IND vs WI 2nd Test: যশস্বীর চোখধাঁধানো শতরান, সাইয়ের হাফসেঞ্চুরিতে আগাগোড়া দাপট, ৩১৮/২ প্রথম দিন শেষ করল ভারত
Yashasvi Jaiswal: প্রথম দিনের খেলাশেষে ১৭৩ রানে অপরাজিত রইলেন ভারতীয় দলের তারকা ওপেনার যশস্বী জয়সওয়াল

নয়াদিল্লি: প্রথম টেস্ট শেষ হয়েছিল মাত্র আড়াই দিনে। শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়ে ম্য়াচ জিতেছিল ভারত। দ্বিতীয় টেস্টের (IND vs WI 2nd Test) প্রথম দিনেও কিন্তু একইরকম ছবি ধরা পড়ল। গোটা দিন ব্যাটিং করলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ১৭৩ রানে অপরাজিত রইলেন তিনি। তবে অল্পের জন্য সাই সুদর্শনের (Sai Sudharsan) শতরান হাতছাড়া হল। প্রথম দিনশেষে দুই উইকেট হারিয়ে ৩১৮ রান বোর্ডে তুলে ফেলল ভারতীয় দল।
দিনের শুরুতে কেরিয়ারে প্রথমবার টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক শুভমন গিল। অরুণ জেটলি স্টেডিয়ামে ব্যাটে নেমে ভারতীয় ওপেনার কেএল রাহুল ও যশস্বী দেখেশুনেই শুরুটা করেন। ওয়েস্ট ইন্ডিজ় বোলারদের প্রথম ঘণ্টা প্রাপ্য সম্মান দেন তাঁরা। তবে বেলা যত গড়ায় ততই ভারতীয় ব্যাটারদের দাপটও বাড়তে থাকে।
প্রতিপক্ষকে চাপে ফেলার শুরুটা করেন কেএল রাহুল। ওয়েস্ট ইন্ডিজ় স্পিনারদের বিরুদ্ধে স্টেপ আউট করে বড় শট হাঁকানোর চেষ্টা করেন তিনি। ছক্কা মারেনও, তবে সেই চেষ্টাতেই ৩৮ রানে জমেল ওয়ারিকানের বলে স্টাম্পডও হন প্রথম টেস্টের সেঞ্চুরিয়ন। অবশ্য যশস্বী থামেননি। তিনি সাই সুদর্শনকে সঙ্গে নিয়ে ইনিংস গড়ার কাজ চালিয়ে যান। প্রথম সেশনে যাতে আর কোনও উইকেট না পড়ে, তা সুনিশ্চিত করেন দুইজনে। এক উইকেটেই ৯৪ রান তুলে প্রথম সেশন শেষে সাজঘরে ফেরেন যশস্বী ও সাই।
দ্বিতীয় সেশনের শুরুর দিকেই ৮২ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন যশস্বী। ধীরে ধীরে বাড়ে রানের গতি। সাইকে সঙ্গে নিয়ে ১৪৮ বলে শতরানের পার্টনারশিপ গড়ে ফেলেন তিনি। সাই সুদর্শন নিজেও ৮৭ বলে অর্ধশতরান পূরণ করেন। এরপর দেখতে দেখতেই যশস্বী ১৪৫ বলে নিজের সপ্তম টেস্ট শতরান হাঁকিয়ে ফেলেন। ২৩ বছর বয়সে টেস্ট ওপেনার হিসাবে কেবল গ্রেম স্মিথের দখলেই এতগুলি শতরান ছিল। তবে স্মিথের থেকে দুই কম, ৪৮ ইনিংসে সাতটি সেঞ্চুরি করলেন যশস্বী। নিজের ৫০তম আন্তর্জাতিক ম্যাচে তিন হাজার আন্তর্জাতিক রানও করে ফেলেন তিনি। চা পানের বিরতিতে ভারত এক উইকেটের বিনিময়ে ২২০ রান তুলে ফেলেছিল।
তৃতীয় সেশনেও ছবিটা ছিল কার্যত একইরকম। যশস্বী ও সাই মিলে ইনিংসের শুরুটা করেন। সাইয়ের ব্যাটিং দেখে মনে হচ্ছিল কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক শতরানটি তিনি সহজেই হাঁকিয়ে ফেলবেন। তবে তেমন হল না। ওয়ারিকানের বলেই এলবিডব্লু হয়ে ৮৭ রানে ফেরেন হতাশ সাই। রিভিউ নিলেও সিদ্ধান্ত বদল হয়নি। অবশেষে সাই ও যশস্বীর ১৯৩ রানের পার্টনারশিপ ভাঙে।
তবে সুদর্শন ফিরলেও রানের গতিতে প্রভাব পড়েনি। শুভমন গিলকে সঙ্গে নিয়ে দিনের খেলা শেষ হওয়ার আগেই অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন দুইজনে। গিল আপাতত ২০ রানে ক্রিজে অপরাজিত রয়েছেন।




















