল ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। সেইবার মাত্র দুই দলই ছিল এবং দ্বিপাক্ষিক সিরিজ়ে শ্রীলঙ্কাকে ৫-০ উড়িয়ে দিয়েছিল ভারতীয় মহিলা দল। ২০ বছর পর ফের দুই পড়শি দেশ ফাইনালে। এবারে কিন্তু অনেক বেশি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বদলেছে ফর্ম্যাটও। কেটে গিয়েছে বহু বছর। এবার কিন্তু পরিসংখ্যানের বিচারে অন্তত দুই দলের মধ্যে হাড্ডহাড্ডি লড়াইয়েরই প্রত্যাশা রয়েছে।
শ্রীলঙ্কা বিগত দুই বছরে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ়ের মতো শক্তিশালী দলগুলিকে হারিয়েছে। তবে ওমেন ইন ব্লু বরাবরই তাঁদের কাছে শক্ত গাঁট। সেই বাধা অতিক্রম করতে লঙ্কান দল কিন্তু তাঁদের দুরন্ত অধিনায়কের দিকে তাকিয়ে থাকবে। চামারি আতাপাত্তু এ বারের টুর্নামেন্টে মাত্র এক ম্যাচে ৪০ রানের গণ্ডি পার করতে ব্যর্থ হয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধেও তাঁর ব্যাট থেকে আসে ঝাঁ চকচকে ৬৩ রানের ইনিংস। অপরদিকে, আতাপাত্তুদের রুখতে ভারতের অস্ত্র হতে পারে স্পিনের ফাঁদ।
গোটা টুর্নামেন্ট জুড়েই ভারতীয় স্পিনাররা দুরন্ত ছন্দে। দীপ্তি শর্মা, রাধা যাদব তো পূর্ণ সদস্যের দলগুলির মধ্যে এই বছর টি-টোয়েন্টিতে সর্বাধিক ২২টি করে উইকেট নিয়েছেন। আতাপাত্তুর ব্যাটিং বিক্রম তাঁরা রুখতে পারেন কি না, সেইদিকে থাকবে নজর।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: কথা রাখলেন, বিরাট-কৃতিত্বেও ভাগ বসালেন, জয় দিয়ে শ্রীলঙ্কা সফর শুরুর পর কী বললেন অধিনায়ক সূর্য?