IND vs WI 1st Test: অভিষেকেই শতরান, করতালির মাধ্যমে তরুণ যশস্বীকে সাজঘরে স্বাগত জানালেন রোহিতরা
Yashasvi Jaiswal: ডমিনিকায় ভারত-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় দিনের খেলা শেষে যশস্বী জয়সওয়াল ১৪৩ রানে অপরাজিত রয়েছেন।
ডমিনিকা: ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট (IND vs WI 1st Test) ম্যাচেই নিজের আন্তর্জাতিক অভিষেক ঘটান যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তরুণ ব্যাটার ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পর এক অনবদ্য আইপিএল মরশুম শেষে জাতীয় দলে ডাক পান। প্রতিভাবান তরুণ ক্রিকেটার নিজের অভিষেকে ম্যাচে কেমন পারফর্ম করেন, সেইদিকে অনেকেই তাকিয়ে ছিলেন। সমর্থকদের হতাশ করেননি যশস্বী। ১৭তম ভারতীয় ক্রিকেটার হিসাবে নিজের অভিষেক টেস্টে শতরান হাঁকান যশস্বী।
প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে নিজের টেস্ট অভিষেক ঘটিয়ে শতরান হাঁকান যশস্বী। দ্বিতীয় দিনের খেলা শেষে ১৪৩ রানে অপরাজিত রয়েছেন ভারতীয় দলের ওপেনার। এমন এক অনবদ্য ইনিংসের পর দিনের খেলা শেষে তিনি যখন সাজঘরে ফেরেন, তাঁকে তাই স্বাভাবিকভাবে তাঁর সতীর্থরা নায়কোচিত ভঙ্গিমায় স্বাগত জানান। মাঠ ছাড়তেই তাঁকে রবীন্দ্র জাডেজা বুকে জড়িয়ে ধরেন। কোচ রাহুল দ্রাবিড়, অধিনায়ক রোহিত শর্মা, তাঁর পিঠ চাপড়ে দেন। সকলেই উঠে দাঁড়িয়ে করতালির মাধ্যমে জয়সওয়ালকে সাজঘরে স্বাগত জানান।
A special Debut ✨
— BCCI (@BCCI) July 14, 2023
A special century 💯
A special reception in the dressing room 🤗
A special mention by Yashasvi Jaiswal 👌🏻
A special pat on the back at the end of it all 👏🏻#TeamIndia | #WIvIND | @ybj_19 pic.twitter.com/yMzLYaJUvR
নিজের অনবদ্য ইনিংসের পর যশস্বী বলেন, 'পিচটা খুব মন্থর এবং আউটফিল্ডটাও মন্থর। ব্যাটিং করাটা খুব চ্যালেঞ্জিং ছিল। খুব গরম ছিল, কিন্তু আমি দেশের হয়ে ব্যাটিং চালিয়ে যেতে বদ্ধপরিকর ছিলাম। খেলাটা উপভোগ করতে চাইছিলাম। আমি টেস্ট ক্রিকেট খেলতে ভালবাসি এবং টেস্টে এইসব চ্যালেঞ্জ তো আসবেই। বল সুইং, সিম হলে খেলতে ভালই লাগে।'
শতরান হাঁকিয়ে তাই খানিকটা আবেগঘনই হয়ে পড়েন যশস্বী। তিনি বলেন, 'এই ইনিংসটা আমার কাছে বিশেষ অনুভূতির। নিজের ওপর গর্বিত আমি। ভারতীয় দলে সুযোগ পাওয়াটা তো একেবারেই সহজ নয়। আমি এর জন্য তাই সমর্থক, টিম ম্যানেজমেন্ট, রোহিত ভাই, সকলকেই ধন্যবাদ জানাতে চাই।' প্রসঙ্গত, যশস্বী ও রোহিত শর্মার শতরানে ভর করে দ্বিতীয় দিনের শেষে ভারতীয় দলের স্কোর দুই উইকেটের বিনিময়ে ৩১২ রান। টিম ইন্ডিয়া ১৬২ রানে এগিয়ে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বর্ষার আর্দ্রতায় নষ্ট হচ্ছে বাড়ির কাঠের আসবাব? জেনে নিন কীভাবে নেবেন যত্ন